
ঋজু বিশ্বাসকখনও নগ্ন ভিডিও আবার কখনও বা অশালীন মেসেজ আবার কখনও বা সোশ্যাল মিডিয়ায় ফোন নম্বর চাওয়ার আবদার। মাঝে মধ্যেই টলিপাড়ার একাধিক অভিনেতাকে এই ধরনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন 'বউ কথা কও' অভিনেতা ঋজু বিশ্বাস (Riju Biswas)। টেলিভিশনের চেনা মুখ ঋজুকে নিয়ে বেশ কয়েকদিন ধরে তোলপাড় নেটপাড়া। তাঁর ওপর অভিযোগ উঠেছে যে তিনি নাকি মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার করেছেন। এক মহিলা এই নিয়ে অভিযোগ জানাতেই আরও বেশ কয়েকজন তরুণী একই অভিযোগ করেছেন ঋজুর বিরুদ্ধে। আর এই নিয়েই bangla.aajtak.in-কে প্রতিক্রিয়া দিলেন অভিনেতা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক উঠতি মডেল অভিযোগ করেন যে অভিনেতা ইনস্টাগ্রাম থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নম্বর চান এবং সেখানেই নাকি অশালীন আচরণ শুরু করেন। ওই মডেল সোশ্যাল মিডিয়া পেজে বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন। সেই স্ক্রিনশট অনুযায়ী, ঋজু তাঁকে প্রথমে তাঁর শাড়ি পরা ছবির প্রশংসা করেন এবং পরের দিকে সেই মডেল কেন তাঁকে ফোন করেননি এই নিয়ে তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেখানেই ঋজু নাকি ওই মডেলের সঙ্গে অশালীন আচরণ করেন। তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এইসব স্ক্রিনশটগুলি সবই কিন্তু ২০২৩ সালের। অর্থাৎ দুবছর আগের। আর বছর দুই আগের স্ক্রিনশট কেন হঠাৎ করে শেয়ার করলেন ওই মডেল তা নিজেও বুঝতে পারছেন না ঋজু। ওই মডেল তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ঋজুকে নিয়ে দীর্ঘ অভিযোগ করেন সম্প্রতি।

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কমেন্ট সেকশনে এসে অন্য মেয়েরাও একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন। তবে নেটিজেনদের একাংশ বলছেন, অভিযোগগুলো যেহেতু এখনও প্রমাণিত নয়, তাই বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত হওয়া দরকার। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে কারও ভাবমূর্তি নষ্ট করা উচিত নয়। তবে একের পর এক অভিযোগ আসার পর বাধ্য হয়েই মুখ খুলেছেন ঋজু। তিনি গোটা ঘটনাটি মিথ্যে বলে দাবি করেন।
এই ঘটনা নিয়ে বউ কথা কও অভিনেতা বলেন, 'এই বছরটা তাঁর প্রথম থেকেই ভাল যাচ্ছে না। মায়ের শারীরিক অবস্থার কারণে আমি কলকাতায় ছিলাম না আমি। হঠাৎ করেই দেখছি আমার সঙ্গে কথা না বলে এই ঘটনাকে কেন্দ্র করে নানা খবর ছড়িয়ে পড়েছে। আমার কথা হচ্ছে আমি যদি সত্যিই এতটা অশালীন ব্যবহার করে থাকি তবে আমার বিরুদ্ধে কেন পুলিশের কাছে অভিযোগ করা হল না? এই মহিলার পোষ্টের নিচে আমি অনেকগুলো স্ক্রিনশট দিয়েছি সেখানে কোথাও কি মনে হচ্ছে আমি অশালীন ব্যবহার করেছি?' এরপরই ঋজু জানিয়েছেন যে কাউকে সুন্দর বললে বা স্বাভাবিক কথোপকথন হলে, সেটা যদি অশালীন মন্তব্য বলা হয়, তাহলে সেই স্ক্রিনশটটা দেখানোর দাবি জানিয়েছেন অভিনেতা। ঋজু বলেন, 'প্রকাশ্যে কারোর ফোন নম্বর অনুমতি না নিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটা অপরাধ।' ঋজু এও বলেন, 'আমি যেহেতু ওই মহিলাকে ব্লক করে দিই এবং তাঁকে এইসব করতে বারণ করি তারপরই সে সোশ্যাল মিডিয়ায় আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে।'
গত চারদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অভিনেতার চরিত্র নিয়ে রীতিমতো কাঁটাছেঁড়া হয়েছে। যা নিয়ে বিরক্ত ঋজু। অভিনেতা বলেন, 'সব মেয়েরাই বলছে তাঁদেরকেও মেসেজ করেছি কিন্তু কী মেসেজ করেছি তা দেখাতে পারছে না। এর পেছনে কী কারণ রয়েছে বা কেনই বা এগুলো করা হচ্ছে আমি সত্যিই জানি না।' ঋজু জানিয়েছেন যে তিনি এই বিষয়ে আইনের সহায়তা নিয়েছেন। তিনি ইতিমধ্যেই এই নিয়ে লালবাজার ও সাইবার ক্রাইম সেলে অভিযোগ জমা দিয়েছেন এবং প্রমাণও তুলে দিয়েছেন। গল্ফগ্রিন থানায় জেনারেল ডায়েরিও করেছেন অভিনেতা। এরপরই ওই মডেলের সোশ্যাল মিডিয়া থেকে সেই পোস্টটি সরে যায়।
'বউ কথা কও' সিরিয়ালে নিখিল চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ঋজু। এরপর একাধিক সিরিয়াল-সিরিজে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। এই মুহূর্তে অবশ্য তিনি পর্দার বাইরেই রয়েছেন। ঋজু জানিয়েছেন, এখন পুরো ফোকাস কেরিয়ারের দিকে। তবে যাতে তাঁর ভাবমূর্তি নষ্ট না হয়, তারজন্যই আইনের পথেই হাঁটছেন তিনি।