অসুস্থ রণিতা দাসবহু বছর পর টেলিভিশনের পর্দায় ফিরেছেন রণিতা দাস, যিনি 'বাহা' নামেই সকলের কাছে আজও পরিচিত। এখন তাঁকে দেখা যাচ্ছে 'ও মোর দরদিয়া' সিরিয়ালে। কিন্তু হঠাৎ করেই শ্যুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন রণিতা। প্রথমে মাথা ব্যথা শুরু হয়, যা ওষুধ খেয়েও কমেনি। সেটে আরও অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
জানা গিয়েছে, মঙ্গলবার শ্যুটিং সেটে অসুস্থ হয়ে যাওয়ার পর মাথা ব্যথা শুরু হয়, ইঞ্জেকশনেও যা কমে না। এরপর বমি করতে শুরু করেন রণিতা। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গিয়েছে। তবে এখন কিছুটা সুস্থ তিনি। শুধু কিছু পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে থাকতে হবে। ইতিমধ্যে রণিতার বেশ কিছু পরীক্ষা হয়ে গিয়েছে। রিপোর্ট স্বাভাবিক।
মাথায় কষ্ট হওয়ার কারণে বুধবার এমআরআই হওয়ার কথা আছে। এমনি ভাল আছেন তিনি, কথাও বলছেন সকলের সঙ্গে। বাকি পরীক্ষার রিপোর্ট আসার অপেক্ষায় সকলে। গত বছরই রণিতা টেলিভিশনে ফেরেন। এর আগে তাঁকে দেখা গিয়েছিল ইষ্টি কুটুম ধারাবাহিকে। কিন্তু সেই সিরিয়ালও তাঁকে মাঝপথে ছাড়তে হয়। এরপর দীর্ঘ ১০ বছর টেলিভিশনের বাইরে ছিলেন রণিতা। ও মোর দরদিয়া সিরিয়ালের মাধ্যমেই কামব্যাক করেন অভিনেত্রী।
টেলিভিশন জগতে তিনি পরিচিত 'বাহামণি' নামেই। ইষ্টি কুটুম সিরিয়াল তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। কিন্তু মাঝপথেই তাঁকে বাহার চরিত্র থেকে সরতে হয়। বাংলা ধারাবাহিকের জগতে অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। একসময় তাঁর অভিনয়ের চর্চা ছড়িয়ে পড়েছিল গোটা টলিপাড়ায়। সেইসময় অভিনেতা ঋষি কৌশিকের বিপরীতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল গোটা টলিপাড়াকে। কিন্তু হঠাৎ করেই তাঁকে ইষ্টি কুটুম ধারাবাহিক ছাড়তে হয়েছিল। সেইসময় যদিও ইষ্টি কুটুম ধারাবাহিকের প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছিল শুটিং করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি তাই তিনি ধারাবাহিক ছেড়ে দেন। অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন শারীরিক অসুস্থতার কারণেই ধারাবাহিক থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন তিনি।
তবে বাংলা ধারাবাহিকের শ্যুটিংয়ে অনেকটা সময় ব্যয় করতে হয় প্রধান মুখদের। শরীরের যত্ন নেওয়ার সুযোগ পাওয়া যায় না সব সময়ে। টানা ঘণ্টার পর ঘণ্টা চলে শ্যুটিংয়ের কাজ। এর আগে দিতিপ্রিয়া রায়, জিতু কমল সহ একাধিক তারকাদের সেটে অসুস্থ হয়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল। তাঁরাও বিরতি নিয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণে।