Zubeen Garg-Jojo: অসুস্থ গরিমাকে দেখতে অসমে জোজো, গেলেন জুবিনের বাড়িতেও

Zubeen Garg-Jojo: পুজোর আগেই সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছিল। গত ১৯ সেপ্টেম্বর প্রয়াত হন জুবিন গর্গ। তাঁর মৃত্যুতে শুধু অসম নয়, গোটা সঙ্গীত জগত শোকস্তব্ধ হয়ে পড়ে। গায়কের মৃত্যু নিয়ে রহস্যের কিনারা এখনও হয়নি। এরই মাঝে মুক্তি পেয়েছে জুবিনের শেষ ছবি রই রই বিনালে। টলিউড ও জুবিন গর্গের সম্পর্ক বেশ অনেক দিনের।

Advertisement
অসুস্থ গরিমাকে দেখতে অসমে জোজো, গেলেন জুবিনের বাড়িতেও জুবিন গর্গের বাড়িতে গেলেন জোজো
হাইলাইটস
  • গত ১৯ সেপ্টেম্বর প্রয়াত হন জুবিন গর্গ।

পুজোর আগেই সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছিল। গত ১৯ সেপ্টেম্বর প্রয়াত হন জুবিন গর্গ। তাঁর মৃত্যুতে শুধু অসম নয়, গোটা সঙ্গীত জগত শোকস্তব্ধ হয়ে পড়ে। গায়কের মৃত্যু নিয়ে রহস্যের কিনারা এখনও হয়নি। এরই মাঝে মুক্তি পেয়েছে জুবিনের শেষ ছবি রই রই বিনালে। টলিউড ও জুবিন গর্গের সম্পর্ক বেশ অনেক দিনের। জোজোর সঙ্গেও জুবিনের বন্ধুত্ব ছিল। আর সেই বন্ধুত্বের টানেই অসমে গিয়ে গায়কের বাড়িতে গেলেন জোজো। কথা বললেন প্রয়াত গায়কের বাবার সঙ্গে। 

সম্প্রতি জোজোর শাশুড়ি মারা গিয়েছেন। সেই কাজ মিটিয়ে গায়িকা সোজা পৌঁছে যান অসমের গুয়াহাটিতে। সম্প্রতি জুবিনের স্ত্রী গরিমা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সেই খবর শুনেই জোজো অসমের পথে রওনা দেন। জুবিন আর জোজো যে ভাল বন্ধু ছিলেন, তা অসম যাওয়ার আগে বিমানবন্দরেই জানিয়েছেন গায়িকা। অসমে পৌঁছেই জোজো গুয়াহাটিতে জুবিনের বাড়িতে যান। সেখানে গিয়ে প্রয়াত বন্ধুকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি জুবিনের বাবার সঙ্গেও কথা বলেন শিল্পী।

গতকাল অসম যাওয়ার আগেই বিমানবন্দরে জোজো বলেছিলেন যে তিনি গরিমাকে দেখতেই যাচ্ছেন সেখানে। এছাড়াও জোজো জুবিনের সমাধিস্থলেও যাবেন। জোজো বলেন যে তিনি অনেকদিন ধরেই জুবিনের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে প্ল্যান করেছিলেন। কিন্তু অসম যেতে পারছিলেন না তাই ছটফট করছিলেন। জোজো এও জানান যে জুবিন তাঁর বন্ধু ছিল। তিনি এখনও ভাবতে পারছেন না যে জুবিন আর নেই। জুবিনের সঙ্গে কোনও গান না গাওয়ার আক্ষেপ রয়েছে জোজোর। সোমবার দুপুরেই জুবিনের বাড়িতে যান জোজো। কথা বলেন প্রয়াত গায়কের বাবার সঙ্গে। এরপর সারা বাড়ি ঘুরে জুবিনের সব স্মৃতি দেখেন তিনি। 

জোজো ও জুবিনের বন্ধুত্ব একটি রিয়্যালিটি শো-তে। প্রায় দেড় থেকে দুই বছর চলেছিল ওই অনুষ্ঠানটি। সেই সময় তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয়। তবে জুবিনের সঙ্গে অন্য কোনও কাজ করে ওঠা হয়নি জোজেোর। জুবিন অনেক হিট বাংলা গান উপহার দিয়েছেন শ্রোতাদের। বাংলার একাধিক সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছিল বহুদিনের সম্পর্ক। টলিউডের দেব-জিৎ যেন আলাদা পরিচয় পেয়েছিল জুবিনের গাওয়া গানের মাধ্যমে। তবে বাংলা সঙ্গীত জগত থেকে জুবিনের মৃত্যুর পর কেউই অসমে যাননি, জোজো প্রথম যিনি প্রয়াত গায়কের পরিবারের সঙ্গে দেখা করলেন।  

Advertisement

POST A COMMENT
Advertisement