Rupsa Chatterjee: বেবিবাম্প আগলে চুটিয়ে নাচ রূপসার, কবে আসছে সন্তান? VIDEO

Rupsa Chatterjee: অক্টোবরে বিয়ে করেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার। আর বিয়ের কিছুদিনের মধ্যেই রূপসা-সায়নদীপ শুনিয়েছেন তাঁদের জীবনের সুখবর। মা হতে চলেছেন রূপসা। আগামী বছর তাঁদের জীবনে আসবে নতুন অতিথি। বিয়ের কয়েকদিনের মাথায় প্রেগন্যান্সির খবর শোনানোর পর ট্রোলের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

Advertisement
বেবিবাম্প আগলে চুটিয়ে নাচ রূপসার, কবে আসছে সন্তান? VIDEOরূপসা চট্টোপাধ্যায়
হাইলাইটস
  • অক্টোবরে বিয়ে করেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার।

অক্টোবরে বিয়ে করেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার। আর বিয়ের কিছুদিনের মধ্যেই রূপসা-সায়নদীপ শুনিয়েছেন তাঁদের জীবনের সুখবর। মা হতে চলেছেন রূপসা। আগামী বছর তাঁদের জীবনে আসবে নতুন অতিথি। বিয়ের কয়েকদিনের মাথায় প্রেগন্যান্সির খবর শোনানোর পর ট্রোলের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। তবে পুরনো ধ্যান-ধারণাকে ছেড়ে দিয়ে রূপসা একেবারে মন খুলে এই মাতৃত্বকালীন দিনগুলোকে উপভোগ করছেন। আর সেই ছবি ধরা পড়ল অভিনেত্রীর ইনস্টাগ্রামের পেজে। 

সম্প্রতি রূপসা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি রিল পোস্ট করেছেন।  পরনে ঢোলা ডেনিম ট্রাউজ়ার আর সাদা হুডি। কোমরে ডান দিক থেকে উঁকি দিয়েছে ট্যাটুও। বেবি বাম্প এখনও খুব একটা হয়নি, তবে অল্পই দেখা যাচ্ছে। ক্যাপশনে রূপসা নিজেই লিখেছেন, “আমার ‘বেবি বাম্প’-এর সঙ্গে ট্রেন্ডিং গান”। এর পর একটি লাল হৃদয় এবং একটি ‘ইভিল আই’-এর ইমোজি দিয়েছেন অভিনেত্রী।

রূপসা ছোট থেকেই নাচতে ভীষণভাবে ভালোবাসেন। আর নাচের মধ্যেই তিনি তাঁর সব আনন্দ খুঁজে পান। খুব অল্পই বেবি বাম্প দেখা যাচ্ছে রূপসার। বাড়িতে নতুন অতিথি আসছে, তাই তার প্রস্তুতি তুঙ্গে। আপাতত খানিক বিশ্রামেই রয়েছেন তিনি। কিন্তু নাচানাচি করতে কোনও অসুবিধা নেই। রূপসা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তাঁকে ডাক্তার কোনও কিছু করতে নিষেধ করেননি। ফলে অভিনেত্রী মনের আনন্দে নাচেন তবে ভারী কাজ করায় নিষেধাজ্ঞা রয়েছে। খাওয়া-দাওয়াও করছেন চিকিৎসকের পরামর্শ মেনে। 

অক্টোবরেই রাজকীয়ভাবে বিয়ে সারেন রূপসা তাঁর দীর্ঘদিনের প্রেমিক সায়নদীপ সরকারকে। আইনি বিয়েটা সেরে ফেলেছিলেন বছর দুয়েক আগে। তারপর থেকেই রূপসা ও সায়নদীপের সামাজিক বিয়ে ঘিরে কৌতুহল ছিল সকলের। চলতি বছর অক্টোবরে সাত পাক ঘুরেছেন প্রথা মেনে। তার এক মাসের মধ্যেই ঘোষণা করেছিলেন, মা-বাবা হতে চলেছেন তাঁরা। দিনকয়েক আগে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় তাঁর শীতের সকালে স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার কিছু আদুরে মুহূর্ত ভাগ করেছিলেন রূপসা। নতুন মানুষ আসার আগে জীবনের এই মুহূর্তটা ভীষণ ভাবে উপভোগ করছেন তিনি। 

Advertisement

POST A COMMENT
Advertisement