Rupam Islam: 'মুখে যদি গন্ধ...' কনসার্টের শুরুতেই হুঁশিয়ারি রূপমের, VIDEO VIRAL

Rupam Islam: বাংলা রক মিউজিকের জগতে রূপম ইসলামের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাঁর কনসার্ট মানেই সেখানে হাজার হজার শ্রোতার সমাগম। গায়ককে এক ঝলক দেখার জন্য বহুদূর থেকে মানুষ ছুটে আসেন। তাঁর কনসার্টে ঝামেলা-বিশৃঙ্খল হওয়ার খবর প্রায়ই শোনা যায়।

Advertisement
'মুখে যদি গন্ধ...' কনসার্টের শুরুতেই হুঁশিয়ারি রূপমের, VIDEO VIRALরূপম ইসলাম
হাইলাইটস
  • বাংলা রক মিউজিকের জগতে রূপম ইসলামের জনপ্রিয়তা আকাশছোঁয়া।

বাংলা রক মিউজিকের জগতে রূপম ইসলামের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাঁর কনসার্ট মানেই সেখানে হাজার হজার শ্রোতার সমাগম। গায়ককে এক ঝলক দেখার জন্য বহুদূর থেকে মানুষ ছুটে আসেন। তাঁর কনসার্টে ঝামেলা-বিশৃঙ্খল হওয়ার খবর প্রায়ই শোনা যায়। আর এইসব ঘটনার অভিজ্ঞতা হওয়ার পর থেকে রূপম তাঁর কনসার্ট নিয়ে বাড়তি সচেতনতা অবলম্বন করছেন। সম্প্রতি কল্যাণীতে কনসার্ট করতে গিয়েছিলেন রূপম। আর সেখানেই মাদক নিয়ে কড়া বার্তা দিলেন গায়ক শ্রোতাদের। মঞ্চে দাঁড়িয়েই বললেন, তাঁর এই কনসার্টে যেন কোনও প্রকারের মাদক সেবন না করা হয়। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে রূপমকে মঞ্চ থেকেই বলতে শোনা যায়, 'মনে রেখো, ওই ধোঁয়া যাঁরা ওড়াচ্ছো, তাঁরা লজ্জিত হও। গত বছর কল্যাণীর বুকে একটা অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছিলাম আমি। কিন্তু তার কারণ কে সেটা আজ বলব। এই বঙ্গ সংস্কৃতি সম্মেলনের মাঠে ধোঁয়া যারা উড়িয়েছিল তারা। গায়ক আরও বলেন, 'এই মাঠে যখন আমি পারফর্ম করব, যদি আর করি এখানে একজনও মাদক দ্রব্য সেবন করবে না। একজনও গাঁজা খাবে না। ঔষধি পরমাঔষধি খাবে না। মদ্যপান করবে না। মুখে যদি গন্ধ পাওয়া যায় এই মাঠে তাকে ঢুকতে দেওয়া যাবে না।'

 

রূপম খুব স্পষ্ট ভাষায় বলেন, 'যারা এই ধোঁয়া ওড়াচ্ছ, যে ধোঁয়ায় আমি আহত হই, আমার মস্তিষ্ক বিকৃত হয়, আমি অসুস্থ হয়ে পড়ি। সেই ধোঁয়াকে আমি আর আমার কাছে ঘেঁষতে দেব না।' এই ভিডিও পোস্ট করা হয় দ্য কল্যাণী বাজ নামে এক ফেসবুক পেজ থেকে। এরপরই গায়ককে নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ রূপমের এই বক্তব্যকে সমর্থন করেছেন আবার কেউ কেউ রূপমের পুরনো ছবি পোস্ট করে ট্রোল করেছেন গায়ককে। 

প্রসঙ্গত, গত বছর কল্যাণীতে ফসিলসের একটি শোয়ের পর রূপম ইসলামের আচরণ এবং ব্যবহার নিয়ে জোর বিতর্ক হয়েছিল। এবার সেদিনের ঘটনা নিয়ে কল্যাণীরই আরও একটি শোতে মুখ খুললেন। জানালেন তিনি কেন সেদিন ভক্তদের সঙ্গে ওরম আচরণ করেছিলেন। এর আগেও রূপমের কনসার্টে একাধিক ঘটনা ঘটতে দেখা গিয়েছে। কখনও ভক্তদের সঙ্গে গায়কের রূঢ় ব্যবহার আবার কখনও বা কনসার্টে অতিরিক্ত ভিড়। তবে এখনও রূপম ইসলামের ক্রেজ তাঁর ভক্ত-অনুগামীদের মধ্যে বিশাল।  

Advertisement

POST A COMMENT
Advertisement