Trolled Subhashre Ganguly: 'মিথ্যা বলে মন্দিরে যেতাম', শুভশ্রীর মন্তব্যে সোশ্যালে হাসির রোল

কিছুদিন আগেই মেসির সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে তুমুল ট্রোলের মুখে পড়েন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই রেশ এখনও কাটেনি। আর তার পর পরই ফের কটাক্ষের শিকার হতে হল টলিপাড়ার এই নায়িকাকে।

Advertisement
'মিথ্যা বলে মন্দিরে যেতাম', শুভশ্রীর মন্তব্যে সোশ্যালে হাসির রোলফের ট্রোলের মুখে শুভশ্রী
হাইলাইটস
  • কিছুদিন আগেই মেসির সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে তুমুল ট্রোলের মুখে পড়েন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

কিছুদিন আগেই মেসির সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে তুমুল ট্রোলের মুখে পড়েন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই রেশ এখনও কাটেনি। আর তার পর পরই ফের কটাক্ষের শিকার হতে হল টলিপাড়ার এই নায়িকাকে। তাও আবার শুভশ্রীর আধ্যাত্মিকতা নিয়ে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন যে তিনি মা-বাবাকে মিথ্যে বলে মন্দিরে যেতেন। আর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চরম ট্রোলের মুখে পড়তে হল নায়িকাকে। 

শুভশ্রী কী বলেছিলেন?
সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে শুভশ্রীকে দেখা যাবে বিনোদিনীর চরিত্রে। আর সেই ছবির প্রচারে এসে সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, 'ভগবানের কৃপা আমার ওপর সর্বদা রয়েছে বলে মনে করি। আমি ছোটবলো থেকেই খুব আধ্যাত্মিক। আমার মনে আছে আমার যখন থেকে জ্ঞান হয়েছে, তখন থেকেই আমার মনে আছে আমি মন্দিরে বসে আছি। ধর মানুষ ছোটবেলায় মা-বাবাকে মিথ্যে বলে সিনেমা দেখতে যেত বা বন্ধুর বাড়ি চলে যেত, আমি মন্দিরে যেতাম।' এই মন্তব্য নেটপাড়ার ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। আর তারপরই ট্রোলের বন্যা বয়ে যায়।

ট্রোলড
শুভশ্রীর এই সাক্ষাৎকারের ভিডিও অনেকেই ভাইরাল করে। আর সেখানেই নেটিজেনদের একাংশ একের পর এক ট্রোলড করা শুরু করে দেয়। একজন লেখেন, 'আমরা বর্ধমানের অনেক মানুষ তোকে চিনি রে, এবার মিথ্যে বলা বন্ধ কর, তুই কি করিস সেটা সবাই জানে।' আবার কেউ লেখেন, 'ভাই এনার বাড়ির সামনেই আমার বাড়ি, আমি কোনওদিন মন্দিরে দেখিনি এনাকে।' আবার কেউ লেখেন, 'লুকিয়ে মন্দিরে যায় কে?' আবার কেউ শুভশ্রীর স্কুল টেনে বলেন, 'তুমি কত আধ্যাত্মিক খুব ভাল করে জানি মামনি। তুমি আমাদের স্কুলেই পড়তে। তোমার গুণ অনেক। বেশি বললাম না।' আবার কেউ লিখেছেন, 'মন্দিরে যাওয়ার জন্য মিথ্যা কথা বলতে হয় আপনার বাড়ির লোক কি মোল্লা?'

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

পাল্টা জবাব দেননি
যদিও শুভশ্রীকে এইসব কটাক্ষ বা ট্রোল নিয়ে পাল্টা জবাব দিতে দেখা যায়নি। এমনিতে শুভশ্রী যে আধ্যাত্মিক, তা বারবার প্রমাণিত হয়েছে। বড়মার মন্দিরে যাওয়া থেকে প্রতি বছর পুরীর জগন্নাথ দর্শন করে থাকেন নায়িকা। পরিচালক-স্বামী রাজ চক্রবর্তীও আধ্যাত্মিকতায় বিশ্বাসী। বাড়িতে ভক্তিভরে সব পুজো হলেও জগন্নাথ দেবকে রাজ ও শুভশ্রী খুব বেশি করেই মেনে থাকেন। কিছুদিন আগেই ইয়ালিনির দুবছরের জন্মদিনে বাড়িতে জগন্নাথের পুষ্পাভিষেকের ব্যবস্থা করা হয়েছিল। তবে নায়িকা তাঁর আধ্যাত্মিকতা নিয়ে মন্তব্য করে এভাবে ট্রোলের মুখে পড়বেন ভাবেননি। 

Advertisement

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bachar Som (@bong__bachar)

মেসি-কাণ্ডে ট্রোলড
কিছুদিন আগেই মেসির সঙ্গে ছবি তুলে পোস্ট করতেই চূড়ান্ত ট্রোলড হন নায়িকা। সন্তানদের নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি নেটপাড়ার একাংশ। এই নিয়ে রাজ চক্রবর্তী পুলিশের দ্বারস্থ যেমন হয়েছেন তেমনি শুভশ্রী নিজেও পাল্টা জবাব দিয়েছেন ট্রোলারদের। এখন নায়িকা আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি লহ গৌরাঙ্গের নাম রে-এর প্রচার নিয়ে।   

POST A COMMENT
Advertisement