বাজি ফাটাতে ভয় পান দেবরোম্যান্টিক হিরোর পাশাপাশি সুপারস্টার দেব একজন অ্যাকশন হিরোও বটে। দেবের কেরিয়ারের প্রথমদিকের সিনেমাগুলিতে তাঁকে ভরপুর অ্যাকশন করতে দেখা গিয়েছে। 'চ্যালেঞ্জ', 'পরাণ যায় জ্বলিয়া রে', 'দুই পৃথিবী' সহ বেশ কিছু ছবিতে দেবের অ্যাকশন দর্শকদের নজর কেড়েছে। এছাড়াও 'খাদান' ছবিতেও দেবকে মারকাটারি ভূমিকাতেই দেখা গিয়েছে। সুপারস্টারের সিক্স প্যাক অ্যাব, মাসল এইসব দেখে পর্দার ভিলেনরা লেজ গুটিয়ে পালিয়ে যান। কিন্তু বাস্তব জীবনে দেব কতটা সাহসী জানেন? জানা গিয়েছে, দেব নাকি বাজিতে ভয় পান। আর এই নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন নায়ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব তাঁর ছোটবেলার নানান দুষ্টুমির কথা ভাগ করে নেন। আর তখনই অভিনেতা জানান যে তাঁর বাজিতে ভীষণ ভয়। যদিও এই ভয় তৈরি হয়েছে হঠাৎ করে। কিন্তু এমনভাবে মনে দাগ কেটে গিয়েছে যে তিনি এখনও বাজি ফাটাতে ভয় পান, বাজি ফাটাতে পারেন না। দেব সাক্ষাৎকারে বলেন, 'আমার বাজি ফাটানো নিয়ে খুব ভয় রয়েছে। কিন্তু এই ভয়টা কোথা থেকে এসেছে সেটা বলি। আমি নাকি ছোটবেলায় একটা সময় খুব বাজি ফাটাতাম। আমাদের কলোনী, মানে আমাদের বাড়ির আশেপাশে অনেক বিল্ডিং থাকত। আর আমরা তার পাশে থাকতাম।'
এরপর দেব আরও বলেন, 'তো আমার ফাটানো রকেট একবার পাশের বিল্ডিংয়ের একটি টিভির কাছে গিয়ে বাস্ট করে। এটা হওয়ার পর আমি খাটের তলায় লুকিয়ে পড়েছিলাম। তখন যা হয় এই অবস্থা দেখে পুরো বিল্ডিং নেমে আসে। তখন আমরা মুম্বইতে থাকতাম। তাঁরা বাবাকে এসে নানা নালিশ জানায়। বাবা আমাকে প্রচণ্ড মারেন। আর তারপর থেকে বাবা দীপাবলিতে আমাকে আর বাজি ফাটাতে দেননি। আর তখন থেকে এখনও পর্যন্ত আমি বাজি ফাটাইনি।'
দীপাবলিতে দেবের বাড়িতে পুজোর আয়োজন করা হয় এবং পুরো বাড়ি প্রদীপ দিয়ে সাজানো হয়। কিন্তু দেবকে কোনওদিন বাজি ফাটাতে দেখা যায়নি। বর্তমানে দেবের প্রজাপতি ২ রমরমিয়ে চলছে বক্স অফিসে। অনেক ছবিকেই পিছিয়ে দিয়েছে এই প্রজাপতি ২। নতুন বছরে দেবের একগুচ্ছ পরিকল্পনা রয়েছে। যার মধ্যে অন্যতম পুজোর সময় ফিরছে দেশু অর্থাৎ দেব-শুভশ্রী জুটি।