
হাসপাতালে ভর্তি টুম্পা অটোওয়ালি সিরিয়াল খ্যাত অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়। সৈরিতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর হাসপাতালে ভর্তি থাকার এক ঝলক শেয়ার করেছেন। আপাতত তিনি এই সিরিয়ালের শ্যুটিং করছেন না। তাঁকে পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসকরা। শুক্রবারই তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
তবে এক সংবাদমাধ্যমকে সৈরিতি জানিয়েছেন যে তিনি এখন অনেকটাই সুস্থ আছেন। কী হয়েছে অভিনেত্রীর? সৈরিতি জানিয়েছেন যে তিনি বৃহস্পতিবার আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। চোখ খুলতে পারছিলেন না। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মেয়ে বাড়িতে আছে। যত তাড়াতাড়ি সুস্থ হয়ে মেয়ের কাছে ফিরতে চান সৈরিতি। তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। অভিনেত্রী জানান যে পেট ভাল না থাকার জন্য ওষুধ খেয়েছিলেন তারপরই এই বিপত্তি দেখা যায়। সৈরিতি জানিয়েছেন যে ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল তাঁর। তবে এখন অনেকটাই সুস্থ তিনি।
অসুস্থতার জন্য শ্যুটিং বন্ধ রেখেছেন তিনি। মেয়ে হওয়ার জন্য ছোটপর্দা থেকে বেশ কিছুদিন দূরে থাকলেও বর্তমানে চুটিয়ে ছোটপর্দায় অভিনয় করছেন সৈরিতি। কিছুদিন আগেই পুলের জলে মজা করতে দেখা গিয়েছিল সৈরিতিকে। আপাতত কাজের টেনশন ভুলে হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন তিনি। সঙ্গে রয়েছেন স্বামী ও পরিবারের সবাই।
টেলি দুনিয়ায় সৈরিতি বেশ পরিচিত এক মুখ। ঠিক যেন লাভস্টোরি সিরিয়াল দিয়ে সৈরিতি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। এরপর নাগলীলায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী। মা হওয়ার পর লীনা গঙ্গোপাধ্যায়ের দেশের মাটি সিরিয়ালে কামব্যাক করেন। এখন টুম্পা অটোওয়ালি সিরিয়ালে দেখা যাচ্ছে সৈরিতিকে।