scorecardresearch
 

Television Gossip: ২ বার Break Up অভিষেকের, এবার এই টেলিনায়িকার সঙ্গে সম্পর্কে জড়ালেন 'ফুলকি'র রোহিত?

Television Gossip: টেলিভিশনের পর্দায় অভিষেক বসুকে চেনেন না এমন দর্শকের সংখ্যা খুবই কম। একের পর এক সিরিয়ালের দৌলনে অভিনেতা এখন খুবই চেনা মুখ। পেশাগত জীবনের চেয়ে অবশ্য অভিষেকের ব্যক্তিগত জীবন নিয়েই চর্চা বেশি হয়। পরপর দুটি সম্পর্ক ভেঙেছে অভিষেকের।

Advertisement
অভিষেক বসু এখন কার সঙ্গে প্রেম করছেন? অভিষেক বসু এখন কার সঙ্গে প্রেম করছেন?
হাইলাইটস
  • টেলিভিশনের পর্দায় অভিষেক বসুকে চেনেন না এমন দর্শকের সংখ্যা খুবই কম।

টেলিভিশনের পর্দায় অভিষেক বসুকে চেনেন না এমন দর্শকের সংখ্যা খুবই কম। একের পর এক সিরিয়ালের দৌলনে অভিনেতা এখন খুবই চেনা মুখ। পেশাগত জীবনের চেয়ে অবশ্য অভিষেকের ব্যক্তিগত জীবন নিয়েই চর্চা বেশি হয়। পরপর দুটি সম্পর্ক ভেঙেছে অভিষেকের। আর তারই মধ্যে আবারও একজনের সঙ্গে সম্পর্কে জড়ানোর খবর শোনা যাচ্ছে টেলি পাড়ায়। আর যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যাচ্ছে, সেও টেলিদুনিয়ার চেনা মুখ।  

প্রথমে দিয়া মুখোপাধ্যায় আর তারপর সুরভি মল্লিক। এই দুই অভিনেত্রীর সঙ্গেই সম্পর্কে ছিলেন অভিষেক। দিয়া ও অভিষেকের ব্রেকআপের পর সুরভি মল্লিকের সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। ‘ফুলকি’র নায়ক অভিষেক বসুর সম্পর্কে বিচ্ছেদের খবর এখন আর কারোরই জানতে বাকি নেই। তবে কিছুদিন আগেই রটেছিল আরেক গুঞ্জন। ভাঙা হৃদয়ে মলম লাগানোর মানুষও নাকি ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন পর্দার ‘রোহিত’। তিনি তাঁরই সিরিয়ালের খলনায়িকা। বাস্তবে অবশ্য অভিষেকের জীবনে নায়িকা হয়েই প্রবেশ করেছেন তিনি।  

শোনা যাচ্ছে, অভিনেত্রী শার্লি মোদকের সঙ্গেই প্রেমের সম্পর্কে রয়েছেন অভিষেক। অভিষেক-শার্লির প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে টেলিপাড়ায়। অভিষেকের মতোই শার্লিও ব্রেকআপ হয়েছে কিছুদিন আগেই। আর এই দুই ভাঙা হৃদয়ই জোড়া লেগেছে বলে টেলিপাড়ায় জোর গুঞ্জন। সুরভীর সঙ্গে বিগত কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন অভিষেক। চলতি বছরের শেষেই বিয়ের কথাও ছিল দুজনের। কিন্তু তার আগেই ছিটকে গেলেন দুজনে। ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করেছেন তাঁরা। পুরনো ছবিগুলি আগে রেখে দিলেও বর্তমানে তাও মুছে ফেলেছেন।

আরও পড়ুন

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

অন্যদিকে সাত বছরের সম্পর্ক ভেঙেছে শার্লির। দীর্ঘদিনের প্রেমিক মৃত্যুঞ্জয়ের সঙ্গে পাকাপাকি ভাবে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। যদিও অভিষেক বা শার্লি দুজনের কেউই এই বিষয়ে মুখ খোলেননি। তবে জল্পনা আরও জোরদার হয় অভিষেকের একটি পোস্ট দেখে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিষেক লিখেছেন, ‘২০২৪ আমাকে তোমায় দিয়েছে, তাই এই বছরটাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি’। সেখানে ট্যাগ করা শার্লিকে। তাহলে কি এই পোস্টের মাধ্যমেই সিলমোহর দিলেন সম্পর্কে? যদিও সুরভীর সঙ্গে সম্পর্ক ভাঙার নেপথ্যে কারণ কি তা জানা যায়নি। 

Advertisement

এর আগে অভিষেক বসুর সঙ্গে নাম জড়িয়েছিল মিঠাই সিরিয়াল খ্যাত দিয়া মুখোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় তাঁদের অন্তরঙ্গ ছবি প্রায়ই শেয়ার করতেন তাঁরা। ২০২০ সালের ডিসেম্বর মাসেই তাঁদের প্রেম প্রকাশ্যে আনেন দিয়া ও অভিষেক। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সীমারেখা’-র সেটে দুজনের দেখা, সেখান থেকে বন্ধুত্ব। পরবর্তী কালে যা প্রেমে পরিণত হয়। ‘নেতাজি’ ধারাবাহিকেও একসঙ্গে কাজ করেছেন তাঁরা। কিন্তু কয়েক মাসের মধ্যেই তাঁদের সম্পর্কে ভাঙন দেখা দেয়। এরপরই অভিষের সম্পর্কে জড়ান সুরভীর সঙ্গে।  

 

Advertisement