সময়টা বেশ ভাল যাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। প্রথমে 'গৃহপ্রবেশ', এবং এরপর 'ধূমকেতু'। দুই ছবিই সফল। এখনও চুটিয়ে ব্যবসা করছে দেব- শুভশ্রীর ছবিটি। গত কয়েক বছর ধরে, বড় পর্দা, ওটিটি, ছোট পর্দায় তিনি কাজ করছেন সমান তালে। শুধু অভিনেত্রী হিসেবে না, প্রযোজকের দায়িত্বও পালন করেছেন।
২০২৩-র নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন তিনি। কাজের পাশাপাশি দুই ছেলে-মেয়েকে চুটিয়ে সংসার করছেন নায়িকা। এদিকে ব্যস্তবহুল জীবনের থেকে কিছু সময় বের করে প্রায়ই ভ্যাকেশনে যান। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেন। সেই সঙ্গে সকলের সঙ্গে প্রায় ভাগ করে নেন ইউভান- ইয়ালিনির দুষ্টু- মিষ্টি আদুরে মুহূর্ত। এক কথায় বলা যায় কাজ ও সংসার সবটাই খুব সুন্দরভাবে ব্যালেন্স করেন নায়িকা।
কলকাতায় কাজে ব্যস্ততার ফাঁকেই মুম্বই উড়ে গিয়েছেন রাজ পত্নী। সঙ্গে গিয়েছে তাঁর টিম। বোঝা যাচ্ছে, মায়ানগরীতে কোনও কাজে গিয়েছেন তিনি। এদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে আপাতত স্তব্ধ মুম্বইয়ের জনজীবন। স্থগিত বেশ কিছু শ্যুটিং। আরব সাগরের পাড়ে ঝটিকা সফরের মধ্যেই, ইন্ডাস্ট্রির প্রিয় বান্ধবীর সঙ্গে দেখা করলেন শুভশ্রী। মৌনি রায় ও শুভশ্রী বেশ ভাল বন্ধু। দু'জনে কিছুটা সময় কাটালেন। চলল দেদার আড্ডা, ফটো সেশন।
ইনস্টাগ্রামে মৌনির সঙ্গে একটি ছবি শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন। 'আমার একমাত্র মৌনির সঙ্গে....।' অন্যদিকে মৌনিও শেয়ার করেছেন তিনটি ছবি। একই ধরণের ক্যাপশন তিনিও শেয়ার করেছেন। কমেন্ট বক্সে শুভশ্রী তাঁকে লিখেছেন, 'তোমায় ভালোবাসি'। আসলে 'ডান্স বাংলা দান্স'-র সিজন ১২-তে একই সঙ্গে বিচারক আসনে বসেছিলেন মৌনি ও শুভশ্রী। তার পর থেকেই দুই নায়িকার বন্ধুত্ব হয়ে যায়। নেটমাধ্যমেও দু'জনেই বিভিন্ন সময় শেয়ার করেন নানা লেন্সবন্দি মুহূর্ত।
প্রসঙ্গত, একতা কাপুরের 'কিউকি সাস ভি কভি বহু থি' দিয়ে টেলিভিশনে জগতে পা রেখেছিলেন মৌনি রায়। তিনি 'কস্তুরি', 'দো সহেলিয়া', 'দেভো কা দেব মহাদেব', 'জুনুন অ্যায়সি নফরত তো ক্যায়সা ইশক'-র মতো একাধিক মেগা সিরিয়ালেও অভিনয় করেছেন। তবে এর মধ্যে নাগিন চরিত্রে তাঁর অভিনয়ের জন্যে সবচেয়ে বেশি পরিচিত। এছাড়াও 'ব্রহ্মাস্ত্র' ছবিতে মৌনি সকলের নজর কেড়েছেন। নায়িকার হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ। মুম্বইয়ে নিজের রেস্তোরাঁও খুলেছেন অভিনেত্রী।