শুধু দক্ষিণী ছবির জন্যই নয়, একাধিক হিন্দি ছবিতে অসাধারণ অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন কমল হাসান। অভিনেতার ঝুলিতে একের পর এক হিট ছবি। হিন্দি ও দক্ষিণী দুই ইন্ডাস্ট্রিতেই কমল হাসানের অভিনয় সমাদৃত। তবে শুধু অভিনয় নয়, তিনি পারদর্শী বহু ভাষায় কথা বলতে। তামিল, হিন্দি, তেলেগু, কন্নড়, মালায়ালাম ও ফরাসীতে গড়গড় করে কথা বলেন অভিনেতা। কিন্তু কমল হাসান যে বাংলা ভাষাটাও রপ্ত করেছেন, এই তথ্য অনেকের কাছেই নেই। তবে সম্প্রতি কমল-কন্যা শ্রুতি হাসান তাঁর বাবার বাংলা শেখার আগ্রহ নিয়ে মজাদার কথা শেয়ার করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রুতি জানিয়েছেন যে অপর্ণা সেনকে এতটাই পছন্দ করতেন তাঁর বাবা কমল, যে বং নায়িকার জন্যই তিনি বাংলা শিখেছিলেন। কুলি ছবির সহ-অভিনেতা সাহিত্যরাজের সঙ্গে কথা বলার সময় শ্রুতি এই তথ্য ফাঁস করেন। শ্রুতি বলেন, আপনি জানেন কেন বাবা বাংলা শিখেছিলেন? কারণ তখন তিনি অপর্ণা সেনের প্রেমে পড়েছিলেন এবং তাকে মুগ্ধ করতে বাংলা শিখেছিলেন। তিনি সিনেমার জন্য বাংলা শেখেননি। এই কথোপকথনের সময় সাহিত্যরাজ শ্রুতিকে তাঁর বাবার মতোই বিভিন্ন ভাষা জানার জন্য কৃতিত্ব দেন। শ্রুতি এও জানিয়েছেন যে কমল হাসান একটি বাংলা ছবিতেও অভিনয় করেছেন এবং বাংলাটা শিখেছেন।
তবে সিনেমার জন্য কমল হাসানের এই বাংলা শেখা নয়, বরং অপর্ণা সেনের প্রতি তাঁর অগাধ প্রেমই দক্ষিণী অভিনেতাকে বাংলা শেখার আগ্রহ তৈরি করেছে। শ্রুতি আরও জানান, তাঁর বাবা ‘হে রাম’ সিনেমায় রানি মুখার্জির চরিত্রের নাম রেখেছিলেন ‘অপর্ণা’। চরিত্রটি ছিল একটি বাঙালি মহিলার, যা কমল হাসনের অপর্ণা সেনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন। বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম অপর্ণা সেন। যাঁর অভিনয় বরাবর মুগ্ধ করেছে দর্শকদের। পদ্মশ্রী সম্মানে ভূষিত অপর্ণা সেন একজন পরিচালকও বটে। শ্রুতি হাসান সম্প্রতি লোকেশ কানাগরাজ পরিচালিত ‘কুলি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এই সিনেমাটি ১৪ আগস্ট মুক্তি পেয়েছে এবং বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকা আয় করেছেন। বর্তমানে এটি বক্স অফিসে সফলভাবে চলছে।