
কৃষ্ণ জন্মভূমি মথুরায় প্রাক্তন পর্নস্টার তথা বলিউড অভিনেত্রী সানি লিওনের নাচগানের অনুষ্ঠান ঘিরে আপত্তি তুলে সরব হন স্থানীয় সাধু-সন্তরা। তাঁদের প্রবল বিরোধিতার জেরেই শেষ মুহূর্তে পুলিশ-প্রশাসনের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করে দেওয়া হয়। মথুরার একটি বেসরকারি হোটেলে ৩১ ডিসেম্বরের রাত থেকে ১ জানুয়ারির ভোর পর্যন্ত এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। টিকিট বিক্রি থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ থাকলেও শেষ পর্যন্ত অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।
শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির মামলার প্রধান আবেদনকারী দীনেশ ফলাহারী মহারাজ জেলা প্রশাসনের কাছে লিখিত আপত্তিপত্র জমা দেন। সেখানে তিনি দাবি করেন, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র ব্রজভূমিকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। তাঁর বক্তব্য, সানি লিওন একজন প্রাক্তন পর্নস্টার এবং এমন অনুষ্ঠানে কুরুচিকর নৃত্য ও শরীর প্রদর্শনের আশঙ্কা রয়েছে, যা মথুরার ধর্মীয় আবহের পরিপন্থী।
ফলাহারী মহারাজ বলেন, মথুরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি। সারা বিশ্বের সনাতনী ভক্তরা এখানে পুজো দিতে আসেন। এই শহরের আকাশ-বাতাস সর্বদা ভজন-কীর্তনে মুখরিত থাকে। সেখানে এ ধরনের আমোদপ্রমোদমূলক অনুষ্ঠানের আয়োজন ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ব্রজের মাহাত্ম্য নষ্ট করার চেষ্টা চলছে এবং উদ্যোক্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।
অন্যদিকে হোটেল মালিক মিতুল পাঠক জানান, সানি লিওন একজন জনপ্রিয় শিল্পী হিসেবেই ডিজে অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য আমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠানের জন্য পুলিশ, দমকল ও প্রশাসনের সবরকম অনুমতিই নেওয়া হয়েছিল। তবু ধর্মীয় ও সামাজিক আবেগের কথা মাথায় রেখে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হোটেল কর্তৃপক্ষের দাবি, মাত্র ৩০০ দর্শকের জন্য এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এবং বিভিন্ন ক্যাটেগরিতে টিকিট বিক্রি হয়েছিল। এমনকি একটি প্রচারমূলক ভিডিওতে সানি লিওন নিজেই জানিয়েছিলেন, নতুন বছরকে স্বাগত জানাতে তিনি মথুরায় আসতে আগ্রহী। তবে শেষ পর্যন্ত সাধুদের আপত্তি ও প্রশাসনিক নির্দেশে সেই বর্ষবরণের পরিকল্পনায় ইতি টানতে হল।