RG Kar Murder-Shreya Ghoshal: কলকাতায় কনসার্ট বাতিল শ্রেয়ার, আরজি কর নিয়ে যা বললেন বাঙালি গায়িকা

RG Kar Murder-Shreya Ghoshal: আরজি কর-কাণ্ডের ঘটনার পর গোটা দেশ প্রতিবাদের আগুনে জ্বলছে। আম জনতার পাশাপাশি টলিউড থেকে বলিউড সকলেই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তীব্র নিন্দায় সরব হয়েছেন। সমাজের প্রতিটি ক্ষেত্র থেকেই উঠছে প্রতিবাদের স্বর। সকলের গলায় একটাই সুর বিচার চাই। এরকম পরিস্থিতিতে মন ভাল নেই কারোরই।

Advertisement
কলকাতায় কনসার্ট বাতিল শ্রেয়ার, আরজি কর নিয়ে যা বললেন বাঙালি গায়িকাশ্রেয়া ঘোষাল
হাইলাইটস
  • আরজি কর-কাণ্ডের ঘটনার পর গোটা দেশ প্রতিবাদের আগুনে জ্বলছে।

আরজি কর-কাণ্ডের ঘটনার পর গোটা দেশ প্রতিবাদের আগুনে জ্বলছে। আম জনতার পাশাপাশি টলিউড থেকে বলিউড সকলেই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তীব্র নিন্দায় সরব হয়েছেন। সমাজের প্রতিটি ক্ষেত্র থেকেই উঠছে প্রতিবাদের স্বর। সকলের গলায় একটাই সুর বিচার চাই। এরকম পরিস্থিতিতে মন ভাল নেই কারোরই। কলকাতায় সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল শ্রেয়া ঘোষালের কনসার্ট (All Hearts Tour)। কিন্তু আরজি কর-কাণ্ডের ঘটনায় শ্রেয়া তাঁর সেপ্টেম্বরে হওয়া কনসার্ট বাতিল করলেন। শনিবার এই কনসার্ট বাতিল হওয়ার কথা গায়িকা ঘোষণা করেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। 

'All Hearts Tour ইশক এফএম গ্র্যান্ড কনসার্ট' হওয়ার কথা ছিল ১৪ সেপ্টেম্বর। কিন্তু শ্রেয়া তাঁর এক্স হ্যান্ডেলে এক বিবৃতি জারি করে জানান যে নির্ধারিত দিনের এই কনসার্ট বাতিল করা হয়েছে। শ্রেয়া লেখেন, কলকাতার আরজি কর হাসপাতালে যে ঘৃণ্য ও মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা শ্রেয়ার চোখে চূড়ান্ত বর্বরতা ও এই ঘটনা তাঁর মেরুদন্ডকে কাঁপিয়ে দিয়েছে। শ্রেয়া আরও লেখেন, 'খুবই গভীর দুঃখ ও বেদনাদায়ক হৃদয় নিয়ে জানাচ্ছি যে আমি আমাদের কনসার্ট, শ্রেয়া ঘোষাল লাইভ, All Hearts Tour, ইশক এফএম গ্র্যান্ড কনসার্ট, যেটা ১৪ সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, তা পিছিয়ে দেওয়া হয়েছে ২০২৪-এর অক্টোবরে। এই কনসার্টটি ঘিরে আমাদের প্রত্যেকের প্রত্যাশা ছিল প্রচুর। কিন্তু এইরকম পরিস্থিতিতে আমার আপনাদের পাশে থাকা এবং আপনাদের এই প্রতিবাদে যোগ দেওয়া আমার কর্তব্য। শুধু আমাদের দেশের নয়, এই বিশ্বের নারীদের সম্মান ও নিরাপত্তার জন্য আমি আন্তরিকভাবে প্রার্থনা করি।'

শ্রেয়া আরও জানান যে তিনি ও তাঁর টিম কেন এই কনসার্টটি পিছিয়ে দিয়েছেন তা তাঁর বন্ধু ও অনুরাগীরা নিশ্চয়ই বুঝতে পারবেন। শ্রেয়া এও জানান যে খুব শীঘ্রই কলকাতায় নতুন কনসার্টের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। কলকাতায় শ্রেয়ার কনসার্ট হবে অক্টোবরে। সেই তারিখ খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। তবে শুধু শ্রেয়া ঘোষালই নয়, এই আবহে শো বাতিল করেছেন জনপ্রিয় কমেডিয়ান আকাশ গুপ্তাও। 

Advertisement

কমেডিয়ান আকাশ গুপ্তার শো ছিল ১ সেপ্টেম্বর, রবিবার। কিন্তু আকাশ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট দিয়ে জানান যে তিনি ১ সেপ্টেম্বর কলকাতায় শো করতে যেতে পারবেন না। এর কারণ হিসাবে আকাশ জানান যে কলকাতায় এখন যা পরিস্থিতি, সেই দিকে লক্ষ্য রেখে এই অবস্থায় তাঁর শো না করাই ভাল। আকাশ জানিয়েছেন যে তাঁর সব শো বাতিলের টিকিটের টাকাও ফেরত দিয়ে দেওয়া হবে। কমেডিয়ান এও জানান যে এই পরিস্থিতি একটু শান্ত হলেই তিনি কলকাতায় তাঁর শোয়ের নতুন তারিখ ঘোষণা করবেন। 

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৩১ বছরের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এর আগেও টলিউডের একাধিক ছবির টিজার-ট্রেলার মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু নাটকের শো, স্ট্যান্ড আপ কমেডি সহ একাধিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে এই শহরে। সকলেই চাইছেন এই ঘটনার বিচার হোক। তাই প্রতিদিনই পথে নামছেন মানুষ।       

 

POST A COMMENT
Advertisement