Roosha Chatterjee: বিয়ের পর অভিনয় ছেড়েছিলেন, ২ বছর পর পর্দায় কামব্যাক রুশার

Roosha Chatterjee: একটা সময় টেলিপাড়ার জনপ্রিয় নায়িকা ছিলেন রুশা চট্টোপাধ্যায়। 'তোমায় আমায় মিলে' ঊষসী নামেই ঘরে ঘরে পরিচিত ছিলেন রুশা। এছাড়াও ওগো বধূ সুন্দরী সিরিয়ালে ঋতাভরীর বোনের চরিত্রে অভিনয় করেও সকলের মন জয় করেছিলেন অভিনেত্রী। সেই এক বছরের বেশি দীর্ঘ অভিনয় কেরিয়ারে ইতি টেনে ২০২৩ সালের ১৯ জানুয়ারি বিয়ে করে নেন অভিনেত্রী।

Advertisement
বিয়ের পর অভিনয় ছেড়েছিলেন, ২ বছর পর পর্দায় কামব্যাক রুশাররুশা চট্টোপাধ্যায়
হাইলাইটস
  • একটা সময় টেলিপাড়ার জনপ্রিয় নায়িকা ছিলেন রুশা চট্টোপাধ্যায়।

একটা সময় টেলিপাড়ার জনপ্রিয় নায়িকা ছিলেন রুশা চট্টোপাধ্যায়। 'তোমায় আমায় মিলে' ঊষসী নামেই ঘরে ঘরে পরিচিত ছিলেন রুশা। এছাড়াও ওগো বধূ সুন্দরী সিরিয়ালে ঋতাভরীর বোনের চরিত্রে অভিনয় করেও সকলের মন জয় করেছিলেন অভিনেত্রী। সেই এক বছরের বেশি দীর্ঘ অভিনয় কেরিয়ারে ইতি টেনে ২০২৩ সালের ১৯ জানুয়ারি বিয়ে করে নেন অভিনেত্রী। শুধু তাই নয়, বিয়ের পর অভিনয় কেরিয়ারে ইতি টেনে স্বামীর সঙ্গে বিদেশে থাকতে শুরু করেন। দুবছর পর ফের কামব্যাক করছেন রুশা ছোটপর্দায়।

কোন সিরিয়ালে দেখা যাবে রুশাকে? না কোনও নতুন সিরিয়াল নয় বরং পুরনো সিরিয়াল 'তোমায় আমায় মিলে' নতুন করে সম্প্রচার করা হবে স্টার জলসায়। ১০ ফেব্রুয়ারি, সোমবার থেকে দেখানো হবে এই সিরিয়ালটি। ২০১৩ সালে শুরু হয়েছিল ঘরে-বাইরে 'ঊষসী'র লড়াইয়ের গল্প। তার পাশে সবসময় থাকত 'নিখিল'। শুধু স্বামী হিসাবে নয়, একজন ভাল বন্ধু হিসাবে 'ঊষসী'র পাশে থেকেছে 'নিখিল'। স্টার জলসার পর্দায় ফুটে উঠেছিল 'ঊষসী-নিখিল'-এর ভালবাসার গল্প। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

সেই সময় ঊষসী ও নিখিলের রসায়ন দর্শক মনে জায়গা করে নিয়েছিল দারুণভাবে। প্রায় ১২ বছর পর স্টার জলসায় ফিরছে এই ধারাবাহিক। দর্শকরা ফের দেখতে পাবেন প্রিয় 'ঊষসী-নিখিল'-এর গল্প। এই দুই মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল রুশা চট্টোপাধ্যায় ও ঋজু বিশ্বাসকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তুলিকা বসু, দেবদূত ঘোষ, দোলন রায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। এই ধারাবাহিকের মাধ্যমে দর্শকের থেকে বিপুল ভালোবাসা কুড়িয়েছিলেন ঋজু-রুশা। এই মেগাতেই প্রথমবার জুটি বেঁধেছিলেন তাঁরা। 

অভিনয় জগতকে টা টা জানিয়ে রুশা এখন মন দিয়ে সংসার করছেন। মার্কিন মুলুকনিবাসী পাত্রকে বিয়ে করে ১৩ বছরের অভিনয় কেরিয়ারকে বিদায় জানিয়েছিলেন রুশা। তাঁর স্বামীর নাম অনুরণ রায়চৌধুরী, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মাইক্রোসফটে চাকরি করেন, সেই সূত্রেই সিয়াটেলে থাকেন অনুরণ। কাউকে কিচ্ছুটি না জানিয়ে ২০২২ সালেই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন রুশা-অনুরণ। সামাজিক বিয়ের দিন কয়েক আগেই সুখবর প্রকাশ্যে এনেছিলেন রুশা। তবে সোশ্য়াল মিডিয়া পেজটি রুশার একেবারেই প্রাইভেট করা। নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখার জন্যই এই সিদ্ধান্ত অভিনেত্রীর।   

Advertisement

POST A COMMENT
Advertisement