Aindrila Sharma: 'মেয়েটা যখন জন্মাল, ধবধবে ফর্সা-মাথাভর্তি চুল,' ঐন্দ্রিলাকে মনে পড়ছে মায়ের

Aindrila Sharma: আজ বেঁচে থাকলে ২৬ বছরে পা দিতেন টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ ঐন্দ্রিলা শর্মা। দু'বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ঐন্দ্রিলা। ২০২২ সালের নভেম্বর মাসে অভিনেত্রী ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর পথে চলে যান। তাঁর মৃত্যুর খবর শুধু বিনোদন জগতেই নয় বরং তার বাইরেও মানুষের চোখে জল এনে দিয়েছে।

Advertisement
'মেয়েটা যখন জন্মাল, ধবধবে ফর্সা-মাথাভর্তি চুল,' ঐন্দ্রিলাকে মনে পড়ছে মায়েরঐন্দ্রিলা শর্মা
হাইলাইটস
  • আজ বেঁচে থাকলে ২৬ বছরে পা দিতেন টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ ঐন্দ্রিলা শর্মা।

আজ বেঁচে থাকলে ২৬ বছরে পা দিতেন টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ ঐন্দ্রিলা শর্মা। দু'বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ঐন্দ্রিলা। ২০২২ সালের নভেম্বর মাসে অভিনেত্রী ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর পথে চলে যান। তাঁর মৃত্যুর খবর শুধু বিনোদন জগতেই নয় বরং তার বাইরেও মানুষের চোখে জল এনে দিয়েছে। ঐন্দ্রিলার অনুরাগীদের মতোই তাঁর পরিবারও মেয়ের চলে যাওয়াকে মেনে নিতে পারেননি। ঐন্দ্রিলার অভাব সবচেয়ে বেশি অনুভব করেন তাঁর মা শিখা শর্মা। মেয়ে চলে যাওয়ার পর থেকেই তাঁর মা এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। 

এক সংবাদমাধ্যমকে ঐন্দ্রিলার মা শিখাদেবী জানিয়েছেন যে কলকাতার বাড়িতে সেভাবে কিছুই হবে না তবে বহরমপুরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করা হবে। ঐন্দ্রিলার ২৬ বছরের জন্মদিনে ২৬টি গাছ লাগানো হবে। বহরমপুরে অভিনেত্রীর মা যে নার্সিং ট্রেনিং স্কুলে রয়েছেন, সেখানেও ঐন্দ্রিলার জন্মদিন পালন করা হয়েছে। দুপুরবেলা সেই স্কুলের ছাত্রীদের খাওয়ানো হবে। প্রতি বছরই তাঁর জন্মদিন উপলক্ষ্যে পরিবারের তরফ থেকে বৃক্ষরোপনের উদ্যোগ নেওয়া হয়ে থাকে। 

ঐন্দ্রিলার মৃত্যুর পর এটা তাঁর দ্বিতীয় জন্মদিন। মা শিখা শর্মা জানিয়েছেন যে মেয়ে বেঁচে থাকতে প্রতিবছরই নিজের জন্মদিনের আয়োজন নিজেই করত। সকলকে নিয়ে মজা করে জন্মদিন কাটাত মেয়ে। ঐন্দ্রিলার জন্মের স্মৃতিও ভাগ করে নেন তিনি। শিখাদেবী এক সংবাদমাধ্যমকে বলেন যে, গত ২টো রাত ঘুমোতে পারেননি তিনি, মেয়ের জন্মের সময়ের কথা খালি মনে আসছে। হাসপাতাল থেকেই মা শিখাদেবীকে জানানো হয় যে ধবধবে ফর্সা, মাথাভর্তি চুল নিয়ে তাঁর ছোটমেয়ে জন্মেছে। মেয়ের মুখ দেখে অপারেশনের যন্ত্রণা ভুলে গিয়েছিলেন তিনি। তবে মেয়েকে বেশিদিন আর রাখতে পারলেন কই। একাদশ শ্রেণীতে পড়ার সময়ই ঐন্দ্রিলার শরীরে মারণরোগ ক্যান্সারের কথা জানা যায়। দুবার ক্যান্সারের সঙ্গে লড়াই করে ফিরে আসলেও শেষবার আর ফেরা হল না তাঁর। 

Advertisement

এখন বড় মেয়ে ঐশ্বর্যকে নিয়েই সময় কাটে মা শিখাদেবীর। দিদিও বোনকে খুব মিস করে। জন্মদিনে ঐন্দ্রিলার ছবি পোস্ট করে দিদি ঐশ্বর্য লিখেছেন, দিদিভাই খুব ভালোবাসে তোকে। এখন মেয়ের স্মৃতি বুকে আগলেই সময় কাটে মা শিখাদেবীর। শিখাদেবী নিজে ক্যানসারে আক্রান্ত। মেয়ে ঐন্দ্রিলার মতো তাঁরও দ্বিতীয়বার ক্যান্সার হয়েছে। ওরাল কেমো-থেরাপি চলছে তাঁরও। কিছুমাস আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনিও। ঐন্দ্রিলার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীরাও নিজেদের মতো করে পালন করছেন। 

POST A COMMENT
Advertisement