Rupankar Bagchi: হাসপাতালে ভর্তি রূপঙ্করের স্ত্রী চৈতালী, কী হয়েছে গায়ক-পত্নীর?

Rupankar Bagchi: গায়ক রূপঙ্কর বাগচীর জন্মদিনের দিনই হাসপাতালে ভর্তি হতে হল তাঁর স্ত্রী চৈতালী লাহিড়িকে। হাসপাতালের বেডে শুয়ে থাকা স্ত্রীয়ের ছবি শেয়ার করে সেই কথা নিজেই জানিয়েছিলেন গায়ক। এদিকে অর্থাৎ ২ ডিসেম্বর, সোমবারই ছিল রূপঙ্কর বাগচীর জন্মদিন।

Advertisement
হাসপাতালে ভর্তি রূপঙ্করের স্ত্রী চৈতালী, কী হয়েছে গায়ক-পত্নীর?হাসপাতালে ভর্তি রূপঙ্কর বাগচীর স্ত্রী
হাইলাইটস
  • গায়ক রূপঙ্কর বাগচীর জন্মদিনের দিনই হাসপাতালে ভর্তি হতে হল তাঁর স্ত্রী চৈতালী লাহিড়িকে।

গায়ক রূপঙ্কর বাগচীর জন্মদিনের দিনই হাসপাতালে ভর্তি হতে হল তাঁর স্ত্রী চৈতালী লাহিড়িকে। হাসপাতালের বেডে শুয়ে থাকা স্ত্রীয়ের ছবি শেয়ার করে সেই কথা নিজেই জানিয়েছিলেন গায়ক। এদিকে অর্থাৎ ২ ডিসেম্বর, সোমবারই ছিল রূপঙ্কর বাগচীর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় অগণিত অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানান। এদিকে গায়কের জন্মদিনের দিনই হাসপাতালে ভর্তি হন তাঁর স্ত্রী চৈতালী। হঠাৎ করে কী হল গায়কের স্ত্রীয়ের?

রূপঙ্কর মঙ্গলবার সোশ্যাল মিডিয়া পেজে তাঁর স্ত্রী চৈতালীর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, আমার ঝুটকু গতকাল আমায় ঝটকা দিয়ে হাসপাতালে ভর্তি হল! যদিও গায়কের স্ত্রীকে বেশ হাসি হাসি মুখেই পোজ দিতে দেখা গিয়েছে। রূপঙ্কর এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন,তাঁর স্ত্রী চৈতালীর ইউটিআই-এর সমস্যা ধরা পড়েছে। সিপিআর লেবেলটাও খুব বেশি। ইনফেকশন হয়েছে তাঁর। তবে স্ত্রী আগের থেকে অনেকটাই ভালো আছেন বলে জানিয়ছেন রূপঙ্কর। তবে গায়কের এই পোস্ট থেকেই জানা গেল যে তিনি তাঁর স্ত্রী চৈতালীকে ঝুটকু বলে ডাকেন। 

স্ত্রী চৈতালী ও কন্যা মহুলকে নিয়ে সুখে সংসার রূপঙ্করের। ১৯৯৯ সালে চৈতালী লাহিড়িকে বিয়ে করেন তিনি। তারপর থেকে সুখেই ঘরকন্যা করছে। সম্প্রতি ফেসবুকের পাতায় মেয়ে ও বউ-এর ছবি দিয়ে ক্যাপশান দিয়েছিলেন 'স্বজন'। তবে এখন গায়কের স্ত্রী অনেকটাই সুস্থ আছেন। রূপঙ্কর বাগচীকে নিয়ে এমনিতে বিতর্কের শেষ নেই। গায়ক কেকে-কে নিয়ে মন্তব্য করা থেকে সরকারি কর্মীদের সঙ্গে বচসা, সবেতেই নাম জড়িয়েছে রূপঙ্করের। তবে এইসবের সময় সর্বদাই পাশে পেয়েছেন স্ত্রী চৈতালীকে। 

প্রসঙ্গত, মহুল অবশ্য রূপঙ্কর-চৈতালীর দত্তক কন্যা। জানা যায়, দু-বার গর্ভবতী হওয়ার পরও মা হতে পারেননি রূপঙ্কর পত্নী চৈতালি। গর্ভপাতের যন্ত্রণা এবং সমাজের কটূক্তি সইতে হয়েছিল তাঁকে। তবে সেসময় তাঁদের অন্ধকার জীবনে আলোর রোশনি হয়ে আসে মহুল। তাঁদের একমাত্র কন্যা। মহুলকে দত্তক নিয়েছিলেন গায়ক ও তাঁর স্ত্রী। মহুল নিজেও জানেন যে তিনি রূপঙ্কর-চৈতালীর নিজের মেয়ে নন। তবে মা-বাবাকে খুবই ভালোবাসেন কন্যা মহুল।   

Advertisement

POST A COMMENT
Advertisement