কার প্রেমে পড়লেন আবার সৌমি?টেলিপাড়ার চেনা মুখ সৌমি চক্রবর্তী। যিনি 'নিম ফুলের মধু' সিরিয়ালে পর্ণার প্রিয় বান্ধবী রুচিরার চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে 'লক্ষ্মীর ঝাঁপি' সিরিয়ালে। টেলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতুহল কম নেই। সেরকমই সৌমির ব্যক্তিগত জীবনে কী চলছে আর কী চলছে না, তা সকলেই জানতে চান। মাঝে সৌমির ব্রেকআপের কথা শোনা গেলেও, ইন্ডাস্ট্রির ফিসফাস ফের প্রেমে পড়েছেন নাকি সৌমি। আর তাঁর সাম্প্রতিক পোস্টেও সেরকমই কিছু ইঙ্গিত পাওয়া গেল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সৌমি নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেন। যেখানে তাঁকে কালো রঙের পোশাকে দেখা গিয়েছে। কোনও মেকআপ নেই, একেবারে ঘরোয়া লুকসে ধরা দেন অভিনেত্রী। তবে নজর কেড়েছে সৌমির পোস্ট করা একটি ছবিত। যেখানে এক পুরুষের হাতে চুমু খাচ্ছেন অভিনেত্রী। আর এই পোস্ট দেখেই নেটিজেনদের একাংশের প্রশ্ন, ফের প্রেমে পড়লেন নাকি অভিনেত্রী? তবে সেই হাত কার, তা বোঝার উপায় নেই। সৌমি নিজেও সেই রহস্য ফাঁস করেননি। এই ছবি পোস্ট করে সৌমি ক্যাপশনে লেখেন, 'বিশৃঙ্খলার মাঝেও যখন তুমি শান্তির ঠিকানা পাও।'
সৌমি কার মাঝে শান্তি খুঁজে পেয়েছেন, আপাতত সেই উত্তর এখন অধরা। তবে সৌমির প্রেম ভাঙার পর কোন গোপনে মন ভেসেছে সহ-অভিনেতা মন্দার অর্থাৎ অভিনেতা দেবজ্যোতি রায় চৌধুরীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে ভ্রূ কুঁচকেছে অনেকেই। যদিও তা নিয়ে কেউই মুখ খোলেননি। আগে দু-বার প্রেম ভেঙেছে সৌমির। তা এইবার বোধহয়. বেশি সাবধানী অভিনেত্রী। পৃথ্বীশের আগে শেহনওয়াজ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন সৌমি। পরস্পরের বাড়িতে যাতায়াত থেকে একসঙ্গে জন্মদিন কিংবা ইদের সেলিব্রেশন। শেহনওয়াজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর কনটেন্ট ক্রিয়েটর পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে আসেন সৌমি। লিভ-ইনও করতেন তাঁরা। কিন্তু তারপর ফের এই সম্পর্ক ভেঙে যায় সৌমির।
পৃথ্বীশের সঙ্গে কেন প্রেম ভাঙল সেই নিয়ে এখনও মুখ খোলেননি সৌমি। তবে কার সঙ্গে নতুন সম্পর্কে জড়ালেন, সেই সম্পর্কেও কিছু জানাননি টেলিপাড়ার এই মিষ্টি অভিনেত্রী। নিম ফুলের মধুর রুচিরা কার সঙ্গে প্রেম করছেন, এখন সেটাই দেখার।