Swastika Mukherjee: হলুদ শাড়ি ও স্বস্তিকা, মুম্বইয়ে যেভাবে অভিনেত্রী কাটালেন সরস্বতী পুজো, দেখুন

Swastika Mukherjee: টলিউডের গণ্ডি ছাড়িয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় বলিউডেও যে কাজ করছেন তা অনেকেই জানেন। মাঝে মধ্যেই মুম্বইয়ের শ্যুটিং ফ্লোর থেকে তিনি ছবি পোস্ট করে থাকেন। এবার সরস্বতী পুজো কাটালেন মুম্বইতে।

Advertisement
হলুদ শাড়ি ও স্বস্তিকা, মুম্বইয়ে যেভাবে অভিনেত্রী কাটালেন সরস্বতী পুজো, দেখুনমুম্বইতে সরস্বতী পুজোয় স্বস্তিকা
হাইলাইটস
  • টলিউডের গণ্ডি ছাড়িয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় বলিউডেও যে কাজ করছেন তা অনেকেই জানেন।

টলিউডের গণ্ডি ছাড়িয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় বলিউডেও যে কাজ করছেন তা অনেকেই জানেন। মাঝে মধ্যেই মুম্বইয়ের শ্যুটিং ফ্লোর থেকে তিনি ছবি পোস্ট করে থাকেন। এবার সরস্বতী পুজো কাটালেন মুম্বইতে। যদিও অভিনেত্রী নিজে ছবি পোস্ট করেননি কোনও। স্বস্তিকাকে দেখা গেল অভিনেত্রী তথা বাঙালি কন্যা সায়নী গুপ্তর সোশ্যাল মিডিয়া পেজে। এ বছর সরস্বতী পুজো স্বস্তিকা যে তাঁর মুম্বইয়ের বন্ধুদের সঙ্গে কাটিয়েছেন তা বোঝাই যাচ্ছে। 

অভিনেত্রী সায়নী গুপ্ত তাঁর সরস্বতী পুজো কাটানোর বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁর সঙ্গে স্বস্তিকাকেও দেখা গিয়েছে। মুম্বইতে হওয়া কোনও এক পুজো মণ্ডপেই সায়নী ও স্বস্তিকার সেলফি। যেখানে স্বস্তিকাকে দেখা গিয়েছে হলুদ ও নীল পাড়ের শাড়ি, সঙ্গে সবুজ ব্লাউজ। খোপা করা চুলে সাদা ফুল গোঁজা এবং কপালে লাল টিপ। সায়নী সহ বন্ধু-বান্ধবদের সঙ্গে ছবি তুলতে ভুললেন না স্বস্তিকা। এই বছরের সরস্বতী পুজো কলকাতায় নয়, বরং মুম্বইতেই কাটালেন অভিনেত্রী। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sayani G (@sayanigupta)

স্বস্তিকার পাশাপাশি বাঙালি আর এক অভিনেত্রী সায়নী সরস্বতী পুজো উপভোগ করেন প্রতিবছর এই মায়ানগরীতে। সায়নীর পোস্ট দেখে জানা গিয়েছে যে তিনি মায়ানগরীতে আয়োজিত এক সরস্বতী পুজোয় গিয়ে রীতিমতো মুগ্ধ। খেয়েছেন ভোগও, বিশেষ করে বেগুনি তাঁর খুব পছন্দের। এরপর সায়নীকে দেখা গিয়েছে পরিচালক অনুরাগ বসুর বাড়ির সরস্বতী পুজোয়। সেখানে অভিনেত্রী প্রতিবছরই যান। তবে সেখানে স্বস্তিকাকে দেখা যায়নি। প্রসঙ্গত, গত বছরই সায়নী এসেছিলেন কলকাতায়। এক বাংলা সিনেমার শ্যুটিংয়ে। 

আপাতত মুম্বইতে রয়েছেন স্বস্তিকা। বলিউডের কোনও এক ছবি বা সিরিজে তাঁকে দেখা যেতে পারে। শ্যুটিং ফ্লোর থেকে প্রায়ই অভিনেত্রীকে ছবি পোস্ট করতে দেখা যায়। তবে সেটা কোন প্রজেক্ট সে সম্পর্কে কিছু জানা যায়নি। বলিউডের বেশ কিছু কাজ করে ফেলেছেন স্বস্তিকা। তাঁর অভিনয় প্রশংসিত। স্বস্তিকা মুখোপাধ্যায় যে কেবল একজন সুদক্ষ অভিনেত্রী সেটাই নয়, তিনি তাঁর কথা, জীবনবোধ এবং কাজ দিয়ে বারবার অনুপ্রেরণা জোগান তাঁর অনুরাগীদের, তাঁর সহ নাগরিকদের। একাস আগেই জানিয়ে ছিলেন যে তিনি মুম্বইতে অডিশন দিতে যাচ্ছেন। এটা হয়ত সেই প্রজেক্ট। 

Advertisement

POST A COMMENT
Advertisement