কবে অনুষ্ঠান শুরু করবেন গায়ক?গত সপ্তাহে অসুস্থ হয়ে বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিল্পী নচিকেতা চক্রবর্তী। গত ৭ ডিসেম্বর বুকে তীব্র ব্যথা উঠতেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল গায়ককে। হৃদ্যন্ত্রে ব্লক ধরা পড়ায় জরুরি ভিত্তিতে দুইটি স্টেন্ট বসানো ছাড়া উপায় ছিল না। নচিকেতার অসুস্থতার খবর শোনার পর তাঁকে দেখতে হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর শুক্রবার ছাড়া পান শিল্পী। আগামী সপ্তাহ থেকেই চেনা ছন্দে ফিরছেন গায়ক।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে এখন ভাল আছেন তিনি। ধকল সামলে উঠেছেন। তবে শরীরের যত্ন নিতে হবে। শুক্রবারই নচিকেতা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবি পোস্ট করেন, যেখানে গায়ককে হাসপাতালের সব কর্মীদের সঙ্গে দেখা গিয়েছে। এই ছবি পোস্ট করে শিল্পী লেখেন, অবশেষে খাঁচা ভেঙে। বুকে স্টেন্ট বসানোর পর নচিকেতাকে বেশ কিছুদিন হাসপাতালেই রাখা হয়েছিল, যাতে গায়ক পূর্ণমাত্রায় বিশ্রামে থাকতে পারেন। চিকিৎসকের মতে, আগামী সপ্তাহ থেকেই হয়তো মঞ্চে ফিরবেন গায়ক।
চিকিৎসকদের পক্ষ থেকে গায়কের শরীরের বাড়তি যত্ন নেওয়ার কথাও বলা হয়েছে। আপাতত তাঁকে ঘিরে আর কোনও ভয় বা দুশ্চিন্তা নেই। প্রিয় নচির অসুস্থতার কথা শুনে নিজের কর্মকাণ্ড থেকে সময় বের করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে যান তাঁকে হাসপাতালে। গায়কের স্বাস্থ্যের খোঁজ নেন তিনি। এর আগেও নচিকেতাকে একাধিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কাছে বকা খেতে হয়েছে, কারণ তিনি নিজের খাওয়া-দাওয়া ও স্বাস্থ্যের প্রতি যত্ন নেন না। উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও এমন উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন হঠাৎ কয়েকটি অনুষ্ঠান বাতিল হওয়ায় ভক্তদের মধ্যে জল্পনা বাড়ে— নচিকেতা কি গুরুতর অসুস্থ? পরে জানা যায়, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বেড়ে যাওয়ার কারণে সাময়িক বিরতি নিতে বাধ্য হয়েছিলেন তিনি।
নচিকেতার অসুস্থতার খবরে বেশ কিছু অনুষ্ঠান বাতিল করতে হয়েছিল। তবে আগামী সপ্তাহ থেকেই হয়তো নচিকেতা অনুষ্ঠান শুরু করতে পারেন। যদিও সেক্ষেত্রে তাঁকে চিকিৎসকের পরামর্শ মানতে হবে। কারণ এখন তাঁর বেশি ধকল নেওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে।