Sudipa Chatterjee: 'বেনারসি ও গয়নার জন্যই...', এই কারণেই বিয়ে করেন সুদীপা

Sudipa Chatterjee: সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন রান্নাঘর খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। নিজের ছোট বড় সব অনুভূতি, স্মৃতি সবকিছুই শেয়ার করে নেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। এই মুহূর্তে দম ফেলার সুযোগ একফোঁটাও নেই।

Advertisement
'বেনারসি ও গয়নার জন্যই...', এই কারণেই বিয়ে করেন সুদীপাসুদীপা চট্টোপাধ্যায়
হাইলাইটস
  • সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন রান্নাঘর খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন রান্নাঘর খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। নিজের ছোট বড় সব অনুভূতি, স্মৃতি সবকিছুই শেয়ার করে নেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। এই মুহূর্তে দম ফেলার সুযোগ একফোঁটাও নেই। চ্যাটার্জি বাড়িতে পুজোর প্রস্তুতি একেবারে তুঙ্গে। তারই মাঝে সুদীপা তাঁর ছেলেবেলার কথা তুলে ধরলেন। বাবার সঙ্গে এক বিশেষ মুহূর্ত কাটানোর কথা জানালেন রান্নাঘর খ্যাত সঞ্চালিকা সুদীপা। 

সুদীপা বরাবরই তাঁর মায়ের কথাই সব সময় তাঁর ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। বাবাকে নিয়ে খুব কম কথাই শেয়ার করেন সুদীপা। ছোটবেলায় বাবার সঙ্গে কাটানো সেরকমই এক স্মৃতি শেয়ার করলেন সকলের সঙ্গে। এমনিতেই বাবাদের খুব প্রিয় হয়ে থাকেন মেয়েরা। তাদের সব আবদারই হাসিমুখে মেটান বাবারা। ব্যতিক্রম ছিলেন না সুদীপাও। তিনিও শৈশবে তাঁর বাবার কাছে নানান ধরনের প্রশ্ন করতেন আর তাঁর বাবাও ধৈর্য ধরে শুনতেন। সুদীপা জানিয়েছেন তিনি কেন ছোটবেলা থেকে বিয়ে করতে চাইতেন। 

সুদীপা তাঁর বাবার ছবি শেয়ার করে লেখেন, ছোট থেকেই আমি বিয়ে করতে চাইতাম। তবে শ্বশুরবাড়ি, স্বামীর জন্য নয়। বেনারসি শাড়ি আর উত্তরাধিকারসূত্রে পাওয়া গয়নার লোভে বিয়ে করতে চাইতাম। আর মন দিয়ে আমার সব কথা শুনতেন বাবা। মেয়ের সব কথাই মন দিয়ে শুনতেন বাবা। সুদীপা আরও বলেন, আমার বোকা কথার সব সময়ে গুরুত্ব দিতেন বাবা। সব কথা শুনে বলতেন কী ভাবে হবু শ্বশুর-শাশুড়ির মাথা চিবিয়ে খাব। কোনও দিনও ফেলে দেননি আমার কোনও প্রশ্ন। সুদীপা আরও বলেন, বাবা সবসময় হেসে বলতেন তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে আমার ওপর। শুধু যদি আমি তাঁর কথা মেনে চলি তাহলে আমার হবু শ্বশুরবাড়ি আমায় বাড়ি পাঠিয়ে দেবে এটা নিশ্চিত। আর এই পরিকল্পনাগুলো খুব গুরুত্ব সহকারে হত, যাতে আমি তাঁর কাছে ফিরে আসি আর সারাজীবন বাবার সঙ্গে থাকি। 

গত বছরের গোড়াতেই মাকে হারিয়েছেন সুদীপা। মাকে ভীষণভাবে মিস করেন সুদীপা। সোশ্যাল মিডিয়াতেই সুদীপা পোস্ট করেছিলেন যে তাঁর মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। মাকে ছাড়াই দুর্গাপুজোর যাবতীয় দায়িত্ব তাঁকে একাই পালন করতে হচ্ছে। আদিদেব ও স্বামী অগ্নিদেবকে নিয়ে সুখের সংসার সুদীপার। পুজো নিয়ে ভীষণ ব্যস্ত তিনি। সবটাই একা হাতে সামলাচ্ছেন তিনি। 

Advertisement

 
 

POST A COMMENT
Advertisement