scorecardresearch
 

Debchandrima Singha Roy: 'হাতে কোনও সিরিয়াল নেই, এত টাকা!' দেবচন্দ্রিমার বালি-ট্রিপের ছবিতে ব্যাপক ট্রোলিং

Debchandrima Singha Roy: ছোটপর্দার পরিচিত মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। বেশ কিছু বাংলা সিরিয়ালে কাজ করলেও অভিনেত্রী জনপ্রিয়তা পান সাঁঝের বাতি ও সাহেবের চিঠি সিরিয়ালের মাধ্যমে। যদিও সাহেবের চিঠি সিরিয়ালের পর আর কোনও ধারাবাহিকেই অভিনেত্রীকে দীর্ঘদিন দেখা যায়নি। অথচ তাঁর বিলাসবহুল জীবনযাত্রা দেখলে থ হয়ে যাবেন।

Advertisement
দেবচন্দ্রিমা সিংহ রায় দেবচন্দ্রিমা সিংহ রায়
হাইলাইটস
  • ছোটপর্দার পরিচিত মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। বেশ কিছু বাংলা সিরিয়ালে কাজ করলেও অভিনেত্রী জনপ্রিয়তা পান সাঁঝের বাতি ও সাহেবের চিঠি সিরিয়ালের মাধ্যমে।

ছোটপর্দার পরিচিত মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। বেশ কিছু বাংলা সিরিয়ালে কাজ করলেও অভিনেত্রী জনপ্রিয়তা পান সাঁঝের বাতি ও সাহেবের চিঠি সিরিয়ালের মাধ্যমে। যদিও সাহেবের চিঠি সিরিয়ালের পর আর কোনও ধারাবাহিকেই অভিনেত্রীকে দীর্ঘদিন দেখা যায়নি। অথচ তাঁর বিলাসবহুল জীবনযাত্রা দেখলে থ হয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ভক্তদের কাছাকাছি থাকার ট্রিকসটা বেশ ভালোই জানেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। চলতি বছরে হোমস্টে মাডার্স-এর মাধ্যমে ওয়েব দুনিয়ায় পা রেখেছেন  দেবচন্দ্রিমা। তবে এখন তিনি শহরে নেই। বরং ঘুরে বেড়াচ্ছেন লাক্ষাদ্বীপ-বালিতে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি-ভিডিও পোস্ট হতেই ট্রোলের মুখে সাহেবের চিঠি-র নায়িকা। 

কখনও বিচের ধারে স্বল্প পোশাকে, আবার ক্রুজে আলগা গায়ে শুয়ে, আবার কখনও বা রাতের পার্টিতে মত্ত হয়ে ঘুরছেন নায়িকা। বালি ও লাক্ষাদ্বীপ থেকে প্রচুর ছবি শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। আর এটা যে বেশ অনেকদিনের ট্যুর, তা ছবি-ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। আর এই নিয়েই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন। এর আগে মুম্বই থেকে গোয়া এবং লাক্ষাদ্বীপের পুরো খরচ শেয়ার করেছিলেন তিনি। আর তা দেখে কপালে চোখ উঠেছে অনেকেরই। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Debchandrima❣️ (@debchandrima_official)

ছোট পর্দায় তাঁকে দেখা যাচ্ছে না ঠিকই। তবে টলি সুপারস্টার জিতের সঙ্গে বড় পর্দায় কাজ করবেন। জিৎ-রুক্মিণী জুটির নতুন ছবি বুমেরাং-এ দেখা যাবে দেবচন্দ্রিমাকে। এর আগে দেবের সঙ্গে কিশমিশ ছবিতেও দেখা গিয়েছিল দেবচন্দ্রিমাকে।  

Advertisement

সাগরপাড়ে কানে হেডফোন গুজে কাউচে বসে রল্যাক্স মুডে লেন্সবন্দি হয়েছেন দেবচন্দ্রিমা। নানা মুডে ধরা দিয়েছেন অভিনেত্রী। দেবচন্দ্রিমার গোয়া ট্রিপের ডিটেইল শেয়ার করেছেন নিজের ইনস্টা হ্যান্ডেলে মুম্বই থেকে গোয়া ঘুরে এসেছেন। ছিলেন লাক্সারিয়াস রিসর্টে। নিজেই জানিয়েছেন এই ট্যুরের জন্য খরচ হয়েছে ৫৫ হাজার। আর ট্রিপ শেষ হতে না হতেই নায়িকা ফের বালি উড়ে গেলেন। স্বাভাবিকভাবেই তাঁর এই ধরনের বিলাসবহুল জীবন কাটানোর পিছনে চাবিকাঠি কী তা অনেকেই কৌতুহলবশত জানতে চাইছেন। 

দেবচন্দ্রিমা তো মাত্র দু-একটি সিরিয়ালে কাজ করেছেন। তাহলে প্রায়ই এত ঘুরতে যাওয়ার টাকা কোথা থেকে পান। এক নেটিজেনের প্রশ্ন, 'এরা এত পয়সা কোথা থেকে পায়।' নেটপাড়ার এক সদস্য লিখেছেন, 'দিদি দুটো একটা সিরিয়াল করে এত টাকা কী করে আয় কর? আগে সেই ডিটেইলটা দাও।' এর আগেও নভেম্বরে নিজের দুই পোষ্যর জন্মদিনও এলাহিভাবে করে কটাক্ষের মুখে পড়েছিলেন দেবচন্দ্রিমা। 

আরও পড়ুন

Advertisement