রণজয়-শ্যামৌপ্তির আইবুড়োভাতটলিপাড়ায় এখন বিয়ের মরশুম। চলতি মাসেই বিয়ে হয়েছে মধুমিতা-দেবমাল্য ও বিশ্বাবসু ও ঐশিকার। এবার আরও এক জনপ্রিয় জুটি বিয়ের পিঁড়িতে বসবেন। ফেব্রুয়ারির ১৪ তারিখ অর্থাৎ প্রেম দিবসের দিনই চারহাত এক হবে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির। পর্দার এই জুটি এবার বাস্তবেও স্বামী-স্ত্রী হতে চলেছেন। বিয়ের আগে প্রথমবার জুটিতে আইবুড়োভাত খেলেন রণজয়-শ্যামৌপ্তি।
একেবারে সাদামাটা পোশাকে এই জুটি জমিয়ে আইবুড়োভাত খেলেন। পরিচালক, অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের বাড়িতে এই আয়োজন করা হয়েছিল। সোমবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তথাগত নিজে। রণজয়-শ্যামৌপ্তির ছবির সঙ্গে লিখলেন, 'কোনো একদিন আধ বিকেলে খোকা-খুকীর আইবুড়ো ভাত। রণজয় ও তথাগত একে-অপরের খুব ভাল বন্ধু। তাই বন্ধুর বিয়ের আগে পরিচালক-অভিনেতা তাঁর কর্তব্য পালন করলেন।
তথাগতর বাড়িতে এদিন রণজয়-শ্যামৌপ্তির জন্য আয়োজন হয়েছিল সব বাড়ির তৈরি খাবারের। ভাত, ডাল, আলুভাজা, তরকারি, স্যালাড আবার পাতে ছিল বিরিয়ানি ও মাটন কষাও। রণজয়-শ্যামৌপ্তি দু'জনেই আইবুড়োভাত খেলেন একেবারে ছিমছাম সাধারণ পোশাকেই। এরপর আরও অনেক আইবুড়োভাত খাওয়া বাকি রয়েছে। যদিও রণজয় ভীষণভাবে ফিটনেস ফ্রিক। কিন্তু বিয়ের আগে এইকদিন ডায়েট যে একেবারে মানা হবে না, তা একেবারেই স্পষ্ট।
রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি, দু'জনেই ছোট পর্দার অতি চেনা মুখ। সোহিনী সরকারের সঙ্গে রণজয়ের সম্পর্ক ভাঙার পরই শ্যমৌপ্তির সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে ওঠে অভিনেতার। তাঁরা প্রথমবার একসঙ্গে কাজ করেন 'গুড্ডি' ধারাবাহিকে। তাঁদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মনে ধরে। যদিও রণজয় ও শ্যামৌপ্তি দুজনের কেউই এই প্রেম নিয়ে মুখ খুলতে চাননি। তবে দুজনে দক্ষিণ কলকাতার বিলাসবহুল ফ্ল্যাটে লিভ-ইনে থাকেন। প্রেমে সিলমোহর দিলেন বিয়ের কথা প্রকাশ্যে এনে।
দক্ষিণ কলকাতার এক রিসর্টে ঘরোয়া এবং ব্যক্তিগত পরিসরে হবে এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠান। বিয়েতে থাকবে বাঙালিয়ানা। সাজ-পোশাকেও থাকবে বাঙালিয়ানার ছোঁয়া। বিয়ের পর পাহাড়ে হানিমুনে যাওয়ার ইচ্ছে রয়েছে এই জুটির।