Anindita Raychaudhury: সদ্য মা হয়েছেন, এবার কন্যাকে সামনে আনলেন অনিন্দিতা

Anindita Raychaudhury: সদ্য মা হয়েছেন টেলি দুনিয়ার অন্যতম চেনা মুখ অনিন্দিতা রায়চৌধুরী। সোমবারই সকলের সঙ্গে তাঁর মা হওয়ার খবর শেয়ার করে নিয়েছিলেন। অনিন্দিতা ও সুদীপের কোল আলো করে এসেছে মেয়ে। এবার নারীদিবসের দিনই কন্যাকে সকলের সামনে নিয়ে এলেন এই তারকা দম্পতি।

Advertisement
সদ্য মা হয়েছেন, এবার কন্যাকে সামনে আনলেন অনিন্দিতাএকরত্তিকে সামনে আনলেন অনিন্দিতা
হাইলাইটস
  • সদ্য মা হয়েছেন টেলি দুনিয়ার অন্যতম চেনা মুখ অনিন্দিতা রায়চৌধুরী।

সদ্য মা হয়েছেন টেলি দুনিয়ার অন্যতম চেনা মুখ অনিন্দিতা রায়চৌধুরী। সোমবারই সকলের সঙ্গে তাঁর মা হওয়ার খবর শেয়ার করে নিয়েছিলেন। অনিন্দিতা ও সুদীপের কোল আলো করে এসেছে মেয়ে। এবার নারীদিবসের দিনই কন্যাকে সকলের সামনে নিয়ে এলেন এই তারকা দম্পতি। কার মতো দেখতে হয়েছে একরত্তিকে?

অনিন্দিতার কন্যার বয়স সবেমাত্র ৫দিন। শনিবার নারীদিবসের রাতে  ইনস্টাগ্রামে প্রথম মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অনিন্দিতা। ছবিতে সুদীপের কোলে তাঁদের সন্তানকে দেখা যায়। যদিও মেয়ের মুখ দেখা যায়নি। তাই একরত্তিকে কার মতো দেখতে হল তা বোঝার আপাতত উপায় নেই। তবে সন্তান হওয়ায় অনিন্দিতা ও সুদীপ দুজনেই যারপরনাই খুশি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে সুদীপ লিখেছেন, 'পারস্পরিক সম্মান, ভালোবাসা, একে অপরের পরিপূরক হয়ে যাওয়া, নারীদিবস, মানুষের মতো মানুষ হয়ে বাঁচা।'

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

বছরের গোড়াতেই অনিন্দিতা ও সুদীপ শুনিয়েছিলেন এই সুখবরের কথা। তবে কাজ থেমে ছিল না অনিন্দিতার। এই মুহূর্তে তিনি তেঁতুলপাতা সিরিয়ালে অভিনয় করছেন। সেটেই অভিনেত্রীর সাধ খাওয়ানোর বন্দোবস্ত করেন তাঁর অন্যান্য সহ-অভিনেতা, অভিনেত্রীরা। এলাহিভাবে সাধ দেওয়া হয় অনিন্দিতার। এরপরই অভিনেত্রী মাতৃত্বকালীন ছুটিতে চলে যান। ৩ মার্চ তাঁদের ঘরে এসেছে রানীর মতো ফুটফুটে কন্যা। সম্প্রতি অনিন্দিতা শেয়ার করেছেন তাঁর প্রেগন্যান্সি ফটোশ্যুট। যেখানে অভিনেত্রী পরে রয়েছেন কালো রঙের বডি হাগিং ড্রেস, বেবিবাম্প একেবারে স্পষ্ট। সঙ্গে রয়েছেন স্বামী সুদীপ, তাঁর হাত অনিন্দিতার বেবিবাম্পের ওপর। 

অনিন্দিতার কোলে ফুটফুটে কন্যা সন্তানকে দেখে সুদীপের মনের সাধপূরণ হল সে কথা বলার অপেক্ষাই রাখে না। নতুন সদস্যকে ঘিরে এখন আনন্দে ডগমগ সুদীপ-অনিন্দিতার পরিবার। ২০২২ সালে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারি বিয়ে করেন অনিন্দিতা রায়চৌধুরি আর সুদীপ সরকার। তিন বছর পর টলিউড দম্পতির কোলে তাঁদের প্রথম সন্তান আসে। যদিও দম্পতি বেশ কয়েকটি পোষ্যর মা-বাবা। গর্ভাবস্থার ৮ মাস টানা কাজ করেছেন অনিন্দিতা। এবার কিছুদিনের বিরতি, সন্তানকে সময় দেওয়া। তারপর ফের কাজে ফিরবেন অনিন্দিতা।   

Advertisement

POST A COMMENT
Advertisement