বড় খবর ঢালিউডে। নতুন ভাবে জীবন শুরু করছেন বাংলাদেশের অভিনেতা তথা সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান। বিয়ে করতে চলেছেন দুই বাংলার অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার প্রাক্তন স্বামী। ওপার বাংলার বিনোদন ইন্ডাস্ট্রিতে জল্পনা এমনটাই। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে গায়ে হলুদের ছবি। যদিও বাংলাদেশের সংবাদমাধ্যমকে তাহাসন জানিয়েছেন, তাঁদের এখনও বিয়ে হয়নি এবং শনিবার সন্ধ্যায় সবটা জানাবেন।
শনিবার সকাল থেকেই নেটমাধ্যমে ঘুরছে তাহসান ও তাঁর হবু বউয়ের ছবি। শুক্রবার ঘরোয়া গায়ে হলুদ অনুষ্ঠানের মুহূর্ত লেন্সবন্দি হয়েছে। তাহসানের স্ত্রীয়ের নাম রোজা আহমেদ। যদিও তিনি বিনোদন জগতের সঙ্গে সরাসরি যুক্ত নন। রোজা পেশায় একজন রূপটান শিল্পী।
২০০৬ সালে মিথিলার সঙ্গে বিয়ে হয় তাহসানের। বিয়ের ৭ বছর পর জন্ম হয় তাহসান- মিথিলার মেয়ে আয়রার। কিন্তু এরপর ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় দু'জনের মধ্যে। দীর্ঘ ১১ বছর সংসারের পর ২০১৭ সালে যৌথ ভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন তারকা জুটি। যদিও মেয়ের অভিভাবকত্ব যৌথ ভাবেই পালন করছেন তাঁরা। তবে আয়রা বেশির ভাগ সময় থাকে মিথিলার সঙ্গেই।
এরপর ২০১৯-র ডিসেম্বরে মাসে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করেন মিথিলা। যদিও টলিপাড়ার গুঞ্জন, সৃজিত- মিথিলার সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। তিক্ততা নাকি এতটাই বেড়েছে যে, বিচ্ছেদের ভাবনা- চিন্তাও করেছেন তাঁরা। তবে এখনও অবধি দু'জনের কেউই এবিষয় মুখ খোলেননি।
প্রসঙ্গত, মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে, তাহসানের একাধিক সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা যায়। অভিনেত্রী তাসনিয়া ফারিনের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। যদিও সে জল্পনা গুজব বলে উড়িয়ে দেন তুই তারকা।
অন্যদিকে বাংলাদেশের সংবাদমাধ্যম দাবি করে, কিছু দিন আগে ঢাকার বনানী অঞ্চলের এক রেস্তরাঁয় এক সংবাদপাঠিকার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটাতে দেখা যায় তাহসানকে। এই খবর চাউর হতেই, সমাজমাধ্যমে শুরু হয় জোর চর্চা। এখন দেখার নিজের নতুন জীবনের খবর কবে নিজে সকলকে দেন শিল্পী।