Miss Jojo: কালনায় জোজোর কনসার্টে পদপিষ্ট অন্তত ১০, কী বলছেন গায়িকা?

Miss Jojo: শীতকাল মানেই বিভিন্ন জায়গায় মেলা-মাচা এইসব অনুষ্ঠান। আর এই সময় দম ফেলার ফুরসৎ থাকে না টলিপাডার অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে বাঙালি গায়ক-গায়িকাদেরও। আজ এখানে শো তো কাল অন্য জায়গায় শো। আর এরকমই এক শো করতে গিয়ে ভয়ানক অভিজ্ঞতা হল গায়িকা জোজো মুখোপাধ্যায়ের, যাঁকে আমরা মিস জোজো নামেই চিনি।

Advertisement
কালনায় জোজোর কনসার্টে পদপিষ্ট অন্তত ১০, কী বলছেন গায়িকা?কালনায় জোজোর কনসার্টে চরম বিশৃঙ্খলা
হাইলাইটস
  • কালনায় জোজোর শো চলাকালীন প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে গুরুতর জখম হয়েছেন কিছুজন।

শীতকাল মানেই বিভিন্ন জায়গায় মেলা-মাচা এইসব অনুষ্ঠান। আর এই সময় দম ফেলার ফুরসৎ থাকে না টলিপাডার অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে বাঙালি গায়ক-গায়িকাদেরও। আজ এখানে শো তো কাল অন্য জায়গায় শো। আর এরকমই এক শো করতে গিয়ে ভয়ানক অভিজ্ঞতা হল গায়িকা জোজো মুখোপাধ্যায়ের, যাঁকে আমরা মিস জোজো নামেই চিনি। কালনায় জোজোর শো চলাকালীন প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে গুরুতর জখম হয়েছেন কিছুজন। তাঁদের মধ্যে কয়েকজনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। 

জানা গিয়েছে, কালনায় খাদ্য ও পিঠেপুলি উৎসব চলছিল। আর রবিবার ছিল মিস জোজো ও বলিউড গায়িক পলক মুচ্ছলের গানের অনুষ্ঠান। তাঁদের সেই গান শোনার জন্যই অগণিত মানুষ ভিড় জমায়। শোনা যাচ্ছে, ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ-প্রশাসনকেও। বাধ্য হয়ে পুলিশ যে মাঠে অনুষ্ঠান চলছিল সেখানকার দরজা বন্ধ করে দেয়। তবে তখনও বাইরে থেকে বহু লোক উৎসব প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করতে থাকেন। আবার অনেকেই ভিড়ের ঠেলায় অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। খুব স্বাভাবিকভাবেই বিশৃঙ্খল তৈরি হয়। ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে যান। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জও করে পুলিশ। আর এই ঘটনায় কমপক্ষে ৮ জন জখম হন। তাঁদের মধ্যে ২ জনের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। 

এই ঘটনা প্রসঙ্গে জোজো এক সংবাদমাধ্যমের কাছে কালনা প্রশাসনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন। জোজো ওই সংবাদমাধ্যমকে বলেন, আণার অনুষ্ঠানে অতিরিক্ত ভিড় হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। প্রথম থেকেই পুলিশ-প্রশাসন যদি ব্যাপারটা নজরে নিয়ে যেত তাহলে এই বিশৃঙ্খলা হত না। কালনার ভিড় দেখে জোজো নিজেও খুবই অবাক। জোজো যদিও জানিয়েছেন যে এই ঘটনা হওয়ার পিছনে দুটি কারণ থাকতে পারে। তিনি বহুদিন পর কালনায় গিয়েছিলেন শো করতে। তাই তাঁকে দেখার উন্মাদনা ছিল। এছাড়াও ছিলেন পলক মুচ্ছল। আর বলিউডের শিল্পীর চাহিদা বরাবরই রয়েছে। জোজোর কথায়, কালনার মাঠ ছিল বিশাল বড়, কিন্তু তাও সেখানে থিকথিক করছে মানুষ। পাঁচিল-দেওয়াল কোনওটাই ফাঁকা ছিল না। অনুষ্ঠান শেষ হওয়ার পর পুলিশ গায়িকার নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন যে গায়িকাকে যেন এখান থেকে তাড়াতাড়ি বের করে নিয়ে যাওয়া হয়। 

Advertisement

তবে উদ্যোক্তাদের নিয়ে কোনও ক্ষোভ নেই জোজোর। তাঁরা যতটা পেরেছেন সহযোগিতা করেছেন বলেই জানিয়েছেন গায়িকা। উদ্যোক্তারা এমনও বলেন যে তাঁরা জোজোর অনুষ্ঠান বন্ধ করে দেবেন এবং পরের বছর নিয়ে আসবেন তাঁকে। দর্শকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন। কিন্তু কেউই কথা শোনার মতো অবস্থায় ছিলেন না বলেই জানান জোজো। তবে গায়িকা জানান যে পদপিষ্টের ঘটনায় মারাত্মক কিছু হয়নি। বে কেউ আহত হন এটা কাম্য নয়। যাদের লেগেছে তাঁরা যেন সুস্থ হয়ে বাড়ি ফেরেন বলে জানিয়েছেন গায়িকা। প্রসঙ্গত, গত বছরও রূপম ইসলামের মধ্যমগ্রামের কনসার্টে এই ধরনের বিশৃঙ্খলা দেখা গিয়েছিল।    

POST A COMMENT
Advertisement