শুভশ্রীর পাশে রাজ চক্রবর্তীশনিবার লিওনেল মেসির অনুষ্ঠানে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, যার কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে রীতিমতো লজ্জার মুখে পড়তে হয়েছে কলকাতাকে। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে এক ঝলক দেখতে পাননি দর্শকেরা। সময়ের আগেই স্টেডিয়াম ছাড়েন মেসি আর তারপরই ক্ষুব্ধ দর্শকদের তাণ্ডব শুরু হয় স্টেডিয়ামে। এইসবের মাঝেই টলিউডের নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও তাঁর ম্যানেজারের মেসির সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় তা যেন আগুনে ঘিয়ের কাজ করে। শনিবার থেকেই একনাগাড়ে শুভশ্রীকে ট্রোলড করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবার এই নিয়ে মুখ খুললেন নায়িকার বিধায়ক স্বামী রাজ চক্রবর্তী।
নিজের ফেসবুক পেজে রাজ শুভশ্রীর পক্ষে গিয়ে দীর্ঘ লেখা পোস্ট করেন। প্রথমেই পরিচালক-বিধায়ক জানান যে গতকাল যুবভারতীতে যে অরাজকতা হয়েছে তা অনভিপ্রেত। এটা ফুটবল ও ফুটবলপ্রেমী বাঙালির অসম্মান। এই অরাজকতা আগেও দেখা গিয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচে। রাজ বলেন, তারপরেও কেন এত বড় ইভেন্টের কাঠামোগত সচেতনতায় ফাঁক থেকে গেল? আয়োজকেরা কী মেসির জনপ্রিয়তা সম্পর্কে অবগত ছিলেন না? আমি অবশ্যই চাইব দোষীরা শাস্তি পাক। বাঙালির আবেগ আহত হয়েছে গতকাল। এরপরই রাজ তাঁর স্ত্রী শুভশ্রীকে ট্রোলড করা নিয়ে নীরবতা ভাঙেন।
রাজ লেখেন, গতকালের অনুষ্ঠানে অনেকের মধ্যে আমন্ত্রিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে শুভশ্রী গাঙ্গুলী এবং এই অরাজগতার মাঝে নিজের উপস্থিতির খেসারত দিতে হচ্ছে ওকে। ওর অপরাধ সোশ্যাল মিডিয়ায় মেসি-র সঙ্গে ছবি পোস্ট করা। যেখানে হাজার হাজার মানুষ দাম দিয়ে টিকিট কিনে নিজের স্বপ্নের নায়ক-কে একবারের জন্য দেখতে পেলেন না, প্রতারিত হলেন, বঞ্চিত হলেন, তাদের এই ক্ষোভ আসবেই। কিন্তু কিছু রাজনৈতিক নেতা যারা গোটা ঘটনার আগে পরে না থেকেও মন্তব্য ছুড়ছেন -একজন সিনেমার নায়িকার ওখানে থাকার কী দরকার?, তাদের উদ্দেশ্যে বলি, শুভশ্রী গাঙ্গুলীকে কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না? নায়িকার স্বামী এও জানান যে সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীকে টার্গেট করে মিম তৈরি করছেন, কটাক্ষ করছেন। তিনি এও বলেন, পরিচিত মুখ বলে একজন অভিনেত্রীর শারিরীক গঠন থেকে, তিনি বিধায়কের স্ত্রী, তাঁর সন্তান-পরিবার সব কিছুই সমালোচনায় বিষয় হয়ে উঠছে। কেন? তিনি একজন নারী বলে? বাংলা ইন্ডাস্ট্রির অভিনেত্রী বলে? যদি কোনো বলিউডের পরিচিত মুখ থাকতেন, আপনাদের ন্যারেটিভ এমনই হত?
রাজ তাঁর দীর্ঘ পোস্টের শেষে শুভশ্রীর উদ্দেশ্যে লেখেন, আমি জানি তুমি কতটা দৃঢ়। আমি আমার স্ত্রীকে ভালোবাসি। জীবন আমাদের কোথায় নিয়ে যাবে জানি না, কিন্তু আমি সর্বদা তোমার পাশে থাকব। শনিবার একদিকে যখন যুবভারতীর বিশৃঙ্খল অবস্থা, উন্মত্ত দর্শকেরা মেসিকে দেখতে না পেয়ে ভাঙচুর চালাচ্ছেন ঠিক সেই সময়ই তারকা ফুটবলারের সঙ্গে ছবি পোস্ট করে তীব্র কটাক্ষের মুখে পড়েন বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী তথা নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নেটিজেনের একাংশ নায়িকার কমেন্ট বক্সে এসে তাঁকে ট্রোলড করতে শুরু করে। যদিও এইসব কটাক্ষের পাল্টা কোনও জবাব নায়িকা দেননি। তবে এর কিছুক্ষণের মধ্যে আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তা হল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আপ্ত সহায়ক রাজদীপ ঘোষের। তিনিও একইভাবে কটাক্ষের শিকার হন। শনিবার থেকে ক্রমাগত এই ঘটনা যখন ঘটছে, তখন আর চুপ থাকতে পারলেন না রাজ চক্রবর্তী। স্ত্রীকে বাঁচাতে ময়দানে নামলেন তিনি।