Indrasish Roy: এই তো সেদিন বিয়ে হল, দাম্পত্যে চিড় ইন্দ্রাশিস-সৌরভীর? মুখ খুললেন অভিনেতা

Indrasish Roy: টলিউড হোক বা টেলিভিশন, কান পাতলেই এখন শুধুই দাম্পত্যে চিড় ধরার গল্পই শোনা যাচ্ছে। জিতু-নবনীতা হোক বা অনির্বাণ-মধুরিমা সব ক্ষেত্রের সম্পর্কে দুরত্ব আসার খবর শোনা যাচ্ছে। আর সেই তালিকাতেই যুক্ত হলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ ইন্দ্রাশিস রায়। শোনা যাচ্ছে, অভিনেতা ইন্দ্রাশিস রায় ও তাঁর স্ত্রী সৌরভী তরফদারের দাম্পত্যে দুরত্বের সৃষ্টি হয়েছে।

Advertisement
এই তো সেদিন বিয়ে হল, দাম্পত্যে চিড় ইন্দ্রাশিস-সৌরভীর? মুখ খুললেন অভিনেতাইন্দ্রাশিস-সৌরভীর সম্পর্কে চিড়?
হাইলাইটস
  • টলিউড হোক বা টেলিভিশন, কান পাতলেই এখন শুধুই দাম্পত্যে চিড় ধরার গল্পই শোনা যাচ্ছে। জিতু-নবনীতা হোক বা অনির্বাণ-মধুরিমা সব ক্ষেত্রের সম্পর্কে দুরত্ব আসার খবর।

টলিউড হোক বা টেলিভিশন, কান পাতলেই এখন শুধুই দাম্পত্যে চিড় ধরার গল্পই শোনা যাচ্ছে। জিতু-নবনীতা হোক বা অনির্বাণ-মধুরিমা সব ক্ষেত্রের সম্পর্কে দুরত্ব আসার খবর। আর সেই তালিকাতেই যুক্ত হলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ ইন্দ্রাশিস রায়। শোনা যাচ্ছে, অভিনেতা ইন্দ্রাশিস রায় ও তাঁর স্ত্রী সৌরভী তরফদারের দাম্পত্যে দুরত্বের সৃষ্টি হয়েছে। তাঁরা নাকি বিচ্ছেদের পথে হাঁটবেন খুব শীঘ্রই। 

ছোটপর্দার খুবই জনপ্রিয় অভিনেতা ইন্দ্রাশিস। বালিঝড় সিরিয়ালে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছিল। এই মুহূর্তে অভিনো জল থই থই ভালোবাসা ধারাবাহিকে কাজ করছেন। ২০২১ সালে সৌরভী তরফদারের সঙ্গে বিয়ে করেন অভিনেতা। তার আগে ১০ বছর চুটিয়ে প্রেম করেছেন তাঁরা। কিন্তু বিয়ের ২ বছরের মাথায় এমন কী ঘটল যে দাম্পত্যে চিড় ধরল তাঁদের। আসলে বেশ কিছুদিন ধরেই ইন্দ্রাশিষ ও সৌরভীর কোনও ছবি পোস্ট হয়নি সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই ধরে নেওয়া হয়েছে যে তাঁদের হয়ত সম্পর্কে দুরত্ব তৈরি হয়েছে। 

তবে এই নিয়ে ইন্দ্রাশিস সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এটা নিছকই গুজব ছাড়া আর কিছুই নয়। অভিনেতা এটা বললেও টেলি পাড়ায় অন্য কথাও শোনা যাচ্ছে তাঁকে নিয়ে। ইন্দ্রাশিস নাকি অন্য অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলেই সৌরভীর সঙ্গে দুরত্বের সৃষ্টি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে দু’জনেই প্রকাশ্যে কোনও মন্তব্য করতে নারাজ। সৌরভী আবার অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর খুব ভালো বন্ধু বলে জানা গিয়েছে। এছাড়াও সৌরভীর সঙ্গে টলিউডের বহু তারকার যোগাযোগও রয়েছে।

প্রসঙ্গত, ইন্দ্রাশিস বহু বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। অন্যদিকে অভিনেতার স্ত্রী একটি বেসরকারী সংস্থায় উচ্চপদে কর্মরত। বহু বছর প্রেম করার পরই তাঁরা বিয়ে করেন। তবে ইন্দ্রাশিস কোনওদিনই তাঁর বঅয়ক্তিগত জীবনকে লাইমলাইটে আনতে পছন্দ করতেন না। তাই সোশ্যাল মিডিয়াতেও কোনও পোস্ট বা ছবি তিনি দেন না। ২০২১ সালে সোশ্যাল মিডিয়ার পেজে বিয়ের ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে জীবনের খুশি ভাগ করে নিয়েছিলেন অভিনেতা ইন্দ্রাশিস রায়। তবে এখন এই সম্পর্কের সমীকরণ কোন খাতে বয়ে যায় এখন সেটাই দেখার।    

Advertisement

POST A COMMENT
Advertisement