Tollywood Gossip: জঙ্গল সাফারিতে গিয়ে হাতির তাড়া, অল্পের জন্য রক্ষা পেলেন এই গায়ক

Tollywood Gossip: উত্তরবঙ্গে গিয়ে মহা বিপদে পড়লেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য। জঙ্গল সাফারিতে গিয়ে হাতির তাড়া খেলেন গায়ক। কোনওক্রমে প্রাণে বেঁচে ফিরলেন মনোময় ও তাঁর সঙ্গে থাকা বাচিকশিল্পী সাম্য কার্ফাও।

Advertisement
জঙ্গল সাফারিতে গিয়ে হাতির তাড়া, অল্পের জন্য রক্ষা পেলেন এই গায়কসাফারি করতে গিয়ে বিপদে এই গায়ক
হাইলাইটস
  • উত্তরবঙ্গে গিয়ে মহা বিপদে পড়লেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য।

উত্তরবঙ্গে গিয়ে মহা বিপদে পড়লেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য। জঙ্গল সাফারিতে গিয়ে হাতির তাড়া খেলেন গায়ক। কোনওক্রমে প্রাণে বেঁচে ফিরলেন মনোময় ও তাঁর সঙ্গে থাকা বাচিকশিল্পী সাম্য কার্ফাও। স্বাভাবিকভাবে এই ঘটনায় আতঙ্কিত তাঁরা। সোশ্যাল মিডিয়ায় মনোময় তাঁর ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করলেও এই বিপদের কথা সেখানে জানান নি তিনি।  

জানা গিয়েছে, গত ২২ ও ২৩ মার্চ আলিপুরদুয়ারে একটি বেসরকারি কলেজে অনুষ্ঠান করতে যান মনোময় ভট্টাচার্য ও সাম্য কার্ফা। কাজ শেষ করে তাঁরা ২৪ মার্চ সকালে তাঁরা বক্সা টাইগার রিজার্ভ জয়ন্তীর জঙ্গলে সাফারিতে বের হন। তবে জঙ্গলের গভীরে ঢোকার পরই বিপত্তি ঘটে। বিশাল একখানা হাতি তেড়ে আসে। হাতিটির সঙ্গে তার শাবকও ছিল। গাড়ি চালক পিছু হটলেও প্রায় ৪০ মিটার ধরে হাতিটি গাড়িটিকে তাড়া করেছিল। যদিও গাড়ি চালকের তৎপরতায় সকলেই নিরাপদেই ফিরতে পেরেছেন।

ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিশালাকার ওই মাখনা হাতির সঙ্গে একটি শাবকও ছিল বলে জানিয়েছেন মনোময়। তিনি জানিয়েছেন যে এর আগেও একাধিকবার ডুয়ার্সের জঙ্গলে এসেছেন তিনি। কিন্তু এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি। মনোময় সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করে লিখেছেন, একটা অদ্ধুত ভালো লাগা নিয়ে ফিরছি। উপরি পাওনা জয়ন্তী জঙ্গলে সাফারি, হাতির দর্শন। প্রসঙ্গত, গানের রিয়্যালিটি শো-তে বিচারকের ভূমিকায় একাধিকবার দেখা গিয়েছে মনোময় ভট্টাচার্যকে। 

POST A COMMENT
Advertisement