Iman Chakraborty: 'গান শিখলেই সুযোগ সারেগামাপা-তে', এবার সত্যিটা জানালেন ইমন

Iman Chakraborty: সঙ্গীত জগতে ইমন চক্রবর্তীর পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকার জনপ্রিয়তা এখন তুঙ্গে বললেই চলে। ঝুলিতে হিট গানের সংখ্যা নেহাত কম নয়। প্লেব্যাকের সঙ্গে সঙ্গে ইমন রবীন্দ্রসঙ্গীত ও আঞ্চলিক গানও গেয়ে থাকেন। স্টোজ শো, লাইভ কনসার্ট, অ্যালবামের ব্যস্ততা সামলেও ইমন গান শেখান

Advertisement
'গান শিখলেই সুযোগ সারেগামাপা-তে', এবার সত্যিটা জানালেন ইমনইমন চক্রবর্তী
হাইলাইটস
  • স্টোজ শো, লাইভ কনসার্ট, অ্যালবামের ব্যস্ততা সামলেও ইমন গান শেখান।

সঙ্গীত জগতে ইমন চক্রবর্তীর পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকার জনপ্রিয়তা এখন তুঙ্গে বললেই চলে। ঝুলিতে হিট গানের সংখ্যা নেহাত কম নয়। প্লেব্যাকের সঙ্গে সঙ্গে ইমন রবীন্দ্রসঙ্গীত ও আঞ্চলিক গানও গেয়ে থাকেন। স্টোজ শো, লাইভ কনসার্ট, অ্যালবামের ব্যস্ততা সামলেও ইমন গান শেখান। তাঁর ছাত্র-ছাত্রীর সংখ্যা নেহাত কম নয়। অনেক বছর ধরেই নিজের সঙ্গীত অ্যাকাডেমি চালাচ্ছেন ইমন। আর তাঁর সেই গানের স্কুলের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন গায়িকা।   

সম্প্রতি গায়িকা মেখলার পডকাস্টে আসেন ইমন। আর সেখানেই জানালেন তাঁর গানের স্কুলে ছাত্র-ছাত্রী ঠিক কী ভেবে ভর্তি হন। ইমন বলেন, 'আমার কাছে অনেকে গান শিখতে আসে। তারা খুবই বিশ্বাস নিয়ে আমার কাছে আসে যে আমার কাছে আসলেই সারেগামাপা-তে সুযোগ পাওয়া যাবে। তারপর যখন তারা গানটা শিখতে বসে এবং তারা বোঝে এখানে তো এটা হবে না, তখন দেখি তারা আর আসে না। গায়িকা আরও বলেন, একটা সময়ের পরে তাদেরকে আমি আর দেখতে পাই না। তাতে আমার কোনও দুঃখ নেই। আমি শেখাই রবীন্দ্রনাথের গান ও লোকগান। সেই ক্ষেত্রে খুবই তারা আহত হয়।' 

ইমনের কথায়, 'তাদের চেয়ে বেশি আহত হয় তাদের বাবা-মায়েরা। ইস, এখানে এনেছিলাম, ভেবেছিলাম সারেগামাপা-তে চান্স পাবে, সেটা তো হলই না। এই দুঃখ তাদের খুব হয়।' বেশ কয়েক বছর ধরে জি বাংলার ‘সারেগামাপা’-র সঙ্গে জড়িত ইমন। গানের জনপ্রিয় সেই রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে দেখা যায় তাঁকে। তাই গায়িকার কাছে অনেকেই এমন আসেন, যাঁরা ভাবেন যে ইমনের কাছে গান শিখলেই সারেগামাপাতে সুযোগ পাওয়া যাবে। যদিও বিষয়টা এমন নয়। 

২০১৬ সালে প্রাক্তন ছবিতে তুমি যাকে ভালোবাসো গেয়ে জাতীয় পুরস্কার জিতে নেন ইমন। এরপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। অস্কারেও মনোনয়ন পেয়েছিল গায়িকা ইমনের গান। অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় ৭৯টি গানের মধ্যে ছিল 'ইতি মা'। তবে শেষমেশ প্রতিযোগিতা থেকে ছিটকে যায় ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’ ছবির গানটি। তাঁর গলার জাদুতে মজে আট থেকে আশি সকলেই। জগন্নাথ দেবের ভক্ত ইমন প্রতিবছর নিয়ম করে পুরীতে যান, রথের দিন তাঁর বাড়িতে নিয়ম-নিষ্ঠা মেনে পুজো হয়।   

Advertisement

POST A COMMENT
Advertisement