Sharmila Tagore: বাংলা ছবিতে কামব্যাক শর্মিলার, ফিরছেন 'পুরাতন'-এর হাত ধরে

Sharmila Tagore: অপুর সংসার ছবিতে সত্যজিৎ রায় পরিচয় করিয়ে দিয়েছিলেন অপর্ণার সঙ্গে। এরপর একাধিক বাংলা ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন শর্মিলা ঠাকুর। এই বাংলা থেকেই অভিনেত্রীর কেরিয়ার শুরু।

Advertisement
বাংলা ছবিতে কামব্যাক শর্মিলার, ফিরছেন 'পুরাতন'-এর হাত ধরেশর্মিলা ঠাকুর
হাইলাইটস
  • 'অপুর সংসার' ছবিতে সত্যজিৎ রায় পরিচয় করিয়ে দিয়েছিলেন অপর্ণার সঙ্গে। এরপর একাধিক বাংলা ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন শর্মিলা ঠাকুর। এই বাংলা থেকেই অভিনেত্রীর কেরিয়ার শুরু।

'অপুর সংসার' ছবিতে সত্যজিৎ রায় পরিচয় করিয়ে দিয়েছিলেন অপর্ণার সঙ্গে। এরপর একাধিক বাংলা ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন শর্মিলা ঠাকুর। এই বাংলা থেকেই অভিনেত্রীর কেরিয়ার শুরু। এরপর একের পর এক হিন্দি ছবিতেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। তাঁর টোল পরা হাসিতে সেই সময় লাখো পুরুষ হৃদয়ে ঝড় উঠত। শর্মিলার শেষ ছবি অনিরুদ্ধ রায় চৌধুরীর অন্তহীন। দীর্ঘ ১৪ বছর পর ফের বাংলা ছবিতে শর্মিলা-ম্যাজিক দেখা যাবে। সঙ্গে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। 

পরিচালক সুমন ঘোষের নতুন ছবি 'পুরাতন'। আর এই ছবিতেই বাংলায় কামব্যাক করছেন শর্মিলা ঠাকুর। এই ছবির প্রযোজনায় দেখা যাবে স্বয়ং ঋতুপর্ণাকে। শর্মিলা এবং ঋতুপর্ণা ছাড়াও এই ছবিতে থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। শুক্রবার শহরের এক পাঁচতারা হোটেলে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হল। এদিন উপস্থিত ছিলেন ছবির অন্যান্য কলাকুশলীরা। 

বাংলায় শর্মিলার শেষ ছবি ছিল অন্তহীন। আবার বাংলায় ফিরতে পেরে খুশি অভিনেত্রী। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন,  এখন আসলে ভাল ছবি করতে চাই। ঋতুপর্ণার সঙ্গে দীর্ঘদিন আমার পরিচয়। সুমনের ছবিও আমি দেখেছি। আশা করছি একটা ভাল ছবি আমরা উপহার দিতে পারব। এই মুহূর্তে ‘কাবুলিওয়ালা’ ছবির কলকাতা পর্বের শ্যুটিং শেষ করেছেন সুমন। শুক্রবার তিনি এই ছবির আউটডোর শ্যুটিংয়ে কার্গিলে থাকায় ছবির আনুষ্ঠানিক ঘোষণায় থাকতে পারেননি। 

ছবির বিষয়ে শর্মিলা এবং ঋতুপর্ণা এখন কিছুই খোলসা করতে চাইলেন না। শুধু জানালেন মা এবং মেয়ের সম্পর্ক নিয়ে এই ছবির গল্প আবর্তিত হবে। মায়ের চরিত্রে শর্মিলা এবং মেয়ের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা। ছবিতে ঋতুপর্ণার স্বামীর চরিত্রে রয়েছেন ইন্দ্রনীল। এখনও ছবির চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলবে। ছবির শুটিং লোকেশন এখনও চূড়ান্ত নয়। আগামী ৮ ডিসেম্বর শর্মিলার জন্মদিনে শুরু হবে শ্যুটিং।

POST A COMMENT
Advertisement