টেলিপাড়ায় ভীষণভাবে পরিচিত অভিনেত্রী মানসী সেনগুপ্ত। 'নিম ফুলের মধু' সিরিয়ালের দৌলতে মানসী ওরফে মৌমিতার জনপ্রিয়তা একেবারেই কম নয়। বর্তমানে মানসীকে দেখা যাচ্ছে 'কোন গোপনে মন ভেসেছে' সিরিয়ালে। তবে এরই মাঝে মানসীর নতুন এক সুখবরের সরগরম টেলিপাড়া। দ্বিতীয়বার মা হতে চলেছেন মানসী। যদিও নিজে মুখে সেটা স্বীকার করেননি। তবে সম্প্রতি অভিনেত্রী দুটি ছবি পোস্ট করেছেন, আর সেখানেই বোঝা গেল তিনি প্রেগন্যান্ট।
এমনিতে মানসীর স্টাইম স্টেটমেন্ট আপনার চোখ ধাঁধিয়ে দেবে। ছবিতে মানসীকে খুব হাল্কা রঙের বডিকন ড্রেসে দেখা গিয়েছে। চুল খোলা আর চোখে সানগ্লাস। পোশাকের মধ্যে থেকে বেবি বাম্প একেবারে স্পষ্ট। গাড়ির সামনে দঁড়িয়ে ছবি তুলেছেন অভিনেত্রী। একহাত দিয়ে বেবি বাম্প ধরে আছেন তিনি। এই ছবি পোস্ট করতেই তাঁকে অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন সকলে। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে থেকেই মানসীর দ্বিতীয়বার মা হওয়ার খবর শোনা যাচ্ছিল। তবে এই নিয়ে নিজের মুখে কিছুই বলেননি অভিনেত্রী। অপেক্ষা করছিলেন সঠিক সময়ের।
এক সংবাদমাধ্যমের কাছেই মানসী স্বীকার করেছিলেন যে তিনি প্রেগন্যান্ট। মানসীর আগেই একটি কন্যা রয়েছে। তাকে বড় করে তোলা থেকে তার সঙ্গে নানান মুহূর্তের ভিডিও-ছবি সব শেয়ার করে থাকেন তিনি। এই প্রেগন্যান্সি অবস্থাতেই নতুন সিরিয়ালের কাজ শুরু করেছেন মানসী। তিনি জানিয়েছেন যে যতদিন পারবেন তিনি কাজ চালিয়ে যাবেন তারপর বিশ্রাম নেবেন। কবে আসছে নতুন অতিথি? মানসী জানিয়েছেন, নতুন বছরেই দ্বিতীয় সন্তান আসছে মানসীর বাড়িতে। প্রসঙ্গত, শুধুমাত্র ধারাবাহিকে অভিনয়ের জন্যই নয়, সোশ্যাল মিডিয়ায় তাঁর নানা রিলস, ভিডিয়োর জন্যও জনপ্রিয়তা তুঙ্গে। মানসীর বোল্ড ইমেজ রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ছ্যাঁকা লাগায়।
যদিও দুবছর আগে মানসী দিদি নম্বর ১-এসে জানিয়েছিলেন যে তিনি তাঁর স্বামীর প্রতি কোনও টান অনুভব করেন না। তার অন্যতম কারণ ছিল মানসীকে কাজের জন্য মুম্বই থাকতে হচ্ছিল। তিনি সেখানে 'মোসে ছল কিয়া যায়ে' আর 'বন্নি চাও হোম ডেলিভার' এই দুই ধারাবাহিকে কাজ করছিলেন খলনায়িকার চরিত্রে। আর মানসীর স্বামী থাকতেন কলকাতায়। আর সেই কারণেই একে-অপরের প্রতি টান ছিল না, যার কারণ দুরত্ব। তবে মানসী এরপর কলকাতায় ফিরে আসেন এবং মনে করা হচ্ছে স্বামীর সঙ্গে সব দুরত্ব এবার মিটে গিয়েছে। নিম ফুলের মধু সিরিয়ালে তাঁর নেগেটিভ চরিত্র মৌমিতা বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার মানসীকে দেখা যাচ্ছে কোন গোপনে মন ভেসেছে অহনা চরিত্রে।