Tollywood News: মন্দিরে বসে জগন্নাথের ভোগ খেলেন ইশা-শুভশ্রীরা, পুরীতে শুরু 'লহ গৌরাঙ্গের'- শ্যুটিং

Tollywood News: উল্টো রথের সময়ই রাজের সঙ্গে পুরীতে জগন্নাথ দর্শনে গিয়েছিলেন শুভশ্রী। সেই রেশ কাটতে না কাটতেই ফের সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির শ্যুটিংয়ের জন্য পুরীতে হাজির শুভশ্রী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত সহ পুরো ছবির ইউনিট।

Advertisement
মন্দিরে বসে জগন্নাথের ভোগ খেলেন ইশা-শুভশ্রীরা, পুরীতে শুরু 'লহ গৌরাঙ্গের'- শ্যুটিং লহ গৌরাঙ্গের নাম রে ছবির টিম পুরীতে
হাইলাইটস
  • সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির শ্যুটিংয়ের জন্য পুরীতে হাজির শুভশ্রী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত সহ পুরো ছবির ইউনিট।

উল্টো রথের সময়ই রাজের সঙ্গে পুরীতে জগন্নাথ দর্শনে গিয়েছিলেন শুভশ্রী। সেই রেশ কাটতে না কাটতেই ফের সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির শ্যুটিংয়ের জন্য পুরীতে হাজির শুভশ্রী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত সহ পুরো ছবির ইউনিট। লক্ষ্য একটাই রথ দেখা কলা বেচা দুটোই হবে। অর্থাৎ কিনা পুরীতে শ্যুটিং ও জগন্নাথ দর্শন সারবেন সকলেই। শুভশ্রী থেকে ইশা সবাইকে এদিন কোনও মেকআপ ছাড়াই দেখা গেল একেবারে সাদামাটা লুকসে। 

জগন্নাথ দর্শনে সৃজিতের টিম
সোমবার শিবের পুজো উপলক্ষ্যে মন্দির চত্ত্বরে ভিড়। সেই ভিড়ের মাঝেই দেখা গেল শুভশ্রী তথা সৃজিতের বিনোদিনীকে। ধবধবে সাদা চিকনের সালোয়ার কামিজ, মাথা ওড়না দিয়ে ঢাকা। মুখে মেকআপের লেশমাত্র নেই। অপরদিকে ছবির প্রযোজক রানা সরকারের সঙ্গে দেখা গেল ইশা সাহাকে। ইশা পরেছিলেন ফুলছাপা সালোয়ার-কামিজ। পিছনে ইন্দ্রনীল ও সুস্মিতা। সকলে মিলে জগন্নাথ দর্শন করলেন। ইশা ও ইন্দ্রনীল একসঙ্গে গেলেন জন্নাথ দর্শনে, তাঁরা প্রথম পুরীর মন্দিরে এলেন। তবে শুভশ্রী ও ইশা-সুস্মিতারা আলাদা আলাদাই পুজো দিলেন। 

পুজো দিয়ে খেলেন ভোগ
ইশা-সুস্মিতা জগন্নাথ দর্শনের পাশাপাশি শিবের মন্দিরেও যান। ইশা, ইন্দ্রনীল, সুস্মিতা শিবের পুজো করলেন মাথায় জল ঢেলে। শুভশ্রী যে কতবার পুরীর মন্দিরে এসেছেন তার হিসেব নেই। প্রতিবছরই এই মন্দিরে আসেন নায়িকা। আর এবার তো পুরীতেই এই ছবির শ্যুটিং হচ্ছে। শুভশ্রী বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে পুজোর পর তাঁকে বসে মহাপ্রভুর ভোগ খেতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, মন্দির চত্বরে দাঁড়িয়ে চেটেপুটে পুরু সরের পায়েস, ঘিয়ে ভাজা মালপোয়া খেলেন সকলে। ভোগ খেতে খেতেই কলকাতায় ভোগ নিয়ে যাওয়ার পরিকল্পনা করে ফেললেন সবাই। সোমবার জগন্নাথ দর্শন সারা হল সকলের। 

Advertisement

শুরু হল শ্যুটিং
আর মঙ্গলবার থেকে পুরীর সমুদ্র সৈকতে শুরু হয়ে গেল 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির শ্যুটিং। যেখানে যিশু ও রজতাভকে দেখা গেল নিজেদের চরিত্রের অবতারে। অপরদিকে বিনোদিনী লুকে ধরা দিলেন শুভশ্রী। এই ছবির শ্যুটিং কলকাতায় একপ্রস্থ সারা হয়ে গিয়েছে। এবার পুরীতে এই ছবির বাকি শ্যুটিং হবে। প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের ‘ম্যাগনাম অপাস’ প্রজেক্ট। তারওপর টলিউডের ডাকসাইটে কাস্টিং। উপরন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনকাহিনি তিন সময়কালের প্রেক্ষাপটে পরিবেশন, নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ। তবে পরিচালক তাঁর স্বপ্নের সিনেমা তৈরির ক্ষেত্রে কোনওরকম খামতি রাখছেন না। মহাপ্রভুর নীলাচলের সময়কাল ফুটিয়ে তুলতে গোটা টিম নিয়ে ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’ পৌঁছে গিয়েছেন পুরীতে।       

POST A COMMENT
Advertisement