৪৫-এর জন্মদিনে বিকিনিতে স্বস্তিকাবাংলা ইন্ডাস্ট্রিতে স্বস্তিকা মুখোপাধ্যায় বোল্ড অভিনেত্রী বলে যেমন খ্যাতি পেয়েছেন তেমনি তিনি ঠোঁটকাটা বলেও পরিচিত। নিজের বয়স লুকিয়ে রাখতে একেবারে পছন্দ করেন না নায়িকা। জীবনকে নিজের ছন্দে চালাতেই পছন্দ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার বডি শেমিং-এর শিকার হলেও, নিজের ৪৫তম জন্মদিনে অকপটে স্বীকার করে নিলেন এই শরীরকেই তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। জন্মদিনের দিন মন্দারমণিতে তাঁকে বিকিনিতে দেখা গেল। সেই আগের মতোই ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়।
বরাবরই নিজেকে খোলামেলা পোশাকে তুলে ধরতে পিছু পা হননি স্বস্তিকা। তাঁর শরীর নিয়ে কটাক্ষ শুনলেও সেই কটাক্ষের পাল্টা জবাবও তিনি দিয়েছেন। এর আগেও তাঁকে সুইম পোশাকে বহুবার দেখা গিয়েছে। ১৪ ডিসেম্বর স্বস্তিকার জন্মদিন। এইদিন তিনি ৪৫ বছরে পা দিলেন। জন্মদিনের দিনটা নিজের মতো করে কাটাবেন বলেই চলে গিয়েছেন মন্দারমণির সি বিচে। আর সেখান থেকেই হলুদ ও সাদা চেক বিকিনিতে দেখা গেল সন্তু-কন্যাকে। বেশ কিছু পোজে ছবি তুলেছেন স্বস্তিকা। মেকআপ ছাড়া, গলায় সাদা বড় পুঁতির মালা, চোখে রোদ চশমা। গলার একটু নীচেই তাঁর গোলাপ ট্যাটু ফ্লন্ট করতেও ভুললেন না। তবে এই ছবি শেয়ার করে স্বস্তিকা জানালেন তাঁর মনের কথা।
স্বস্তিকা লিখলেন, এই শরীরটা বেঁচে রয়েছে। গর্ভে সন্তান ধারণ করেছে, কাজ করেছে, যত্ন করেছে, শোক সয়েছে, আনন্দ পেয়েছে, রাজনীতি করেছে, প্রতিরোধ করেছে। এই শরীরটা অবসর নেয়নি, যখন সমাজ তাঁকে অদৃশ্য হয়ে যেতে বলেছিল। এই শরীরটা এখনও জল, সূর্য, স্থান দাবি করে। যদি এটা কাউকে অস্বস্তিতে ফেলে, তবে ভাল। অভিনেত্রী আরও লেখেন, বয়স বেড়ে যাওয়াটা সমস্যার নয়। সমস্যা হল এমন একটা সংস্কৃতি যা মহিলাদের ভয় দেখিয়ে অনুমতি চাওয়া বন্ধ করে দেয়। সমুদ্র আমাদের আরও সহনশীল করে তুলুক, অধ্যবসায় শেখাক। জল আমাদের ধরে রাখুক। শেষে স্বস্তিকা লেখেন, শুভ ৪৫তম জন্মদিন আমার প্রিয় নারী। সেলুলাইটযুক্ত উরু, পিগমেন্টেড ত্বক, বয়সের কারণে ত্রুটিপূর্ণ শরীরকে অভিনন্দন। আমি তোমাকে ভালোবাসি।
প্রসঙ্গত, স্বস্তিকা কখনই নিজের বয়স লুকোতে চান না। তাঁর চুলের পাক ধরা থেকে শুরু করে শরীরে বয়সের ছাপ পড়া, সবটাই ভীষণভাবে উপভোগ করেন অভিনেত্রী। তাঁর এই বিকিনি পরা ছবি নেট দুনিয়ার পারদ যে চড়িয়েছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। জীবনকে নিজের শর্তে চালাতেই ভালোবাসেন স্বস্তিকা। তাই প্রশংসা বা নিন্দা, সবটাকেই নিজের করে নেন তিনি। প্রশংসা পেলে যেমন আনন্দ পান তেমনি ট্রোলড হলে তার যোগ্য জবাব দিতেও ছাড়েন না। জীবনে একাধিক প্রেম এলেও আপাতত মেয়ে অন্বেষাকে নিয়ে ৪৫ বছরেও হ্যাপিলি সিঙ্গল লাইফ কাটাচ্ছেন তিনি।