শ্রাবন্তী চট্টোপাধ্যায়টলিপাড়ার মিষ্টি নায়িকা বলেই পরিচিত শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর অভিনয় বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে। নিজের পেশা সামলানোর পাশাপাশি শ্রাবন্তী কিন্তু একজন সিঙ্গল মা। ছেলে ঝিনুককে একা হাতে সুন্দর করে মানুষ করছেন টলিপাড়ার এই নায়িকা। ছেলে এখন অনেকটাই বড়, প্রেমও করছেন চুটিয়ে। হবু বউমা নায়িকারও খুব আদরের। একসঙ্গে তাঁদের বহু জায়গাতেই দেখা যায়। তবে এবার শোনা যাচ্ছে, শ্রাবন্তী মা থেকে ঠাকুমা হয়েছেন। স্বাভাবিকভাবেই এই থবর সামনে আসার পর তাঁর ভক্ত-অনুরাগীরা যেমন খুশি তেমনই শ্রাবন্তী কীভাবে ঠাকুমা হলেন, তা নিয়েও প্রশ্ন অনেক।
এই নিয়ে কোনও সন্দেহ নেই যে শ্রাবন্তী ঠাকুমা হয়েছেন। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এই খবর। নায়িকার তরফ থেকেও একরকমভাবে এই খবরে সিলমোহর দেওয়া হয়েছে। সবকিছু নিয়ে যখন এত হইচই, তখনই জানা গেল কাহানি মে টুইস্ট। এটা সত্যি শ্রাবন্তী ঠাকুমা হয়েছেন, তবে রিয়্যালে নয়, রিলে। নতুন ওয়েব সিরিজে শ্রাবন্তীকে দেখা যাবে বৃদ্ধার চরিত্রে, তিনি ঠাকুমার ভূমিকায় অভিনয় করবেন। চলতি মাসেই শুরু হবে সেই শ্যুটিং।
হইচই প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজে শ্রাবন্তীকে দেখা যাবে এই চরিত্রে আর এর মাধ্যমেই ওটিটিতে ডেবিউ করবেন টলিপাড়ার এই নায়িকা। কিন্তু শ্রাবন্তী ঠাকুমা হলে তাঁর নাতনি কে হচ্ছেন পর্দায়? নায়িকার নাতনি হবেন টেলিভিশনের চেনা মুখ দিব্যাণী মণ্ডল তথা ফুলকি। প্রথম বার ওয়েব সিরিজে কাজ করছেন দিব্যাণী। এরকম মিষ্টি ঠাকুমা পেয়ে দিব্যাণী নিজেও খুব খুশি। এই মুহূর্তে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত দিব্যাণী। এটা শেষ হলেই যোগ দেবেন ওয়েব সিরিজ়ের শ্যুটিংয়ে। নতুন কাহিনি পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন চক্রবর্তী।
শ্রাবন্তী এখন পুরদস্তুর নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত। মাঝে মধ্য়ে তাঁকে নিয়ে চর্চা হলেও, তিনি এইসব কিছু থেকে নিজেকে দূরেই রাখেন। সম্প্রতি দিদি ও বন্ধুদের সঙ্গে গোয়ায় ঘুরতেও গিয়েছিলেন নায়িকা। ফিরে এসেই সিরিজের শ্যুটিংয়ে মন দেবেন তিনি। জিতু কমলের সঙ্গে বাংলা ছবিতেও তাঁকে দেখা যাবে। গত বছর তাঁর অভিনীত দেবী চৌধুরানি দর্শকদের মধ্যে ভালই সাড়া ফেলেছিল। এর আগে শ্রাবন্তীকে মা, স্ত্রীয়ের ভূমিকায় দেখা গেলেও ঠাকুমার চরিত্রে এই প্রথম। নায়িকার বৃদ্ধা লুকস দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।