বাংলা সিরিয়ালে খুবই পরিচিত মুখ ফাহিম মির্জা। তাঁর হিরোসুলভ চেহারার প্রেমে পাগল বহু মহিলাই। ইতিবাচক চরিত্রে দেখা গেলেও ফাহিম কিন্তু খলনায়কের চরিত্রে দুধর্ষ। একাধিক সিরিয়ালে তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে। তাঁর হাসিমুখ দেখলেই মেয়েরা পাগল হয়ে যায়। আর সেই ফাহিমকে হাসপাতালে দেখে ভক্ত-অনুরাগীরা রীতিমতো উদ্বিগ্ন। মঙ্গলবার ফাহিম তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবি পোস্ট করেন। যেখানে তাঁর হাতে প্লাস্টার , স্যালাইনের নল গোঁজা, হাসপাতালের বেডে বসা। এই ছবি দেখে অনেকেই উদ্বিগ্ন। কী হল অভিনেতার?
পর্দায় এমন ছবি হামেশা দেখা গেলেও, এটা কোনও সিরিয়ালের দৃশ্য নয়। বাস্তবেই অভিনেতা হাসপাতালে ভর্তি ছিলেন। হাতে গুরুতর চোট পেয়েছেন। আর সেই কারণে অস্ত্রোপচার করতে হয় অভিনেতাকে। চরম যন্ত্রণা সহ্য করতে হয়েছে ফাহিমকে। অস্ত্রোপচারের পর এখন নিজে বসে খেতে পারছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। কিন্তু কীভাবে এই চোট পেলেন ফাহিম?
আসলে অভিনয় ফাহিমের পেশা হলেও, ক্রিকেট খেলতে ভালোবাসেন তিনি। শ্যুটিং থেকে সুযোগ পেলেই ক্রিকেট খেলতে চলে যান অভিনেতা। জানা গিয়েছে, দিন কয়েক আগে তেমনই একটি দলের হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন ফাহিম। আর সেখানেই বিপত্তি। জোরে ব্যাট ঘোরাতে গিয়ে ডান হাতের পেশিতে মারাত্মক আঘাত পান। যন্ত্রণায় অবশ হয়ে যায় হাত। তবে আঘাতের পরও খেলা বন্ধ করেননি অভিনেতা। এক সংবাদমাধ্যমকে ফাহিম জানিয়েছেন যে ওই অবস্থাতেই অভিনেতা বাড়ি ফেরেন। ব্যথা কমানোর ওষুধও খান। পরের দিন সেই হাত নিয়েই শ্যুটিংয়ে যান। ফাহিম জানিয়েছেন, একসপ্তাহ পর ফিজিওখেরাপি করাতে যান তিনি। প্রশিক্ষক জানান, যেখানে আঘাত পেয়েছেন সেই জায়গার আকার-আয়তনের পরিবর্তন হয়েছে। ক্রমশ ফুলে যাচ্ছে।
এটা শোনার পরই চিকিৎসকের দ্বারস্থ হন ফাহিম। এমআরআই করাতেই ধরা পড়ে হাতের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। অস্ত্রোপচার ছাড়া ঠিক হবে না। এরপরই দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হন তিনি। রবিবার ডানহাতে অপারেশন হয়। সোমবারই বাড়ি ফিরেছেন অভিনেতা। চিকিৎসক একমাস বিশ্রাম করতে বললেও অভিনেতা জানিয়েছেন যে কিছুদিন বিশ্রামের পর কাজে ফিরবেন তিনি। ডান হাত দিয়ে সব কাজ করেন যেহেতু তাই একটু অসুবিধা হচ্ছে। ব্যথা হচ্ছে। মিত্তির বাড়ি সিরিয়ালে এই মুহূর্তে দেখা যাচ্ছে ফাহিমকে। বৃহস্পতিবার চিকিৎসকের কাছে যাবেন। ডাক্তার অনুমতি দিলে শুক্রবার থেকে শ্যুটিং ফ্লোরে দেখা যাবে অভিনেতাকে।