
জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে সঙ্গীত জগতে শোকের ছায়া। শুধু অসম নয়, বাংলা সঙ্গীত জগতেও অপূরণীয় ক্ষতি। জবিনের গলায় রয়েছে একাধিক হিট বাংলা গান। যা আজও শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়। জুবিনের মৃত্যুর পর আচমকাই তাঁর একটি গান সোশ্যাল মিডিয়াতে ঝড়ের মতো ভাইরাল হচ্ছে। কলকাতারই কোনও এক রেকর্ডিং স্টুডিওতে এই গানটি রেকর্ড করা হয়েছিল বহু বছর আগে। কিন্তু জুবিনের কন্ঠে গাওয়া সেই গান আজও মুক্তি পাইনি।
বোঝে না সে বোঝে না, পিয়া রে, চোখে চোখে এত কথা, মন মানে না সহ একাধিক বাংলা গান গেয়েছেন জুবিন। এমনকী সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বোঝে না সে বোঝে না ছবির জন্য শেষ গান গেয়েছেন। তবে সম্প্রতি জুবিনের যে গানটি ভাইরাল হয়েছে সেটা হল ফেরারি মন, যদিও এই গান সম্পর্কে বাকি কোনও তথ্য জানা যায়নি। এক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই গানটি সামনে নিয়ে আসা হয়েছে। ভিডিওটি দেখলেই বোঝা যাবে জুবিন গানটি সবে রেকর্ড করেছেন, তবে এই গানের ফাইনাল রেকর্ড করেছেন কিনা তা জানা যায়নি।
ওই ইউটিউবের পক্ষ থেকে বলা হয়েছে, গত পাঁচ বছর ধরে আমাদের আমাদের অনেকে হাজার মানুষ প্রশ্ন করে আসছে এই গানটা কবে মুক্তি পাবে, বিশ্বাস করুন এই প্রশ্নের উত্তর একমাত্র ছবির প্রযোজক দিতে পারে। আমি শেষবার ২০১৮ সালে পুনরায় প্রযোজক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলাম তাঁরা আমাকে জানিয়েছিল ২০১৮-র ফেব্রুয়ারিতে ছবিটা মুক্তি পাবে। এর দায় আমাদের নয়। আমরা তো গান রেকর্ডিং করতে গিয়েছিলাম। ব্যক্তিগতভাবে আমরাও চাই একটা সুন্দর গান যার পিছনে বহু মানুষের পরিশ্রম জড়িয়ে আছে সেটা মুক্তি পাক। কিন্তু পুরোটাই নির্ভর করছে প্রযোজক সংস্থার উপর।
এই গানের নীচে অনেকেই মন্তব্য করেছেন যে জুবিন গর্গের এই গানটি মুক্তি করা হোক। আবার অনেকে লেখেন, প্লিজ, জুবিনদার এতো সুন্দর একটা গান আপনারা হারিয়ে যেতে দেবেন না...প্রযোজক সংস্থা সিনেমার মাধ্যমে গানটাকে আর রিলিজ করবে বলে তো মনে হচ্ছে না... তাই যদি পারেন তো আপনারাই নিজেদের উদ্যোগে গানটাকে অফিসিয়ালি রিলিজ করে দিন।
যদিও এটা কোন সিনেমার গান বা কোন প্রযোজনা সংস্থার তা জানা যায়নি। কেন এই গানটি এত বছর পরও রিলিজ হয়নি, সেই বিষয়ে কিছু জানা যায়নি। গত ১৯ সেপ্টেম্ব সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে প্রাণ হারান জুবিন। অসমের সঙ্গীতজগতের প্রাণ, জনপ্রিয় গায়ক–অভিনেতা–প্রযোজক জুবিন গর্গের মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত জগতে। বাংলা ছবিতে একাধিক গান গেয়েছেন এই গায়ক। তবে সেরার সেরা অবশ্যই ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি’র ‘পিয়া রে পিয়া গানটি। বাংলা চলচ্চিত্রেও একাধিক গান গেয়েছেন তিনি। রংবাজ, খিলাড়ি, খোকা ৪২০–এর মতো সিনেমায় দিয়েছেন কণ্ঠ।