
সোহিনী-শোভনবিয়ের পর শোভনের সঙ্গে চুটিয়ে সংসার করছেন সোহিনী। দুজনেই দুজনের কেরিয়ার সামলে সংসারের যাবতীয় কাজ করে থাকেন। এমনিতে খুবই ঘরোয়া মেয়ে সোহিনী। অভিনয় আর রান্নাঘর দুটোই সামলাতে দারুণ পটু সোহিনী। মাঝে মধ্যেই অভিনেত্রীকে দেখা যায় রান্না করতে। তবে এবার পিঠে বানানোর প্রস্তুতি নিতে দেখা গেল সোহিনীকে। আর এই কাজে অভিনেত্রীকে সাহায্য করছেন কে জানেন?
বুধবার মকর সংক্রান্তি। আর এইদিনে বাঙালির ঘরে ঘরে পিঠে-পুলি-পায়েস বানানোর রীতি রয়েছে। এখন অবশ্য মিষ্টির দোকানে এগুলো পাওয়া গেলেও অনেকেই এই পিঠে-পুলি বাড়িতেই করে থাকেন। এই পিঠে-পুলির অন্যতম উপকরণ হল নারকেল আর এটা কোরানো বেশ ঝক্কির বিষয়। কিন্তু বউ যখন বলেছে বাড়িতেই পিঠে-পুলি তৈরি করবেন তখন তাঁকে সাহায্য না করে যান কোথায় শোভন। তাই মেরুন রঙের টি-শার্ট ও হাফ প্যান্ট পরেই শোভন বসে পরলেন নারকোল কোরাতে।

একেবারে মা-কাকিমাদের মতই দক্ষ হাতে শোভনকে গান শুনতে শুনতে কুরুনিতে নারকেল কোরাতে দেখা গেল। শোভনের সেই অগোছলো লুকস ও নারকেল কোরানোর মুহূর্তটি ক্যামেরাবন্দি করলেন সোহিনী। স্পষ্ট বোঝা যাচ্ছে, পৌষ সংক্রান্তির পিঠে-পুলি বানানোর প্রস্তুতি চলছে পুরোদমে। এই কাজ যে খুব আনন্দেই করছেন গায়ক, সেটা তাঁর মুখের হাসি দেখেই বোঝা গেল। তবে এর আগেও শোভনকে দেখা গিয়েছে সোহিনীকে সাহায্য করতে। সোহিনী লুচি ভাজছেন আর শোভন বেলছেন।
সোহিনী একাধিক সাক্ষাৎকারেই জানিয়েছেন যে তিনি রান্না করতে বেশ ভালই বাসেন। তাঁদের রান্নার লোক থাকলেও মাঝে মধ্যে তিনিও এটা-সেটা করে থাকেন। আর সোহিনী যে রান্নায় ভীষণ দক্ষ, সে কথা শোভন বরাবরই অকপটে স্বীকার করে এসেছেন। স্ত্রীর হাতের প্রায় সব রান্নাই তাঁর কাছে সমান প্রিয়। সুযোগ পেলেই সোহিনীর রান্নার প্রশংসা করতে একেবারেই কার্পণ্য করেন না তিনি। বরং গর্বের সঙ্গেই বারবার জানান, সোহিনীর হাতের রান্নাতেই তিনি সবচেয়ে বেশি স্বস্তি আর ভালবাসার স্বাদ পান। ২০২৪ সালে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরে ফেলেন সোহিনী ও শোভন। গত বছর তাঁদের বিয়ের এক বছরে পা দিল। আপাতত লাল-নীল সুখের সংসারেই কাটছে তাঁদের দিন।