
'যমুনা ঢাকি'র সেটেই শ্বেতাকে মনে ধরেছিল রুবেলের। সেই ভালো লাগাই পরিণত হয় প্রেমে আর আজ রবিবার, ১৯ জানুয়ারি শ্বেতা-রুবেলের শুভ পরিণয়। বিয়ের খবর সামনে আসার পর থেকেই তাঁদের বর-বউ রূপে দেখার জন্য সকলেই অপেক্ষা করছেন। আইবুড়ো ভাত খাওয়া তো অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। এবার মা-বাবার কাছে শনিবার শেষ আইবুড়ো ভাত খেলেন শ্বেতা।
শ্বেতার আইবুড়ো ভাতের লুক ইতিমধ্যেই সামনে এসেছে। গোলাপি ভারী সিল্কের শাড়িতে ঠিক যেন রাজরানি শ্বেতা। সঙ্গে পার্ল চোকার, রানি হার এবং গলায় গোলাপ, সূর্যমুখী আর বেলফুলের মালা। হ্যাঁ, আইবুড়ো ভাতে ফুলের সাজে নিজেকে সাজালেন ‘কোন গোপনে মন ভেসেছে’ নায়িকা। কানে সাবেকি কানবালা। ছিমছাম সাজেই ধরা দিলেন রুবেলের হবু বউ। নজর কাড়ল নায়িকার একঢাল চুল। মা-বাবা নিজের হাতে মেয়েকে খাইয়ে দিলেন আইবুড়ো ভাত।
আর এইদিন ছিল মেহেন্দিও। শনিবার মেহেন্দির সন্ধ্যেতে শ্বেতা পরেছিলেন সবুজ রঙের ভারী শাড়ি, সঙ্গে সোনার গয়না। চুল উঁচু করে বাঁধা। দুহাত ভর্তি মেহেন্দি, যেখানে শ্বেতা ও রুবেলের মুখ আঁকা রয়েছে। মেহেন্দি করার সময় বেশ হাসিখুশিই ধরা পড়লেন অভিনেত্রী। আর অভিনেত্রীর মেহেন্দির এই ভিডিও নেটপাড়ায় বেশ ভাইরাল। রবিবার সকাল থেকেই দুই বাড়িতে সাজো সাজো রব। কারণ এদিন সন্ধ্যায় সাতপাকে বাধা পড়বেন শ্বেতা-রুবেল।
রবিবার সকাল থেকেই তাই শ্বেতা ও রুবেল, দুজনের বাড়িতেই দুজনের বাড়িতেই শুরু হয়ে গিয়েছে বিয়ের সকালের নানান অনুষ্ঠান ও রীতিনীতি পালন। শ্বেতার গায়ে হলুদের ছবি সামনে না আসলেও রুবেলের গায়ে হলুদের ভিডিও সামনে এসেছে। যেখানে অভিনেতাকে নাচতে দেখা যাচ্ছে। বাঙালি বিয়ের প্রথা মেনে সাদা ধুতি, গেঞ্জি আর কমলা রঙের গামছা গলায় দেখা মিলল রুবেলের। নিজের গায়ে হলুদেই বন্ধুদের নিয়ে জমিয়ে নাচলেন রুবেল। ছেলের গায়ে হলুদ ছোঁয়াতে দেখা গেল অভিনেতার মাকে। রুবেলের এক ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই ভিডিও সামনে এসেছে।
সম্প্রতি শ্বেতাকে বিয়ের প্রসঙ্গে রুবেল দাস বলেন, আমি ওকে প্রথমে ব্রাইডাল লুকে দেখেই প্রেমে পড়েছিলাম। ওকে বধূবেশে দেখেই ঠিক ফেলেছিলাম যে ওকেই বিয়ে করব। প্রসঙ্গত যমুনা ঢাকির সেটে দেখা হয়েছিল শ্বেতা-রুবেলের। তাঁদের যখন আলাপ হয়, তখন দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ায় দুঃখে ডুবেছিলেন অভিনেত্রী। আর তখনই শ্বেতার মনের সেই ক্ষততে ভালোবাসার মলম লাগান রুবেল দাস। তবে সেসব তো গেল পুরনো কথা, এবার সাতপাকে বাঁধা পড়ায় অপেক্ষায় রয়েছেন এই যুগল।