Anindita Raychaudhury: মেয়েকে সামনে আনলেন অনিন্দিতা, কী নাম রাখলেন একরত্তির?

Anindita Raychaudhury: টেলিপাড়ায় এখন সুখবরের জোয়ার। একের পর এক মা হওয়ার খবর এসেছে বছরের শুরুতেই। মার্চেই মা হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। আর সকলেই সুদীপ ও অনিন্দিতার মেয়েকে দেখতে ভীষণভাবে আগ্রহী হয়ে উঠেছিলেন।

Advertisement
মেয়েকে সামনে আনলেন অনিন্দিতা, কী নাম রাখলেন একরত্তির?অনিন্দিতা-সুদীপ
হাইলাইটস
  • টেলিপাড়ায় এখন সুখবরের জোয়ার।

টেলিপাড়ায় এখন সুখবরের জোয়ার। একের পর এক মা হওয়ার খবর এসেছে বছরের শুরুতেই। মার্চেই মা হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। আর সকলেই সুদীপ ও অনিন্দিতার মেয়েকে দেখতে ভীষণভাবে আগ্রহী হয়ে উঠেছিলেন। আর নববর্ষের দিনই মেয়েকে সামনে আনলেন তেঁতুলপাতা খ্যাত অভিনেত্রী। জানালেন একরত্তির নামও। 

মঙ্গলবার নববর্ষের সকালে অনিন্দিতা ও সুদীপ সন্তানের ছবি দিয়ে সকলকে শুভেচ্ছা জানান। মার্চেই তাঁদের ঘরে ফুটফুটে কন্যা আসে। আর এতদিন সন্তানকে সকলের চোখের আড়ালেই রেখেছিলেন এই দম্পতি। এবার একমাসের পুঁচকিকে সকলের সামনে নিয়ে এলেন। অনিন্দিতা যে ছবি শেয়ার করেছেন সেখানে দেখা গিয়েছে লাল ও সাদার কম্বিনেশনে ফ্রক পরে রয়েছে একরত্তি। ছোট ছোট হাত-পা, ছোট মাথা দেখা যাচ্ছে। তবে পুরো মুখ সামনে আনেননি সুদীপ ও অনিন্দিতা। 

মেয়ের ঝলক সামনে আনার পাশাপাশি একরত্তির নাম কী রেখেছেন তাঁরা সেটাও জানিয়েছেন। অনিন্দিতা লিখেছেন, আমাদের মেয়ে তিষ্যা। তিষ্যা ও পরিবারের পক্ষ থেকে সকলকে নববর্ষের আনন্দ, শান্তি, শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা ও শুভ কামনা। যদিও মেয়ের মুখের স্পষ্ট ছবি দিলেন না তেঁতুলপাতা অভিনেত্রী। তবে অল্পতেই খুশি নেটিজেনরা। সকলে ভালোবাসায় ভরাল রাজকুমারী তিষ্যাকে। অনিন্দিতা ও সুদীপের মেয়ে তিষ্যার নামের অর্থ হল শুভ, সৌভাগ্যবান। কথাটি সংস্কৃতি থেকে এসেছে। 

২০২২ সালের ২৬ জানুয়ারি সুদীপ সরকারের সঙ্গে বিয়ে সারেন অনিন্দিতা। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। আর বিয়ের ৩ বছরের মাথায় মা-বাবা হলেন তাঁরা। প্রেগন্যান্সি অবস্থাতেও অনেকদিন ধরে শ্যুটিং করেছেন অনিন্দিতা। সেটেই তাঁকে সাধের খাওয়া খাওয়ানো হয়। এরপর তিনি মাতৃত্বকালীন ছুটিতে চলে যান। এখনও তিনি ছুটিতেই রয়েছেন। মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। অনিন্দিতা এখন তেঁতুলপাতা সিরিয়ালে কাজ করছেন আর সুদীপকে দেখা যাচ্ছে ফুলকি সিরিয়ালে নেগেটিভ চরিত্রে।  

Advertisement

POST A COMMENT
Advertisement