নতুন বছরের প্রথমদিনেই টেলি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার জানিয়েছিলেন যে মার্চ মাসেই তাঁদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে। আর সোমবার সপ্তাহের প্রথম দিনেই অনিন্দিতা ও সুদীপ জানালেন তাঁদের ঘরে রানি এল। ফুটফুটে কন্যার মা হলেন অনিন্দিতা। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করতেই তাঁকে শুভেচ্ছা জানালেন টলিপাড়ার একাধিক তারকারা। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে অনিন্দিতা-সুদীপের পরিবারের পক্ষ থেকে।
মেয়ের জন্মের খবর ভাগ করলেন অনিন্দিতা একটা ফোটো কার্ড শেয়ার করে। সেখানে একটা ছোট্ট বাচ্চার হার্ট। সঙ্গে একটা হার্ট ইমোজি। আর লেখা, ‘৩ মার্চ ২০২৫। সুদীপ ও অনিন্দিতা।’ সেখানে আরও লেখা, রানি এসেছে তাঁদের ঘরে। প্রেগন্যান্সি নিয়েই বহাল তবিয়তে শ্যুটিংয়ের কাজ করে গিয়েছেন অনিন্দিতা। তেঁতুলপাতা সিরিয়ালের সেটেই তাঁকে সাধ খাওয়ান সিরিয়ালের অন্যান্য কলা-কুশলীরা। এরপরই বিশ্রামে চলে যান অভিনেত্রী।
অনিন্দিতা ও সুদীপ দুজনেই ছোটপর্দার খুবই চেনা মুখ। তবে নেগেটিভ চরিত্রেই দুজনকে বেশি দেখা যায়। ২০২২ সালের ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন আইনত সই-সাবুদ করে বিয়ে করেন অনিন্দিতা-সুদীপ। দুজনেরই দ্বিতীয় বিয়ে। বিয়ের তিনবছরের মাথায় এই দম্পতির কোলে সন্তান এল। যদিও দম্পতি বেশ কয়েকটি পোষ্যর মা-বাবা। গর্ভাবস্থার ৮ মাস টানা কাজ করেছেন অনিন্দিতা। তাঁকে দেখা গিয়েছিল তেঁতুলপাতা ধারাবাহিকে। প্রসবের সপ্তাহখানেক আগে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এসে নেন কাজ থেকে বিরতি।
শেষ দিনের শ্যুট হওয়ার আগে, তেঁতুলপাতা টিমের পক্ষ থেকে আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল অনিন্দিতাকে। ছিল এলাহি আয়োজন। পাতে নানা ধরনের খাবার, মিষ্টি। সেই ছবিও হবু মা ভাগ করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগেই, অনিন্দিতা জানিয়েছিলেন সন্তানের দেখভালের জন্য কয়েকমাস কাজ থেকে ছুটি নেবেন। তবে খুব জলদিই ফিরবেন তিনি সেটে।