Tollywood Gossip: সাদা অন্তর্বাস...এলানো শরীর, বসন্তে তাপ বাড়ালেন এই টলি নায়িকা

Tollywood Gossip: বরাবরই ছকভাঙা রূপে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। সকলে যেদিকে চলেন সাধারণত তার উল্টো পথেই হাঁটতে ভালোবাসেন অভিনেত্রী। পেশাগত থেকে ব্যক্তিগত সবটাই একেবারে নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ অঙ্কিতা।

Advertisement
সাদা অন্তর্বাস...এলানো শরীর, বসন্তে তাপ বাড়ালেন এই টলি নায়িকাকে এই অভিনেত্রী?
হাইলাইটস
  • বরাবরই ছকভাঙা রূপে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী।

বরাবরই ছকভাঙা রূপে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। সকলে যেদিকে চলেন সাধারণত তার উল্টো পথেই হাঁটতে ভালোবাসেন অভিনেত্রী। পেশাগত থেকে ব্যক্তিগত সবটাই একেবারে নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ অঙ্কিতা। নয় নয় করে ১৮টা বছর কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। বাংলাতে কাজ করার পর এখন অঙ্কিকা থিতু হয়েছেন মুম্বইতে। সেখানেই কাজ করছেন চুটিয়ে। আর তারই মাঝে বসন্তের সন্ধ্যায় ধরা দিলেন বোল্ড লুকে। 

সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতা সাহসী ছবি পোস্ট করতে কোনও সময়ই দ্বিধাবোধ করেন না। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যাবে একাধিক সিজলিং ও বোল্ড লুকের ছবি। এবারেও তার ব্যতিক্রম কিছু হল না। অঙ্কিতা যে ছবি পোস্ট করেছেন সেগুলো সবই সাদা কালো। সোফায় শুয়ে রয়েছেন অঙ্কিতা আর তাঁর পরনে সাদা নেটের ব্রা-প্যান্টি। সোফায় অভিনেত্রীর কিলার পোজ পাগল করে দেবে। আবার কখনও বা জানলায় উদাস নজরে তাকিয়ে অভিনেত্রী। এই ছবির ক্যাপশনে অঙ্কিতা লেখেন, 'যেখানে সূর্যাস্তের রং ধূসর।'

 

 

২০১৫-তে 'ইষ্টি কুটুম' ধারাবাহিকের অন্যতম কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তারপর বহু বছর টিভির পর্দা থেকে দূরেই ছিলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। এরপর ইন্দ্রাণী ধারাবাহিকের হাত ধরে প্রধান চরিত্রে ফেরেন অভিনেত্রী। ১৮ বছর অভিনয় জগতের সঙ্গে যুক্ত অঙ্কিতা। একাধিক সিরিয়ালে তাঁর অভিনয় বেশ প্রশংসিত। তাঁকে এই মুহূর্তে দেখা যাচ্ছে ঝনক সিরিয়ালে। স্বামী প্রান্তিককে ছেড়ে মুম্বইতেই থাকছেন অঙ্কিতা। মাঝে মধ্যেই তাঁর মুম্বইয়ের একার সংসারের ঝলক ভেসে ওঠে সোশ্যাল মিডিয়া পেজে। 

থিয়েটার থেকে অভিনয়ের সফর শুরু অঙ্কিতার। ইষ্টি কুটুম সিরিয়ালে টানা ৪ বছর অভিনয় করেন অঙ্কিতা। এই সিরিয়ালে কমলিকা চরিত্রটি দারুণভাবে জনপ্রিয় হয়েছিল।  পরিচালক অঞ্জন দত্তের সঙ্গে ৬টি প্রজেক্টে কাজ করে ফেলেছেন অঙ্কিতা। টেলি পাড়ায় সেনসেশনাল অভিনেত্রী বলেই পরিচিত অঙ্কিতা। সমাজের সব নিয়ম-কানুন মানতে নারাজ অভিনেত্রী। অভিনেতা প্রান্তিকের সঙ্গে চুটিয়ে প্রেমটা করলেও বিয়ে আচমকাই করে বসেন তিনি। বাংলায় ইন্দ্রণী সিরিয়ালে শেষবারের মতো কাজ করেন অঙ্কিতা।

Advertisement

POST A COMMENT
Advertisement