Anindita Raychaudhury: সন্তান আসতে আর মাত্র একমাস, 'তেঁতুলপাতা'র সেটে জমজমাট অনিন্দিতার সাধ

Anindita Raychaudhury: টেলি দুনিয়ায় এখন সুখবরই সুখবর। একের পর এক অভিনেত্রীরা মা হচ্ছেন। কিছুদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। আর বছরের শুরুতেই সুখবর শোনালেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী ও অভিনেতা সুদীপ সরকার। তাঁদের কোলজুড়ে আসতে চলেছে নতুন সদস্য।

Advertisement
সন্তান আসতে আর মাত্র একমাস, 'তেঁতুলপাতা'র সেটে জমজমাট অনিন্দিতার সাধঅনিন্দিতা রায়চৌধুরী
হাইলাইটস
  • বছরের শুরুতেই সুখবর শোনালেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী ও অভিনেতা সুদীপ সরকার।

টেলি দুনিয়ায় এখন সুখবরই সুখবর। একের পর এক অভিনেত্রীরা মা হচ্ছেন। কিছুদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। আর বছরের শুরুতেই সুখবর শোনালেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী ও অভিনেতা সুদীপ সরকার। তাঁদের কোলজুড়ে আসতে চলেছে নতুন সদস্য। আর এই নিয়েই অনবরত শ্যুটিং করে চলেছেন অনিন্দিতা। তেঁতুলপাতা সিরিয়ালে তাঁকে দেখা যাচ্ছে। আর সিরিয়াল সেটেই তাঁর সাধের ব্যবস্থা করলেন কলাকুশলীরা। 

স্টার জলসার ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে অঞ্জলির চরিত্রে অভিনয় করছেন অনিন্দিতা। বাড়ির মেয়ে অর্থাৎ নায়কের পিসির চরিত্রে রয়েছেন তিনি। প্রেগন্যান্সিতে তৃতীয় পর্যায়েও শুটিং থেকে ছুটি নেননি অভিনেত্রী। সন্তান প্রসবের নির্ধারিত সময়ের আগে হাতে মাত্র এক মাস। তবে এই সময়ও বাড়িতে বসে না থেকে মনের আনন্দে কাজ করে চলেছেন। 'তেঁতুলপাতা' পরিবারে সকলের কাছে সাধ খেলেন হবু মা। মার্চেই সন্তান আসবে অনিন্দিতা ও সুদীপের। ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও চুটিয়ে শ্যুটিং করেছেন অনিন্দিতা।

‘তেঁতুলপাতা’ পরিবারের সহকর্মীরা শ্যুটিং ফ্লোরেই অনিন্দিতার সাধের অনুষ্ঠান উদযাপন করলেন। ধারাবাহিকের এই পরিবারের থেকে সাধ খেয়ে আবেগপ্রবণ অনিন্দিতা রায়চৌধুরী। অনিন্দিতার প্রিয় খাবার থালায় সাজিয়ে জমজমাট ভাবে হল সাধের অনুষ্ঠান। পাশাপাশি সকলেই শুভেচ্ছা জানালেন অনিন্দিতাকে। এক সংবাদমাধ্যমকে অনিন্দিতা বলেন, প্রচুর পদের আয়োজন করা হয়েছিল আমার জন্য।  পোলাও, ভেটকি পাতুরি, মৌরলা মাছ, মোচার কাটলেট, শাক ভাজা, মাটন, রসগোল্লা, চাটনি, পাপড়, পায়েস, সন্দেশ ও কেকও ছিল। শাক ভাজা কিন্তু 'ঝিল্লি' অর্থাৎ ঋতব্রতা বাড়ি থেকে নিয়ে এসেছিল। মৌরলা মাছ ও মাটন রান্না করে এনেছিলেন ঝুলনদি। সবাই মিলে আমাকে কতটা যত্নে রেখেছেন, আগলে রেখেছেন ভাষায় প্রকাশ করে বোঝাতে পারব না।    

এবার কয়েকদিনের জন্য শ্যুটিং থেকে বিরতি নিতে চলেছেন অভিনেত্রী, তবে সন্তান প্রসবের পরই আবার কাজে ফিরবেন তিনি। অন্যদিকে, মা হওয়া মানেই যে কাজে একেবারেই বাধা নয়, তা বলিউড- টলিউডের অভিনেত্রীরা বার বার প্রমাণ করে চলেছেন। ইয়ালিনী হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করে দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যদিও মেয়ে হওয়ার পর কাজ থেকে স্বেচ্ছায় কিছুদিনের বিরতি নিয়েছেন কোয়েল মল্লিক। অন্যদিকে, কিছুদিনেই মধ্যে অভিনেত্রী মানসী সেনগুপ্ত মা হতে চলেছেন। তিনিও জানিয়েছেন, সন্তান হওয়ার দু-তিন মাসের মধ্যেই কাজ শুরু করবেন।

Advertisement

POST A COMMENT
Advertisement