scorecardresearch
 

Arnab Banerjee: ঈপ্সিতার সঙ্গে বিচ্ছেদ, ফের নতুন সম্পর্কে জড়ালেন নাকি অর্ণব?

Arnab Banerjee: টেলিপাড়ায় এখ মন ভাঙা-গড়ার খেলা চলছে। ২০২২ সালেই আইনি বিয়ে সেরেছিলেন ঈপ্সিতা মুখোপাধ্যায় ও অর্ণব বন্দ্যোপাধ্যায়। সামাজিকভাবে বিয়েও করবেন বলে ঠিক করে নিয়েছিলেন। কিন্তু তার মাঝেই সবকিছু বদলে গেল। আইনি বিয়ে আর এগোলো না সামাজিক বিয়ে পর্যন্ত।

Advertisement
ফের সম্পর্কে জড়ালেন অর্ণব? ফের সম্পর্কে জড়ালেন অর্ণব?
হাইলাইটস
  • ২০২২ সালেই আইনি বিয়ে সেরেছিলেন ঈপ্সিতা মুখোপাধ্যায় ও অর্ণব বন্দ্যোপাধ্যায়।

টেলিপাড়ায় এখ মন ভাঙা-গড়ার খেলা চলছে। ২০২২ সালেই আইনি বিয়ে সেরেছিলেন ঈপ্সিতা মুখোপাধ্যায় ও অর্ণব বন্দ্যোপাধ্যায়। সামাজিকভাবে বিয়েও করবেন বলে ঠিক করে নিয়েছিলেন। কিন্তু তার মাঝেই সবকিছু বদলে গেল। আইনি বিয়ে আর এগোলো না সামাজিক বিয়ে পর্যন্ত। তার আগেই অর্ণব-ঈপ্সিতা বিচ্ছেদ করে নিলেন। আর এই বিচ্ছেদ ঘোষণার পর তাঁদের ভক্তদের মনও যে ভেঙেছে তা আর নতুন করে বলার কিছুই নেই। আর এই বিচ্ছেদের কিছুদিনের মধ্যেই অর্ণব নাকি ফের সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যাচ্ছে। 

শোনা যাচ্ছে, অর্ণব নাকি সম্পর্কে জড়িয়েছেন মডেল শাশ্বতী বসুর সঙ্গে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শাশ্বতীর সঙ্গে ছবি পোস্ট করেও অর্ণব তা সরিয়ে দেন। মডেল শাশ্বতী বাসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেন অর্ণব। কিছুক্ষণ পর অবশ্য তা মুছে দেন। শাশ্বতীর সোশ্যাল মিডিয়া পেজেও তাঁদের একসঙ্গে কোনও ছবি পোস্ট করা নেই। তবে হঠাৎ ছবি পোস্ট করে তা সরিয়ে কেন দিলেন অর্ণব, তা এখনও স্পষ্ট নয়। তবে সম্ভবত এইমুহূর্তে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনতে চাইছেন না অর্ণব এবং শাশ্বতী। আর সেই কারণেই ছবি সরিয়ে দিয়েছেন তাঁরা। 

ধারাবাহিকে একসঙ্গে কাজ করার মাধ্যমেই কাছাকাছি আসেন অর্ণব-ঈপ্সিতা। এরপর বেশ কিছু বছর চুটিয়ে প্রেম করার পর তাঁরা আশীর্বাদ ও আইনি বিয়ে সারেন। মাঝে অর্ণব-ঈপ্সিতার মধ্যে মনোমালিন্য দেখা দিলেও পরে আবার তা ঠিকঠাক হয়ে যায়। কিন্তু এর কিছুদিনের মধ্যেই অর্ণব-ঈপ্সিতা বিচ্ছেদের কথা ঘোষণা করেন। তবে কী কারণে এই দুরত্ব, তা জানা যায়নি। যদিও এই জুটিকে খুবই পছন্দ করতেন দর্শকেরা।

আরও পড়ুন

অর্ণব ও ঈপ্সিতা একসঙ্গে শেষবারের মতো কাজ করেন জল থই থই ভালোবাসা সিরিয়ালে।  প্রসঙ্গত, এই মুহূর্তে ঈপ্সিতাকে কোনও ধারাবাহিকে দেখা না গেলেও অর্ণবকে দর্শকেরা দেখতে পাচ্ছেন স্টার জলসার ‘হর গৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে। ঈপ্সিতা এখন নিজের মতো করে জীবন কাটাচ্ছেন পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে।    

Advertisement

Advertisement