
প্রিয়া প্রকাশ ভেরিয়ারকে (Priya Prakash Varrier) মনে আছে? একটি দক্ষিণী ছবির গানের দৃশ্যে ভুরু নাচিয়ে, চোখ মেরে বহু তরুণের মনে ঝড় তুলেছিল প্রিয়া। রাতারাতি ভাইরাল হয়েছিল সেই ভিডিও। তারপর থেকে জনপ্রিয়তার শিখরে থাকেন এই দক্ষিণী অভিনেত্রী এইবার খালি গলায় গান গেয়ে আবারও ভাইরাল (Viral) প্রিয়া।
২০১৯ সালের ভ্যালেন্টাইন্স ডে-র দিন মালায়ালাম ছবি 'অরু আদার লাভ'-র (Oru Adaar Love) রিলিজ করেছিল। ছবিতে প্রিয়া বিজয় চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়া প্রকাশ ভেরিয়ার। ওমার লালু পরিচালিত এই 'রম-কম' ছবিটি বক্সঅফিসের প্রায় ১২ কোটি টাকার সাফল্য এনেছিল। মূলত হাইস্কুলের প্রেম নিয়ে ছবির গল্প। এই ছবির গান 'মানিক্যা মালারায়া পুভি' (Manikya Malaraya Poovi) জনপ্রিয়তার শিখরে উঠেছিল। গানের দৃশ্যে প্রিয়ার ভুরু নাচানো ও চোখ মারা শোরগোল ফেলেছিল নেটপাড়ায়। বহু তরুণের মনে জায়গা করে নিয়েছিল ২১ বছরের এই তরুণী।
তারপর থেকেই জনপ্রিয় হয়ে ওঠে প্রিয়া সম্প্রতি একটি বিয়ে বাড়িতে শেয়ার করা ভিডিও আবারো চর্চায় এসেছে নেট নাগরিকরা ইতিমধ্যে বাইরের করেছেন সেই ভিডিও ভিডিওটিতে দেখা যাচ্ছে খালি গলায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির 'চান্না মারেয়া' গানটি গাইছেন প্রিয়া।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন এই দক্ষিণী অভিনেত্রী। এর আগে গত মে মাসে কানাঘুষো শোনা গিয়েছিল শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে না থেকে জোর কদমে ছবিতে অভিনয় করতে চান তিনি। যদিও তাঁর টিমের পক্ষ থেকে জানানো হয়েছিল, শুধুমাত্র কিছুদিনের বিরতি নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি তৃতীয় তারকা যিনি সারা বিশ্বে একই দিনে ৬ লক্ষ ফলোয়ার্স পেয়েছিলেন, কাইলি জেনার ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর। এছাড়াও ভারতের মধ্যে দ্রুততম ১ কোটি ফলোয়ার্স হয়েছিল এই দক্ষিণী অভিনেত্রীর।