Madhumita Sarcar: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মধুমিতা, কবে দেবমাল্যর গলায় মালা দেবেন?

Madhumita Sarcar: চুটিয়ে প্রেম করছেন মধুমিতা সরকার। গত বছরের পুজোর মরশুমেই প্রেমিক দেবমাল্যর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন নায়িকা। মধুমিতার মনের মানুষ অবশ্য ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন। পেশায় ইঞ্জিনিয়ার মধুমিতার প্রেমিক। গত ৫ ধরে সম্পর্কে রয়েছেন মধুমিতা ও দেবমাল্য়। তবে কবে বিয়ে করছেন তাঁরা এই নিয়ে টলিপাডায় চলছে প্রচুর জল্পনা-কল্পনা।

Advertisement
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মধুমিতা, কবে দেবমাল্যর গলায় মালা দেবেন?কবে বিয়ে করছেন মধুমিতা-দেবমাল্য?
হাইলাইটস
  • চুটিয়ে প্রেম করছেন মধুমিতা সরকার।

চুটিয়ে প্রেম করছেন মধুমিতা সরকার। গত বছরের পুজোর মরশুমেই প্রেমিক দেবমাল্যর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন নায়িকা। মধুমিতার মনের মানুষ অবশ্য ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন। পেশায় ইঞ্জিনিয়ার মধুমিতার প্রেমিক। গত ৫ ধরে সম্পর্কে রয়েছেন মধুমিতা ও দেবমাল্য়। তবে কবে বিয়ে করছেন তাঁরা এই নিয়ে টলিপাডায় চলছে প্রচুর জল্পনা-কল্পনা। বেশ কিছু সাক্ষাৎকারে মধুমিতা জানিয়েছিলেন যে তাঁরা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন তাঁরা। এবার সামনে এল মধুমিতা ও দেবমাল্যর বিয়ের তারিখ। 

মধুমিতা এই বিষয়ে নিজে কিছু না বললেও ইন্ডাস্ট্রির ফিসফাস, এই বছরেই চারহাত এক হতে চলেছে। বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন মধুমিতা ও দেবমাল্য। মধুমিতা আগেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে শীতকাল তাঁর ও দেবমাল্যর প্রিয় মরশুম। তাই সেই সময়েই বিয়ে করবেন তাঁরা। বিয়ের প্রস্তুতি তাই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। বিয়ের সাজপোশাক নাকি ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছেন মধুমিতা। দেবমাল্য ও মধুমিতা এখন চুটিয়ে একে-অপরের সঙ্গে ডেট করছেন। 

তবে দেবমাল্যর এক ঘনিষ্ঠ জানিয়েছেন যে ডিসেম্বরে নয় বরং আগামী বছর জানুয়ারিতে চারহাত এক হওয়ার কথা ভাবছেন মধুমিতা ও দেবমাল্য়। ডিসেম্বর মাসে ওঁদের বাড়িতে অন্য একটা অনুষ্ঠান হওয়ার কথা। গতবছর দুর্গাপুজোর সপ্তমীর দিন দেবমাল্যর সঙ্গে ছবি দিয়ে মধুমিতা জানিয়েছিলেন, 'নতুন শুরু।' তখন থেকেই অনুরাগীদের কৌতূহল, কবে সাতপাকে বাঁধা পড়বেন দুজনে। দোলের সময় দুজনে সিকিমে একান্তে সময় কাটিয়ে এসেছেন। তাঁদের মাখো মাখো প্রেমের ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নজরে পড়ে। তবে এখনও মধুমিতা বিয়ে নিয়ে মুখ খোলেননি। 

দেবমাল্যর আগে মধুমিতা বিয়ে করেছিলেন পরিচালক-অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে। বেশ কিছু বছর সংসার করার পর সেই বিয়ে ভাঙে তাঁদের। এরপরই দেবমাল্যর সঙ্গে সম্পর্কে জড়ান মধুমিতা। কয়েক মাস আগে মধুমিতার সিঁদুর পরা নিয়ে ভীষণভাবে চর্চা শুরু হয়। কিন্তু পরে নায়িকা নিজেই জানান যে এটা ভগবানের পায়ের সিঁদুর, যেটা তিনি সিঁথিতে দিয়েছেন। 

Advertisement

মধুমিতা বাংলা ধারাবাহিকে কাজ করতে শুরু করেন বেশ কম বয়সে। ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকে তাঁর নায়ক ছিলেন সৌরভ চক্রবর্তী। এরপর মধুমিতা ও যশ জুটি বাধেন বোঝে না সে বোঝে না সিরিয়ালে। সিরিয়ালের পাশাপাশি নায়িকা ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করেছেন। ‘ফেলুবক্সী’ আর ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ কোনওটাই বক্স অফিসে ভালো ফল করতে পারেনি।    

POST A COMMENT
Advertisement