Basanti Chatterjee: ফের অসুস্থ বাসন্তী চট্টোপাধ্যায়, নেই উপার্জন, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন ভাস্বর

Basanti Chatterjee: গত বছর থেকেই অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় অসুস্থ ছিলেন। সেই সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে তিনি অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ছিলেন। সেই সময় তিনি পাশে পাননি তাঁর আত্মীয়-পরিজনদের।

Advertisement
ফের অসুস্থ বাসন্তী চট্টোপাধ্যায়, নেই উপার্জন, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন ভাস্বরবাসন্তী চট্টোপাধ্যায়ের জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য ভাস্বরের
হাইলাইটস
  • গত বছর থেকেই অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় অসুস্থ ছিলেন।

গত বছর থেকেই অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় অসুস্থ ছিলেন। সেই সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে তিনি অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ছিলেন। সেই সময় তিনি পাশে পাননি তাঁর আত্মীয়-পরিজনদের। তখনও অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় অভিনেত্রীকে সাহায্য করার কথা সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন। এবার বাসন্তী চট্টোপাধ্যায়কে আর্থিকভাবে সহায়তা করার জন্য খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানালেন অভিনেতা। 

গীতা এল এল বি-এর অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের পোস্ট দেখেই জানা গিয়েছে যে আবারও অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। মাসখানেক আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও আবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। জানা যাচ্ছে যে বাসন্তীদেবী বাড়ির মধ্যে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। ভাস্বর লেখেন, 'আবার অসুস্থ, কাজ করতে পারছেন না। তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। নিদারুণ কষ্টে দিন কাটছে তাঁর। প্রতিবারের মত স্নেহাশিস চক্রবর্তী দা আপ্রাণ চেষ্টা করছেন। এছাড়়াও সবার কাছে আবেদন করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে ওঁর খুব সুবিধে হয়। আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ করতে চাই, যাতে তিনিকিছু সাহায্য করতে পারেন।' ভাস্বর পোস্টে বাসন্তী চট্টোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণও শেয়ার করেছেন।

অভিনেতা এই পোস্টের সঙ্গে তাঁর ও বাসন্তী চট্টোপাধ্যায়ের ছবিও পোস্ট করেন। বর্তমানে বাসন্তী চট্টোপাধ্যায় গীতা এলএলবি ধারাবাহিকে অভিনয় করছেন, যদিও অসুস্থতার কারণে শ্যুটিংয়ে নিয়মিত উপস্থিত হতে পারছেন না। ৮৫ বছর বয়সী এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে নানান শারীরিক সমস্যায় ভুগছেন। বাংলা চলচ্চিত্রের অন্যতম মুখ বাসন্তীদেবী অর্থকষ্টের কারণে এখনও কাজ করতে এক প্রকার বাধ্য হচ্ছেন। এই নিয়ে এক সংবাদমাধ্যমকে বাসন্তী চট্টোপাধ্যায় তাঁর শারীরিক অসুস্থতার কথা বলতে গিয়ে রীতিমতো কেঁদেই ফেলেন। 

অভিনেত্রী বলেন যে তাঁর খুব ব্যথা। নড়তেও পারছেন না তিনি। বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। বাড়ির যে পরিচারিকা সেই দেখাশোনা করছেন। এখন তিনি শ্যুটিং করতে পারছেন না। তাই উপার্জনও বন্ধ রয়েছে। পরিজন বহু দিন ধরেই পাশে নেই এই অভিনেত্রীর। নিজের ছেলের মতো তাঁকে আগলে রেখেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। প্রতি মাসে কুড়ি হাজার টাকার ওষুধ খান বাসন্তীদেবী। সঙ্গে আসে মোট ৪৫০০ টাকার ইনজেকশন। থাকেন দমদমে। সেখান থেকেই দক্ষিণ কলকাতায় শ্যুটিংয়ে আসতেন তিনি। তবে এখন আর সে ক্ষমতাও নেই তাঁর।

Advertisement

POST A COMMENT
Advertisement