Iman Chakraborty: প্লেটে ঠুকলেন মাটন নলি, চেটেপুটে খেলেন, ইমনের মাংস-প্রেম দেখুন

Iman Chakraborty: গায়িকা হিসাবে ইমন চক্রবর্তী খুব অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে একের পর এক হিট গানের সম্ভার। গানের পাশাপাশি ইমন খুব সক্রিয় থাকেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে।

Advertisement
প্লেটে ঠুকলেন মাটন নলি, চেটেপুটে খেলেন, ইমনের মাংস-প্রেম দেখুনইমন চক্রবর্তী
হাইলাইটস
  • গায়িকা হিসাবে ইমন চক্রবর্তী খুব অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন।

গায়িকা হিসাবে ইমন চক্রবর্তী খুব অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে একের পর এক হিট গানের সম্ভার। গানের পাশাপাশি ইমন খুব সক্রিয় থাকেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে। গায়িকা তাঁর ছোট ছোট মুহূর্তগুলি ভাগ করে নেন সকলের সঙ্গে। স্বামী নীলাঞ্জন ও ইমনের টিমের অন্য সদস্যদের সঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়ে ঘটালেন এক কাণ্ড। ইমনের এই কীর্তিতে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। 

ভিডিওতে দেখা গিয়েছে ইমন কোনও এক রেস্তোরাঁয় খেতে গিয়েছেন। আর সেখানে গিয়ে মন দিয়ে মাটনের নলি খাচ্ছেন গায়িকা। আর মাটনের এই অংশ যে তাঁর খুবই প্রিয় সেটা ভিডিও দেখে সকলেই বুঝতে পারছেন। ভিডিওতে একজন ইমনকে জিজ্ঞাসা করেন কী খাচ্ছ? গায়িকা তাঁর হাতে থাকা মাটনের নলির অংশটা দেখিয়ে বলেন এটা খাচ্ছেন। এরপর ওপাশ থেকে ইমনকে বলা হয় মাটনটা কাঁদছে তো গো। জবাবে ইমন বলেন, আছে ভেতরে। এরপরই গায়িকা নলির ভেতর থেকে মাংস বের করার জন্য কাচের প্লেটেই ঠুকতে শুরু করেন। আর যে মুহূর্তে মাটন নলির ভেতর থেকে ঝোল বের হয়, সবাই তারস্বরে আহাহা বলে ওঠেন। 

এরপরই মাটনের নলি মুখে দিয়ে পরম তৃপ্তিতে খান ইমন। পাশে বসা ইমনের স্বামীর খাওয়া প্রায় শেষ, তিনি শশার টুকরো মুখে দেন। ইমন প্লেট উঠিয়ে বলে ওঠেন, এটার সঙ্গে কোনও কম্প্রোমাইজ করা যাবে না। এরপরই প্লেট উঁচু করে মাটনের ঝোল খেয়ে ফেলেন গায়িকা। এখানেই শেষ নয়, আঙুল দিয়ে চেটেপুটে প্লেট সাফ করে দেন গায়িকা। এই ভিডিও পোস্ট করে ইমন ক্যাপশনে লেখেন, ভুরিভোজ আর কি!! অন্য বাঙালিদের মতো ইমনও যে মাটন-প্রেমী তা এই ভিডিও দেখেই স্পষ্ট। 

মাঝে মাঝেই বিতর্কে জড়ান ইমন। সম্প্রতি এক শোতে গান করতে গিয়ে হিন্দি গান না গাওয়া নিয়ে তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়। তবে মঞ্চ থেকেই কড়া ভাষায় বার্তা দেন গায়িকা। সম্প্রতি অপেরা শোতে গান গেয়েছেন ইমন। সেই শোয়ের জনপ্রিয়তা ছিল বিপুল। গত কয়েক বছর ধরে তিনি লিলুয়ায় ‘বসন্ত উৎসব’-এর আয়োজন করছেন। সেখানে এক ঝাঁক শিল্পী এসেছেন। গান, আবৃত্তি, নাচ পরিবেশন করেছেন। এই আয়োজন গায়িকার মায়ের স্মৃতিতে নিবেদিত। কিন্তু এ বছর বিশেষ কারণে সেই বসন্ত উৎসব করেননি ইমন।   

Advertisement

POST A COMMENT
Advertisement