Smriti Irani Sahiyta Aajtak : 'অনেকে আজও শুধু মহিলাকে দেখেন, তাঁর অবস্থান নয়', নারী বৈষম্য নিয়ে সাহিত্য আজতকে স্মৃতি ইরানি

অনুষ্ঠান চলাকালীন যখন স্মৃতি ইরানিকে জিজ্ঞাসা করা হয়, মহিলাদের নিজেদের প্রমাণ করার জন্য দ্বিগুণ পরিশ্রম করতে হয়। উত্তরে তিনি বলেন, 'আমি মনে হয়, কোনও মহিলার এতে সমস্যা হয় না।'

Advertisement
'অনেকে আজও শুধু মহিলাকে দেখেন, তাঁর অবস্থান নয়', নারী বৈষম্য নিয়ে সাহিত্য আজতকে স্মৃতি ইরানি Smriti Irani
হাইলাইটস
  • মহিলাদের অধিকার নিয়ে কথা বললেন স্মৃতি ইরানি
  • বললেন, মহিলাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়

'সাহিত্য আজ তক ২০২৫'-র অনুষ্ঠানে দেশের প্রাক্তন মন্ত্রী তথা অভিনেত্রী স্মৃতি ইরানি। মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে 'কারণ স্মৃতিও একজন লেখক' শীর্ষক অধিবেশনে স্মৃতি ইরানি টিভি সিরিয়াল জগৎ থেকে রাজনীতিতে তাঁর যাত্রা এবং চ্যালেঞ্জগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠান চলাকালীন যখন স্মৃতি ইরানিকে জিজ্ঞাসা করা হয়, মহিলাদের নিজেদের প্রমাণ করার জন্য দ্বিগুণ পরিশ্রম করতে হয়। উত্তরে তিনি বলেন, 'আমি মনে হয়, কোনও মহিলার এতে সমস্যা হয় না। কারণ, হয় আপনাকে কষ্ট পেতে হবে অথবা এমন কিছু করতে হবে যাবে কষ্ট আর না থাকে। অনেকে মনে করেন, কোনও একটা পদ পেলে পরিশ্রম কমে যায়। তা কিন্তু নয়। জীবনের সংগ্রাম চলতেই থাক।' 

স্মৃতি ইরানি আরও বলেন, 'একটি পদ লাভের পর সংগ্রামের অর্থ বদলে যায়, অপমানের ধরণ বদলে যায়। কারণ অনেকে পদ বা আসনকে সম্মান করে না। তারা কেবল মহিলাদের দেখে। তাদের বিচার করতে বসে যায়।' 

তাঁর কথায়, 'আমি যখন একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। তখনও পাতিয়ালা হাউস কোর্টে দাঁড়িয়ে আমার শালীনতা লঙ্ঘনকারীদের শনাক্ত করেছি। বিচারকের সামনে আমি তো একজন মহিলা মাত্র। সেই মামলা ২০১১ সাল থেকে চলছে। আজ ২০২৫ সাল। ১৪ বছর। যখনই আদালত আমাকে তলব করে, চলে যাই।' 

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ইরানি বলেন, 'এমন নয় যে সংসদের আওতায় যারা আসে তাদের জন্য ন্যায়বিচারের অপেক্ষার শেষ হয়। আদালতে যখন আমাকে দাঁড়াতে হয় তখন কেউ মাথায় রাখে না আমি প্রাক্তন মন্ত্রী। তখন যে উকিল থাকে সে জেরায় জেরবার করে। এটাই স্বাভাবিক। তখন ভেঙে পড়লে চলে না। আমাদের লড়তে হয়। আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হল আমাদের বিচার বিভাগ স্বাধীন।' 

POST A COMMENT
Advertisement