Mamata Banerjee-Rukmini: স্টার থিয়েটারের নাম বদলে 'বিনোদিনী মঞ্চ', মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ পর্দার 'বিনোদিনী'র

Mamata Banerjee-Rukmini: আগামী বছর মুক্তি পাচ্ছে পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের ছবি ‘বিনোদিনী: নটীর উপাখ্যান’। বিনোদিনী দাসীর জীবনকাহিনী অবলম্বনে এই ছবি তৈরি করা। যেখানে নাম ভূমিকায় অভিনয় করবেন রুক্মিণী মৈত্র।

Advertisement
স্টার থিয়েটারের নাম বদলে 'বিনোদিনী মঞ্চ', মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ পর্দার 'বিনোদিনী'র সাটার থিয়েটারের নাম বদল হতেই আবেগে ভাসলেন রুক্মিণী
হাইলাইটস
  • আগামী বছর মুক্তি পাচ্ছে পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের ছবি ‘বিনোদিনী: নটীর উপাখ্যান’।

আগামী বছর মুক্তি পাচ্ছে পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের ছবি ‘বিনোদিনী: নটীর উপাখ্যান’। বিনোদিনী দাসীর জীবনকাহিনী অবলম্বনে এই ছবি তৈরি করা। যেখানে নাম ভূমিকায় অভিনয় করবেন রুক্মিণী মৈত্র। এছাড়াও মঞ্চে বহুবার অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও বিনোদিনী চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন। আর এরই মাঝে বড়সড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরেই স্টার থিয়েটার পাচ্ছে নতুন নাম। 

সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহ্যবাহী এই প্রেক্ষাগৃহের নতুন নাম ঘোষণা করলেন ‘বিনোদিনী মঞ্চ’। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই নিজের উচ্ছাস চেপে রাখতে পারেনি বড়পর্দার বিনোদিনী তথা রুক্মিণী মৈত্র। তিনি এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। অভিনেত্রী দিদিকে ধন্যবাদ জ্ঞাপন করে লেখেন, একজন নারীকে তার যথাযথ সম্মান দিতে এবং তাঁকে তাঁর ১৪০ বছরের দীর্ঘ যুদ্ধে জিততে সাহায্য করার জন্য দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ বলাটাও খুব ছোট মনে হচ্ছে। মহিলারাই যে মহিলাদের উত্থানে সহায়তা করে এটা তার উদাহরণ। বিনোদিনী টিমের পক্ষ থেকে এই আইকনিক পরিবর্তনের জন্য কৃতজ্ঞতায় মাথা নত করছি। 

১৮৮৩ সালে স্থাপিত এই নাট্যমঞ্চের নেপথ্যের কারিগর বিনোদিনী দাসী। যেখানে বিনোদিনীর নাটক দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন খোদ শ্রীরামকৃষ্ণ পরমহংস। বিভিন্ন সময়ে নাটক দেখতে পদধূলী পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো জগদ্বখ্যাত ব্যক্তিত্বদের। স্টার থিয়েটারের পুরনো ঐতিহ্যকে ধরে রেখেই সেখানে ছোঁয়া লেগেছে আধুনিকতার। বলিউড থেকে টলিউড সব সিনেমাই দেখানো হয় এই প্রেক্ষাগৃহে। এবার নতুন বছর আসার আগেই এই প্রেক্ষাগৃহের নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। এ যেন বিনোদীনী দাসীর স্বপ্নপূরণ। 

স্টার থিয়েটার ভবনটি কলকাতার একটি ঐতিহ্যবাহী ভবন। ২০১২ সালে এই ঐতিহাসিক ভবনটিকে তাই সরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়। নয়ের দশকে একটি অগ্নিকাণ্ডে এই ভবনটি ভষ্মীভূত হয়েছিল। বছর খানেক বাদে কলকাতা পুরসভা বাড়িটি সারিয়ে আবার নাট্যমঞ্চটি চালু করে। বর্তমানে স্টার থিয়েটারের সম্মুখভাগে পুরনো স্থাপত্যশৈলী থাকলেও গর্ভগৃহে আধুনিকতার ছোঁয়া লেগেছে। সিনেমা প্রদর্শনের পাশাপাশি নাটক মঞ্চস্থও হয় এখানে।

Advertisement

POST A COMMENT
Advertisement