Swastika-Sreelekha: 'ঢপের আইন' বলছেন শ্রীলেখা, পথকুকুর দত্তক নিয়ে প্রতিবাদী স্বস্তিকাও

Swastika-Sreelekha: সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি মামলায় রায় দিয়েছে দিল্লি ও এনসিআর এলাকায় আর স্বাধীনভাবে ঘুরতে পারবে না পথকুকুরেরা। তাদের রাখতে হবে নির্দিষ্ট আশ্রয়স্থলে (শেল্টার)। শীর্ষ আদালতের এই রায় সামনে আসার পর থেকে দেশজুড়ে পশুপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ।

Advertisement
'ঢপের আইন' বলছেন শ্রীলেখা, পথকুকুর দত্তক নিয়ে প্রতিবাদী স্বস্তিকাওসুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রতিবাদী স্বস্তিকা-শ্রীলেখা
হাইলাইটস
  • সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি মামলায় রায় দিয়েছে দিল্লি ও এনসিআর এলাকায় আর স্বাধীনভাবে ঘুরতে পারবে না পথকুকুরেরা।

সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি মামলায় রায় দিয়েছে দিল্লি ও এনসিআর এলাকায় আর স্বাধীনভাবে ঘুরতে পারবে না পথকুকুরেরা। তাদের রাখতে হবে নির্দিষ্ট আশ্রয়স্থলে (শেল্টার)। শীর্ষ আদালতের এই রায় সামনে আসার পর থেকে দেশজুড়ে পশুপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। ইতিমধ্যেই পশুপ্রেমীরা গর্জে উঠেছেন। দিল্লিতে এ নিয়ে সোমবার প্রতিবাদ হয়, যেখানে অংশ নিয়েছিলেন একাধিক পশুপ্রেমীরা। বলিউডের একাধিক তারকা সুপ্রিম কোর্টের এই রায়ের বিরোধিতা করেছেন। এবার টলিউডের দুই অভিনেত্রীকে দেখা গেল এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।  

স্বস্তিকা মুখোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র দুজনেই পশুপ্রেমী বলেই পরিচিত। এরা দুজনেই পথকুকুরদের নিয়ে বিভিন্ন সময়ে একাধিক পোস্ট করে থাকেন। শুধু তাই নয়, এঁদের দুজনের বাড়িতেই রয়েছে পোষা পথকুকুর। তাই এই অবলা প্রাণীদের ওপর যখনই কোনও অন্যায় হতে দেখেন, চুপ করে বসে থাকেন না টলিপাড়ার এই দুই নায়িকা। এবারও তার ব্যতিক্রম হল না। পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের রায় আসতেই স্বস্তিকা ও শ্রীলেখা তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কীভাবে এইসব সারমেয়দের বাঁচানো যায় সেই চেষ্টায় তাঁরা বদ্ধপরিকর। 

স্বস্তিকা মুখোপাধ্যায় একাধিক পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী দিল্লিবাসীর কাছে অনুরোধ করেন একটি বা তার বেশি দেশি প্রজাতির কুকুর দত্তক নেওয়ার জন্য। অভিনেত্রী তাঁর পোস্টে লেখেন, আপনি যদি দিল্লির বাসিন্দা হয়ে থাকেন তাহলে পথে থাকা কুকুরদের দত্তক নিন। আমি নিজেও নেব। এরা খুব স্বাস্থ্যবান হয়, খরচ কম আর এরা আপানাকে যে ভালবাসা-সহচর্য যা দেবে আপনি ভাবতেও পারবেন না। আপনাদের সকলের কাছের অনুরোধ এনজিও-তে গিয়ে একটা করে সারমেয় যদি দত্তক নেন। আদালতের কাছে আবেদন জমা পড়েছে কিন্তু সেটা সময় সাপেক্ষ। মানবধর্মের খাতিরে এতটুকু করুন। একটা বড় উদ্যোগে সামিল হন।

Advertisement

স্বস্তিকার পাশাপাশি শ্রীলেখাও তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অভিনেত্রী এই রায়ে রীতিমতো বিরক্ত। তিনি লিখেছেন, সুপ্রিম কোর্ট ধর্ষক ও খুনিদের খোলা ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছে এবং এই নির্বাকদের বিরুদ্ধে এই ধরনের আইন প্রয়োগ করেছে ? এই ধরনের আইন প্রণেতাদের লজ্জা হওয়া উচিত। এরই সঙ্গে শ্রীলেখা একটি পিটিশনে সই করার আবেদনও জানিয়েছেন। আরও একটি পোস্টে শ্রীলেখা লেখেন, ধর্ষক-খুনীরা ঘুরে বেড়াক আর ওদের জেলে ভরুক। ঢপের আইন মানছি না। প্রসঙ্গত, শ্রীলেখা ও স্বস্তিকা দুজনেই পথকুকুরদের দত্তক নিয়েছে। মাঝে মাঝেই তাঁরা এই অবলা প্রাণীদের নিয়ে পোস্ট করেন। তাই সুপ্রিম কোর্টের এমন রায়ে স্বাভাবিকভাবেই দিল্লির পথকুককুরদের নিয়ে উদ্বেগ বাড়ছে টলি তারকাদেরও।   

POST A COMMENT
Advertisement